লার্ণার লাইসেন্স যত প্রশ্ন

মে 16, 2021

লার্ণার লাইসেন্স যত প্রশ্ন

লার্ণার লাইসেন্স দিয়ে কি রাস্তায় গাড়ি চালানো যাবে ?

লার্ণার (শিক্ষানবীশ) লাইসেন্স দিয়ে পাবলিক প্লেসে গাড়ি চালানো / ড্রাইভিং শেখা যাবে না।

আপনার লার্নার এর মেয়াদ শেষ হয়ে গেছে। আপনি কি লার্নার নবায়ন করতে পারবেন, নাকি নতুন লার্ণার নিতে হবে ?

লার্নারে ইস্যু তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া থাকে। অধিকাংশ সময় পরীক্ষার্থী সংখ্যার অধিক হওয়ায় মেয়াদ উত্তীর্ণের তারিখের মধ্যে পরিক্ষা নেয়া সম্ভব হয়না। সেক্ষেত্র, পরিক্ষার তারিখ পর্যন্ত মেয়াদ উত্তীর্ণের তারিখ বলবৎ থাকবে। পরীক্ষার আগে আপনাকে লার্নার নবায়ন করতে হবে না।

আপনি পরিক্ষার তারিখে অনুপস্থিত থাকলে আপনাকে ব্যাংকে ৮৭ টাকা জমা দিয়ে ঐ লার্ণার নবায়ন করে নিতে হবে। উল্লেখ্য পরিক্ষা যদি ৬ মাস পর অনুষ্ঠিত হয় এবং আপনি উক্ত তারিখে অনুপস্থিত থাকেন তাহলে আপনাকে নতুন করে লার্নার নিতে হবে।

লার্নার কতবার নবায়ন করা যায় ?

লার্নার ৮৭ টাকা জমা দিয়ে পরবর্তী তিন মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো যায়। । অর্থা্ৎ মোট একবার নবায়ন করা যায় (প্রথম ইস্যু তারিখ থেকে ৬ মাস সময় পর্যন্ত )। ৬ মাস অতিক্রান্ত হলে পুনরায় নতুন করে লার্নার সংগ্রহ করতে হবে।

লার্ণার ফরমের মেডিকেল সার্টিফিকেট কার কাছ থেকে নিতে হবে ?

লার্নার ফরমে সংযুক্ত মেডিকেল সার্টিফিকেট যে কোন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসক মেডিকেল সার্টিফিকেটে স্বাক্ষর ছাড়াও প্রার্থীর ছবিসহ স্বাক্ষর করবেন এবং ফরমের তথ্যসমূহ পূরণ করবেন।

লার্নার ফরম কি বাংলায় পূরণ করবেন নাকি ইংরেজিতে ?

লার্ণার ফরম ইংরেজি বড় হাতের অক্ষরে (Capital Letter) পূরণ করতে হবে। মেডিকেল সার্টিফিকেট বাংলায় পূরণ করতে হবে।

লার্নার ফি কোথায় জমা দেবেনঃ-

বিআরটিএ’র নির্দিষ্ট ব্যাংকে ফি জমা দিতে পারবেন। brta.porta.gov.bd থেকে জেলা অনুযায়ী ব্যাংকের নাম সার্চ উক্ত ব্যাংকে ফি জমা দিতে পারবেন।

এছাড়া ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে www.ipaybrta.cnsbd.com থেকে ফি জমা দিতে পারবেন।

ব্যাংকের কত কোড নাম্বারে ফি জমা দেবেনঃ-

ব্যাংকের নির্দিষ্ট কাউন্টারে নিজের নাম ও পিতার নাম বলে লার্ণার খাতে ফি জমা দেয়া যায়।

লার্ণারের জন্য কত টাকা ফি জমা দিতে হয় ?

২ ধরনের মোটরযানের জন্য ৫১৮/- এবং এক ধরনের মোটরযানের জন্য ৩৪৫/- টাকা।

লার্নার ফরম কোথায় পাওয়া যায় ?

মজুদ থাকা সাপেক্ষে বিআরটিএ কার্যালয়ে বিনামূল্যে লার্ণার ফরম পাবেন। এছাড়া brta.portal.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।এছাড়াও বিআরটিএ কার্যালয়ের আশেপাশের ফটোকপি/স্টেশনারি দোকানে লার্ণার ফরম সংগ্রহ করতে পারবেন।

লার্ণারে নাম/পিতার নামের বানান ভুল হয়েছে। কিভাবে সংশোধন করবেনঃ-

আপনি ব্যাংকে ফি জমা দেয়ার সময় যেভাবে বানান লিখেছেন লার্ণার কার্ডে সেভাবেই লিপিবদ্ধ থাকে। টাকা জমার রশিদে ভুল হলে তৎক্ষনাৎ ব্যাংক কাউন্টারে অবহিত করলে তারা ঠিক করে দিতে পারেন। নতুবা নতুন ফি জমা দেয়া ছাড়া নাম সংশোধনের উপায় নেই। তবে, পাশ করার পর আবেদন ফরমে সঠিক বানান লিখলে তা সংশোধন করা যাবে।

আপনি কি অনলাইনে লার্ণারের জন্য আবেদন করতে পারবেন?

জ্বি, আপনি অফিসে না গিয়ে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করে অনলাইনে লার্ণার এর জন্য আবেদন করে সাথে সাথে লার্ণার কার্ড পেতে পারেন। বিস্তারিত জানতেঃ

www.bsp.brta.gov.bd