সিটিজি বাইকার ক্লাব এর ৫বছর পূর্তি ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন

ডিসেম্বর 28, 2021

সিটিজি বাইকার ক্লাব এর ৫বছর পূর্তি ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন

গত 17 ডিসেম্বর রোজ শুক্রবার চট্টগ্রামের সিআরবি শিরিষতলা চত্বরে সিটিজি বাইকার ক্লাব আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সিটিজি বাইকার্স ক্লাবের পাঁচ বছর পূর্তি উপলক্ষে দেশের সকল বাইকারদের নিয়ে এক জমকালো অনুষ্ঠান হয়।

জুমার নামাজ এবং লাঞ্চ বিরতির পর সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত বাইকার একসাথে জাতীয় সংগীতের সুর এর সাথে ঠোঁট মেলান।

এরপর আমাদের মাঝ থেকে চলে যাওয়া বাইকার ভাইদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আসরের নামাজের পর সকল বাইকারদের একসাথে করে মঞ্চে উঠে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের মূল অংশে প্রবেশ করে।

সিটিজি বাইকের ক্লাবের ফাউন্ডার এডমিন এস. এম. ইমাম হাসান। (রিংকু) শুভেচ্ছা বক্তব্য দেন।

এস. এম. ইমাম হাসান। (রিংকু) তার বক্তব্যে তিনি এই প্রোগ্রামের করার কারণ এবং এর প্রোগ্রামে আগত সকল বাইকার ভাইদের শুভেচ্ছা জানান সেইসাথে তিনি তার টিম মেম্বারদের পরিচয় করিয়ে দেন কথা প্রসঙ্গে তিনি বলেন যে প্রোগ্রামগুলো আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে সকল ভাইদেরকে একসাথে করে নিয়ে এসে সকল ভেদাভেদ ভুলে কিছুটা সময় একসাথে আনন্দঘন মুহূর্ত কাটানো।

বিকালে RRz এর বাইকার ভাইয়েরা বাইক স্টান্ট করে উপস্থিত সকলকে আনন্দিত করেন।

এরপর উপস্থিত সকল বাইকারদের কে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

ক্রেস্ট প্রদানের আনুষ্ঠানিকতা শেষ করার পর বাইকার ডিজে লিটন ভাইয়ের তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রোগ্রাম হয় যেখানে ডিজে উপভোগ করেন আগত সকল বাইকার এবং উপস্থিত দর্শক বৃন্দ।

কিউরিয়াস বাইকার CTG Biker Club এর উত্তরোত্তর সাফল্য কামনা করে। সবসময় পাশে ছিল, আছে থাকবে।