হেলমেট পড়ার সুবিধা

সেপ্টেম্বর 24, 2019

হেলমেট পড়ার সুবিধা

মোটরসাইকেল চালক ও যাত্রীদের জন্য হেলমেট একটি প্রয়োজনীয় ও সুরক্ষার গিয়ার। ঠিক যেমন গাড়ির সিট বেল্ট যাত্রীকে রক্ষা করে তেমনি হেলমেট রাইডার কে রক্ষা করে।

বাংলাদেশের আইন অনুযায়ী চালক ও রাইডার দুজনেরি হেলমেট বাধ্যতামুলক।হেলমেট ছাড়া আপনি কেন বাইক চালাবেন? হেলমেট এর দাম কম হোক বেশী হোক আপানার নিজেকে বাঁচাতে হলে হেলমেটের বিকল্প নেই।

হেলমেট পড়ার কিছু সুবিধা রয়েছে। চলুন এর মধ্যে উল্লেখ যোগ্য কিছু সুবিধা নিয়ে আলোচনা করা যাক।

# মাথা আঘাত থেকে সুরক্ষা

মোটরবাইক গিয়ার গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব পূর্ণ ও প্রয়োজনীয় গিয়ার হল মোটরবাইক হেলমেট। একটি মোটরসাইকেলের হেলমেটের চারটি মূল উপাদান রয়েছে: একটি বাহ্যিক শেল, আরামদায়ক প্যাডিং, তাপ,চাপ,প্রভাব-শোষণকারী লাইনার এবং একটি রিটেনশন সিস্টেম। এই সমস্ত উপাদান একসাথে চালকের মস্তিষ্ক এবং ক্র্যাশ হওয়ার সময় তার মুখ রক্ষা করতে একসাথে কাজ করে।

একটি পরিসংখ্যান থেকে প্রপ্ত তথ্যর মতে মারাত্মক দুর্ঘটনা থেকে ৭৮% রাইডার বেঁচে গেছে ভালো হেলমেট বেবহার এর কারনে।

# বাতাস
বাইক চালানোর সময় রাইডার ও বাতাসের সংঘর্ষে একধরনের শব্দ হয়। সবচেয়ে বেশি ফিল করা যায় কানের কাছের শব্দ। যা খুব বিরক্তি কর। হেলমেট আপনাকে এই বিরক্ত থেকে মুক্তি দিতে পারে।

পাশাপাশি, গরমের দিনে হেলমেট ছাড়া বাইক চালানোর ফলে কালের ভিতরে ময়লা জমে পরে ঘামের সাথে মিশে এলারজি হয়। আবার শিতকালে ঠান্ডা বাতাসের কারনে মাথা বেথা করে।

আবার হেলমেট ছাড়া বাইক চালালে মাথায় প্রচুর ময়লা হয়। এই সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি ভালো মানের হেলমেট।

# আবহাত্তয়া
রাইডার দের জন্য আবহাত্তয়া খুব গুরুত্ব পূর্ণ। রাডিং ঝুঁকি অনেকটাই নির্ভর করে এই আবহাত্তয়া উপর। প্রচন্ড রোদ কিংবা হঠাৎ বৃষ্টি থেকে রক্ষা করে হেলমেট। শিতকালিন আবহাত্তয়া তে বাইক চালানো সবচেয়ে মজার। আর এই আবহাত্তয়া তে হেলমেট আপনার মুখ মন্ডল গরম রাখতে সাহায্য করে।

# উড়ন্ত অবজেক্টস
হেলমেট ছাড়া চালকদের দুর্ঘটনায় পতিত হবার কারন খুঁজতে গেলে দেখবেন, অধিকংশ ক্ষেত্রে এই ফাইলং অবজেক্টস দায়ি।

বাতাসে বিভিন্ন পোকা মাকড় উরে বেড়ায়। আবার বড় জানবাহনের চাকা থেকে ছিটকে ছোট ছোট ইটের কনাও উরে আসে। আপনি খেয়াল করলে দেখবেন বাইক চালানোর সময় হেলমেট থাকলে অনুভব করতে পারবেন যে হেলমেটে কিছু লাগছে। হেলমেট আপনাকে এই সকল বিপদ থেকে রক্ষা করতে পারে।

# স্টাইল
যারা স্টাইল করতে পছন্দ করেন তাদের জন্য হেলমেট একটা উত্তম স্টাইল এর উপকরণ। আপনি আপনার বাইকের সাথে মিলিয়ে একটা সুন্দর ও ভালো হেলমেট নির্বাচন করুন। হেলমেটে ক্যামেরা সহ বিভিন্ন উপাদান লাগাতে পারেন। এতে আপনার নিয়মিত হেলমেট পড়ার অভ্যাস হয়ে যাবে।

বেশির ভাগ সময় আমরা খুব সামান্য কারনে হেলমেট পড়া থেকে বিরত থাকি। এই যেমন আপনার সুন্দর চেহারা দেখানো বা চুলের স্টাইল ঠিক রাখা ইত্যাদি। কিন্তু বিপদ তো বলে আসবে না। তাই দূরত্ব যত কম হোক না কেন হেলমেট কে সঙ্গি বানান।