শিতকালে বাইক রাইডিং টিপস

নভেম্বর 11, 2019

শিতকালে বাইক রাইডিং টিপস

বাইক বাসায় বন্ধ করে রখলে যে যত্ন নিতে হয় শীতকালে বাইক চালালে তার চেয়ে বেশি যত্ন নিতে হয়। অনেকে তো শীতকালে বাইক চালাতে চান না। আসোলে শীতকালে বাইকে ট্যুর করে সবচেয়ে মজা।

আপনি চাইলেও উচ্চ গতিতে বাইক চালাতে পারবেন না, কুয়াশা, ঠাণ্ডা বাতাস আপনাকে বাধা দিবে। আর আস্তে চালানোর কারনে রাস্তার দুপাশের প্রকৃতির সাথে একবারে মিশে যেতে পারবেন।

আসোলে শীতকালে বাইক চালাতে আপনাকে শীতের শুরুতে কিছু প্রস্তুতি নিতে হবে। বাইকে নতুন কিছু এড করতে হবে বাদ দিতে হবে পুরোন অভ্যাস।

আমাদের আজকের আলোচনা শীতকালে বাইক চালানোর পূর্ব প্রস্তুতি নিয়ে। তো চলুন কয়েকটি গুরুত্ব পূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক…

# ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা

শীতকালে বাইকের ব্যাটারির উপর সবচেয়ে বেশি চাপ পড়বে। সব সময় লাইট জালিয়ে চালাতে হবে পাশাপাশি প্রয়োজনে অতিরিক্ত লাইট লাগাতে হতে পারে। আর তাই সবচেয়ে বেশি যে সমস্যায় পড়বেন তা হল বাইকের ব্যাটারি বসে যাওয়া।

তাই শীতের শুরুতেই ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষার করতে হবে। ভোল্টেজ যাচাই করে দেখতে হবে সঠিক আছে কিনা? একটি স্বাস্থ্যকর বাইকের ব্যাটারি 12.v এর উপরে হওয়া উচিৎ। তারপরে, টার্মিনালগুলিকে গ্রীস করুন এবং নিশ্চিত করুন যে সবকিছু সঠিক এবং ময়লা থেকে মুক্ত। বাইক চালালে ব্যাটারি ঠিক মত চার্জ হচ্ছে কিনা চেক করুন।

# টায়ার

টায়ার বাইকের জন্য খুব গুরুত্ত পূর্ণ। বাইকের যে অংশটি সবচেয়ে বেশি ব্যাবহার হয় তা হল টায়ার। তাই শীতের শুরুতে বাইকের টায়ার চেক করে নিন। শীতকালে রাস্তা একদম পিচ্ছিল থাকে তাই চাকার গ্রিপ খুব গুরুত্ব পূর্ণ। টায়ার পুরোনো হলে পাল্টিয়ে নিতে পারেন।

আর বাইকের টায়ার প্রেশার কিছুটা কমিয়ে রাখতে পারেন। এতে ভেজা রাস্তায় ভালো গ্রিপ পাবেন। আবার বেশি কম করবেন না। মনে রাখবেন শীতের মাসগুলিতে, তাপমাত্রায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস ড্রপের জন্য চাপ 2psi যতটা কমে যায়, তাই বাইরে বের হওয়ার আগে আপনার এটি পরীক্ষা করে নেওয়া উচিত।

# ইঞ্জিন ওয়েল

শীতের শুরুতে বাইকের ইঞ্জিন ওয়েল টা পরিবর্তন করে নিতে পারেন। শিতে আপনি সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যাবহার করতে পারেন। এতে ইঞ্জিন তারাতারি গরম হবে।

# অন্যান্য চলন্ত অংশগুলিকে লুব্রিকেট করুন

বাইকের যে সকল ঘূর্ণয়ন পার্টস আছে তাতে লুব্রিকেন্ট করুন। যেমন ক্লাচ ক্যাবল, চেইন, ব্রেক ও গিয়ার হেন্ডেল ইত্যাদি। সাধারণত এই সব জায়গায় গ্রিজ দেওয়া থাকে, আপনি গ্রিজ না দিয়ে ইঞ্জিন ওয়েল দিবেন। কারনে শীতকালে গ্রিজ আরো জমে জায়।

# ফিল্টার

শীতের শুরুতে বাইকের অয়েল ও এয়ার ফিল্টার টা পরিবর্তন করে নিলে ভালো পারফর্মেন্স পাবেন।

পরিষ্কার করবেন না বদলে ফেলবেন?

এয়ার ফিল্টার নির্মাতা গন বলেন এয়ার ফিল্টার পরিশোধন যোগ্য না। আপনাকে সরাসরি এইটা পরিবর্তন করতে হবে। প্রতি ৩০০০ থেকে ৫০০০ কি মি পর পর এয়ার ফিল্টার পরিবর্তন করতে বলে মোটরবাইক ইঞ্জিনিয়ার গন।