স্কুটার স্টার্ট সমস্যা

সেপ্টেম্বর 21, 2019

স্কুটার স্টার্ট সমস্যা

বাংলাদেশে সাধারনত নারিরাই বেশি স্কুটার পছন্দ করে বা চালায়। তবে পুরুষের সংখ্যাও চোখে পড়ার মত।

প্রায়শই আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে হয় যে হঠাৎ করে স্কুটার আর স্টার্ট নিচ্ছে না। বা আপনি চালিয়ে রেখে গেছেন কিছক্ষন পরে যখন এসে স্টার্ট দিচ্ছেন স্কুটার আর স্টার্ট নিচ্ছে না।

হঠাৎ এই সমস্যা হলে আমরা আতংকিত হয়ে পড়ি। নারি রাইডার দের বেলায় এটা আরো বিড়ম্বনার। কোথায় সার্ভিস পয়েন্ট, এত দূর ঠেলে কে নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি।

আসোলে বেশির ভাগ ক্ষেত্রেই বাইক বা স্কুটার যেটাই হোক এই হঠাৎ বন্ধ হবার পেছনে খুব সাধারণ কারন কাজ করে। যা আপনি নিজেই সাড়িয়ে নিতে পারবেন।

তো চলুন এই হঠাৎ স্টার্ট বন্ধ হবার পেছনে কি কি কারন থাকতে পারে ও এর সমাধান গুলা কি কি তা জেনে নেই…

# ফুয়েল
স্কুটার যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা স্টার্ট না নিতে চায় তবে আতংকিত না হয়ে , সবার আগে ফুয়েল চেক করবেন। দেখবেন ফুয়েল আছে কিনা?
বেশির ভাগ সময় আমাদের আলসতা বলেন আর ভুলে যাওয়া বলেন এই একটি কারনে সবচেয়ে বেশি বাইক ঠেলতে হয় বাইকার দের।

# ফুয়েল কি
যদি দেখেন না ফুয়েল সঠিক মাত্রায় আছে তাও বাইক স্টার্ট হচ্ছে না তবে দেখবেন ফুয়েল লাইনের চাবি অন আছে কিনা। অনেকের অভ্যাস স্কুটার রেখে ফুয়েল কি অফ করে দেওয়া। আবার আপনার স্কুটারের উপর কেউ বসে বিশ্রাম নেবার সময় অসাবধানতা বশত বন্ধ করে ফেলেছে । আমার অনেক সময় এমন হয়েছে যে বাইক স্টার্ট দেবার সময় দেখি বাইকের সকল সুইচ ইনডিকেটর, হেড লাইট ইত্যাদি অন করা।

# স্পার্ক প্লাগ
কোন ভাবে যদি স্কুটার এর স্পার্ক প্লাগ ঢিলা হয়ে যায় বা এর সাথে সংযোগ দেওয়া তার টা ঢিলা হয়ে যায় তবে বাইক স্টার্ট নিবে না । আবার কোন ভাবে যদি স্পার্ক প্লাগে পানি প্রবেশ করে তবেও স্কুটার স্টার্ট নিবে না। পানি লেগে থাকলে সাথে সাথে পরিষ্কার করবেন। পানি অবস্থায় বার বার স্টার্ট দিতে গেলে স্পার্ক প্লাগ জ্বলে জেতে পারে।

# ইঞ্জিনে অতিরিক্ত ফুয়েল গেলে
স্কুটার এর ইঞ্জিনে অতিরিক্ত ফুয়েল প্রবেশ করলে স্টার্ট নিতে পারবে না। জখন এই সমস্যাটি হবে, আপনি চাবি দিয়ে স্টার্ট করতে গেলে দেখবেন স্কুটার ধাক্কা দিয়ে অফ হয়ে যাচ্ছে। তখন বুঝবেন ইঞ্জিনে অতিরিক্ত ফুয়েল প্রবেশ করেছে।

বাইক অফ করে বার বার থ্রটল ঘুরানো ইঞ্জিনে অতিরিক্ত ফুয়েল প্রবেশের অন্যতম কারন।

যদি আপনি শিওর হন যে এই কারনেই হচ্ছে তবে প্রথমে স্কুটার এর চোখ বন্ধ করবেন। সাধারনত বাপ হেন্ডেলে চোখের সুইচ থাকে। এর পর বাইকের স্পার্ক প্লাগ খুলবেন। এই অবস্থায় বাইক স্টার্ট দেবার চেষ্টা করুন । একটু সময় নিয়ে নিয়ে দু থেক তিনবার করলেই হয়ে যাবে। এই অবিস্থায় বাইক স্টার্ট হবে না তবে ইঞ্জিনে অতিরিক্ত ফুয়েল গিয়ে যে গ্যাস সৃষ্টি হয়েছে তা বের হয়ে যাবে।

এবার আবার সঠিক ভাবে লাগিয়ে দিন দেখবেন স্কুটার স্টার্ট হয়ে গেছে।

# এয়ার ফিল্টার
স্কুটার এর এয়ার ফিল্টার সব সময় অকে রাখবেন। নিয়মিত এটা পরিষ্কার করবেন প্রয়োজনে

পরিবর্তন করে নিবেন। মনে রাখবেন এয়ার ফিল্টার স্কুটার এর জন্য খুব গুরুত্ব পূর্ণ।

হঠাৎ করে স্টার্ট বন্ধে নতুন পুরাতন সকল স্কুটার এর বেলাই ঘটতে পারে। যদি দেখেন হঠাৎ করে স্কুটার স্টার্ট নিচ্ছে না তবে বিচলিত হবেন না। মাথা থান্ডা করে এর কারন খুজে বের করতে চেষ্টা করুন। দেখেবেন এর সমাধান আপনার হাতেই রয়েছে।