হেলমেট কেন পড়বেন? কি কি দেখে হেলমেট কিনবেন?

মার্চ 13, 2022

হেলমেট কেন পড়বেন? কি কি দেখে হেলমেট কিনবেন?

প্রত্যেকটি বাইকার ও পিলিওনের হেলমেট পড়া বাধ্যতামূলক । কিন্তু আমরা অনেকেই হেলমেট পড়তে চাই না বা অস্বস্তিবোধ করি, সত্যি কথা বলতে গেলে একটা সময় আমি নিজে হেলমেট থাকা সত্বেও হেলমেট পড়তে চাইতাম না, প্রথম প্রথম ভয়ানক অস্বস্তি লাগতো, হেলমেট পড়লে মনে হত মাথা চুলকাচ্ছে।

তবে একদিন জেদের বশে জেল খাটার মত করে টানা ৫ দিন হেলমেট ব্যাবহার করলাম।

সেই থেকে শুরু হল হেলমেট ব্যাবহারের অভ্যাস আর ৭ দিন পর আশ্চর্যজনক ভাবে ফিল করলাম আসলে হেলমেট ছাড়া বাইক চালানো অসম্ভব।

কারন, হেলমেট আমাকে দিচ্ছে নিরাপত্তা, এক্সট্রা ড্রাইভিং কনফিডেন্স, আর আমাকে ধুলো বালি থেকে বাচাচ্ছে সর্বোপরি হেলমেট ব্যাবহার করে পুলিশ / সার্জেন্টদের কাছ থেকে রেসপেক্ট পাচ্ছি ।

মাত্র ৭ দিন কষ্ট করে হেলমেট ব্যাবহারের চেষ্টা করে দেখুন, এরপর হেলমেট ছাড়া বাইক চালাতে আপনার কষ্ট হবে ।

মুলত হেলমেট এ আমাদের অস্বস্তি বোধ করার কারন হলো আমরা হেলমেট নির্বাচনে ভুল করি, অনেক দাম দিয়ে স্টাইলিশ হেলমেট কিনি ঠিকই কিন্ত ব্যাবহার করতে বিরক্ত লাগে, তাই হেলমেট কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার তা হলো :

১. হেলমেটের ওজন ও দীর্ঘস্থায়িত্ব : হেলমেট হতে হবে হালকা এবং মজবুত, তাহলে লং জার্নিতেও হেলমেট আপনার কাছে বিরক্তিকর মনে হবে না । তবে চেস্টা করবেন ডট বা ইসিই সার্টিফাইড হেলমেট কেনার ।

২. ভাইসরেরর মান : ভাইসরের মান অবশ্যই ভালো হতে হবে, অপটিক্যালি কারেক্ট এবং স্ক্যাচ রেজিস্ট্যান্স হলে ভালো হয়, তাহলে সহজে দাগ পড়বে না । তবুও ভাইসরে দাগ পড়ে নষ্ট হতেই পারে তাই ভাইসরের দাম ও সহজলভ্যতার বিষয়টা মাথায় রাখবেন হেলমেট কেনার সময়।

৩. হেলমেট ও ভাইসরের রং : বাজারে বিভিন্ন রং এর হেলমেট রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী রং এর হেলমেট কিনতে পারেন, তবে বুদ্ধিমানের কাজ হল, বাইকের রং এর সাথে মিলিয়ে রং পছন্দ করা কিংবা গরম কালের জন্য সাদা এবং শীতকালের জন্য কালো রং এর হেলমেট কেনা, এতে করে গরম ও শীত কম লাগবে ।

ভাইসরের ক্ষেত্রে হালকা কালো বা ওয়াটার কালার গ্লাস নিতে পারেন, তবে মারকারি গ্লাস গুলো দিয়ে রাতের বেলা বাইক চালাতে পারবেন না তাই বেশি কালো গ্লাস বা মারকারি গ্লাস পরিহার করুন।।

৪. শেল সাইজ ও প্যাডিং : মাথার সাথে মিলিয়ে একুরেট সাইজের হেলমেট কিনুন, যেন হেলমেট ছোট বড় না হয়, সঠিক সাইজের ফুলফেস হেলমেট ই আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে ।

মনে রাখবেন আপনি যত ভালো রাইডারই হোন না কেন, No Helmet, No Respect !!!