হঠাৎ বাইক স্টার্ট না নিলে যা করবেন

আগস্ট 27, 2019

হঠাৎ বাইক স্টার্ট না নিলে যা করবেন

অনেক সময় আমাদের এমন হয় যে হঠাৎ করে বাইক স্টার্ট নিতে চায় না বা স্টার্ট হচ্ছে কিন্তু পিক আপ ছেড়ে দিচ্ছে।

এই তো সেদিন আমার এমন হয়েছে। আগের দিন রাতে একদম ভালো বাইক গ্যারেজে রেখেছি। সকালে অফিসে যাবার সময় আর বাইক স্টার্ট হচ্ছে না। বড়ই চিন্তার বিষয়।

চিন্তার কিছুই নেই। আসোলে এই সব ক্ষেত্রে বড় কিছু হবার সম্ভাবনা খুবই কম। বেশির ভাব ক্ষেত্রেই খুব ছোট বিষয় চেক করলেই এর সমাধান হয়ে যাবে।

আপনিও যদি একই সমস্যার সম্মুখিন হন তবে আপনার করনিও কি কি সেই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা।

# ফুয়েল লাইন চেক:

যদি দেখেন হঠাৎ করেই আপনার বাইক স্টার্ট হচ্ছে না তবে প্রথম যে কাজটি করবেন তা হল, বাইকের ফুয়েল চাবি অন আছে কিনা?

হতে পারে আপনি মনের ভুলে বন্ধ করে দিয়েছেন যখন স্টার্ট দিচ্ছেন তখন মনে ছিলা না বা কেউ বন্ধ করে দিয়েছিল।

অনেক বাইক আছে যেগুলোর ফুয়েল চাবি একটু বাইরের দিকে। বাইকের সাইড স্ট্যান্ড নামানোর সময় হাটুর সাথে লেগে ঘুরে যেতে পারে।

সমস্যা যদি এটা হয় তবে বাইকের ফুয়েল চাবি অন করে সাইড স্ট্যান্ড করে ১০-৩০ সেকেন্ড অপেক্ষা করলেই সমাধান হয়ে যাবে।

# ফুয়েল লেবেল চেক:
এই তো সেদিন, আমার এক বন্ধুর বাইকে উঠেছি। কিছুদূর যাবার পর একটা চায়ের দোকানে থামলাম চা পান করার জন্য। ২০/২৫ মিনিট পরে বাইক স্টার্ট দিতে গিয়ে দেখে আর স্টার্ট হচ্ছে না। কারন কি? এই তো মাত্রই চলিয়ে এসেছে।

হঠাৎ করে ও বলে উঠলো দোস্ত মনে হয় ফুয়েল শেষ। পরে দেখলাম ঘটনা সত্য।

আসোলে এটা ঘটা সাভাবিক। এখন বেশ কিছু বাইকে ফুয়েল রিসার্ভ নেই। বা থাকলেও আপনি হয়ত বাইক পার্ক করেছেন পরের বার রাইডে যাবার সময় ফুয়েল নিবেন বলে কিন্তু আর মনে নেই।

# স্পার্ক প্লাগ ঢিলা হলেঃ
বাইক স্পার্ক প্লাগ ঢিলা হলে বা এর সাথে সংযোগ টি ঠিলা হলেও বাইক স্টার্ট নিবে না। হঠাৎ যখন বাইক স্টার্ট নিচ্ছে না তখন স্পার্ক প্লাগ এর সাথে সংযোগ ঠিক আছে কিনা একবার দেখে নিন।

খারাপ রাস্থায় বাইক চালালে বা যে কোন কারনেই হোক না কেন স্পার্ক প্লাগ হঠাৎ হালকা হতেই পারে। ঠিক মত লাগিয়ে দিন স্টার্ট হয়ে যাবে।

# চালান বা হালকা নড়াচড়া করুনঃ
আপনার বাইক যদি পুরাতন হয় আর হঠাৎ করে স্টার্ট না নেয় তবে বাইকের সুইচ অন করে নিউট্রাল করে বাইকটি হালকা সামনে পিছনে করুন। কয়েক বার করার পরে যাদের বাইকে কিক আছে তারা কিক দিয়ে ও যাদের বাইকে কিক নেই তারা সেলফ দিয়ে চেষ্টা করুন। আশা করি হয়ে যাবে। এই পধত্তির টেকনিক্যাল কোন ব্যাখ্যা নেই। তবে এটা অনেক সময় কাজ করে।

# ব্যাটারি ফিউজঃ
উপরের কাজ গুলো করার পরেও যদি বাইক স্টার্ট না নেই তাহলে এবার আপনাকে একটু মেকানিক এর ভূমিকা নিতে হবে।

সাইড কভার টি খুলে ব্যাটারির সাথে ফিউজ টি চেক করে দেখতে হবে যে কেটে গেছে কিনা? যদি কেটে গিয়েই থাকে, দেখবেন সাথে সাপোর্ট হিসাবে আরেকটি দেওয়া আছে। লাগিয়ে দিলেই স্টার্ট হয়ে যাবে।

বাইক যদি হঠাত স্টার্ট নেওয়া বন্ধ করে দেয় তবে ঘাবড়াবেন না। বেশির ভাগ সময় এর সমাধান আপনি নিজেই করতে পারবেন। সাবধানে বাইক চালাবেন, আর খারাপ রাস্থায় অতিরিক্ত সতর্ক থাকলে এই সব ছোট ছোট সমস্যা থেকে মুক্ত থাকা যায়।