সুজুকি নতুন কালারে পুরাতন বাইক

এপ্রিল 28, 2022

সুজুকি নতুন কালারে পুরাতন বাইক

বাংলাদেশে Suzuki Sports বাইক মানেই রাইডারদের মধ্যে এক নতুন উদ্দিপনা। কিন্তু স্থানীয় বাজারে প্রচলিত Suzuki Sports বাইক মডেলগুলোর মূল্য তুলনামূলক অনেক বেশি হওয়ায় অনেকের পক্ষেই তা ক্রয়করা সম্ভব হয়না। Suzuki বাংলাদেশ ঠিক এটি মাথায় রেখেই Suzuki Gixxer পূর্বের মডেলটি কিছুটা কম মূল্যে বাজারজাত করে আসছে। এই বাইকটি মূলত একটি সস্তা Gixxer মডেল, যেটি অনেকটাই Suzuki Gixxer Dual Tone এর মত । পুরো Gixxer সিরিজটিই বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়, তাই এখন Suzuki তাদের এই Gixxer সবার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করছে।

  • উৎপাদন খরচ কমানোর জন্য Gixxer Mono Tone বাইকটিতে কোন রকম 3D গ্রাফিক্স ব্যাবহার করা হয়নি। এছাড়া বাইকটির Engine, Chassis এবং Features একই।
  • Gixxer Mono Tone এবং Gixxer Dual Tone এর মধ্যে প্রার্থক্য হচ্ছে রং এবং গ্রাফিক্সে Gixxer Dual Tone পুর্নাঙ্গ গ্রাফিক্স সহ আসে আর Gixxer Mono Tone সাধারন।
  • Gixxer Mono Tone এই বাইকটি বর্তমানে বাংলাদেশের বাজারে Available।

Suzuki তাদের এই বাইকটিতে 154.9 cc ইঞ্জিন ব্যাবহার করেছে, যেটি 4-stroke, 1-cylinder, air-cooled, SOHC, 2 Valve। এটি সর্বোচ্চ শক্তি 14.6 BHP @ 8000 rpm এবং সর্বোচ্চ টর্ক 14 NM @ 6000 rpm উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে ব্যাবহার করা হয়েছে 5 Speed ম্যানুয়াল গিয়ার। বাইকটি সর্বোচ্চ প্রায় 130 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। Suzuki দাবি করছে এই বাইকটির মালইলেজ প্রায় ৩৫-৪০ Kmpl ।