সুজুকির পর বাইকের দাম বাড়িয়ে দিল হোন্ডা

এপ্রিল 12, 2022

সুজুকির পর বাইকের দাম বাড়িয়ে দিল হোন্ডা

রমজান মাস অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপুর্ন একটি মাস, এই মাসের সম্মান ও পবিত্রতা রক্ষায় পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম প্রধান দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদিতে বিশেষ মুল্যছাড় দেয়া হয়।

ব্যাবসায়িক লাভের চেয়ে জনসেবা করাই থাকে মুখ্য উদ্দেশ্য, তবে বাংলাদেশে দেখা যায় উল্টোচিত্র।

তেল, চাল, ডাল, লবন সহ সকল পন্যের দাম নাগালের বাইরে চলে যায় যা খুবই হতাশাজনক।

সিন্ডিকেট, মজুতদারী, কৃত্রিম সংকট সৃষ্টি এবং মানুষের গলায় ছুরি ধরে অতিরিক্ত লাভ করার চেস্টাই মুলত এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান ভুমিকা পালন করে।

এই মূল্যবৃদ্ধির চক্করে কিন্তু পিছিয়ে নেই মোটরবাইক কোম্পানিগুলো ও। অসহনীয় ট্রাফিক জ্যাম, মানসম্মত ট্রান্সপোর্টেশনের অভাবে জর্জরিত হয়ে দেশের জনসংখ্যার বড় একটা অংশ ব্যাক্তিগত বাহন হিসেবে মোটরসাইকেল বেছে নিচ্ছে ফলে মোটরসাইকেল মার্কেট দিন দিন বড় হচ্ছে।

দেশে ইন্ডিয়ান ব্রান্ডের পাশাপাশি জাপানিজ ব্রান্ডগুলোর মোটরবাইকের প্রতিও মানুষের আগ্রহ অনেক বাড়ছে। তবে দাম নিয়ে মানুষের মধ্যে বেশ ক্ষোভ কাজ করে কারন উচ্চমাত্রার ট্যাক্স আরোপ করার কারনে দেশের বাজারের ভালো ভালো ব্রান্ডের বাইকগুলো এফোর্ড করা কঠিন হয়ে যায়।

তার মধ্যে যদি কোম্পানিগুলো তাদের বাইকের দাম ইচ্ছামত বাড়াতে থাকে সেটি হয়ে যায় মরার উপর খাড়ার ঘা।

রোজার কিছুদিন আগেই আমরা দেখলাম সুজুকির অন্যতম জনপ্রিয় বাইকগুলোর দাম বাড়িয়ে দেয়া হলো, রোজা শুরু হতে না হতেই হোন্ডাও একই পথে হেটে তাদের বাইকগুলোর দাম বাড়িয়ে দিলো।

যেমন হোন্ডা হরনেট ১৬০আর কিনতে গেলে এখন প্রায় ১০ হাজার টাকা বেশি গুনতে হচ্ছে।

পিছিয়ে নেই ইন্ডিয়ান ব্রান্ডগুলোও।

সুযোগ পেলেই নানান ছুতোয় বাড়তি দাম হাকাচ্ছে।

এদিকে বড়লোকের বাইক হিসাবে আখ্যা পাওয়া জাপানিজ ব্রান্ড ইয়ামাহা দেখালো উল্টোচিত্র।

দীর্ঘদিন আমরা দেখে এসেছি ইয়ামাহার বাইক কিনতে গেলে বাজেট বাড়ানোর একটা ব্যাপার চলে আসতো,

কিন্ত ধাপে ধাপে ইয়ামাহার বাইকগুলোর দাম অনেকটাই কমিয়ে এনেছে এসিয়াই মোটরস।

এবং সার্ভিসের মানও দিনদিন উন্নত করার চেস্টা করছে তারা৷ রোজা এবং ঈদ উপলক্ষে Saluto, MT15, FZS v2 তে ক্যাশব্যাক অফার দিচ্ছে এমনকি তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক Yamaha R15 বাইকে দিচ্ছে ৩৫ হাজার টাকা ক্যাশব্যাক।

নোলান এবং এক্স-লাইট এর মত প্রিমিয়াম হেলমেট গুলোতেও ৪০% পর্যন্ত ডিস্কাউন্ট এভেইল করার সুযোগ দিচ্ছে।

সব মিলিয়ে অন্যরা যেখানে ঝোপ বুঝে কোপ দিয়ে দাম বাড়িয়ে যাচ্ছে সেখানে সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ তাদের পন্যের দাম কমানোর চেস্টা করেছে এটা আসলেই প্রশংসনীয় ব্যাপার।

তাই এখন আর ইয়ামাহা বাইকের নাম শুনে বাজেট না বাড়িয়ে বরং বাজেট কমানোর পরামর্শ দিতে হবে