অন্যান্য যানবাহনের মত মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন একবারই করতে হয় এবং ট্যাক্স দিতে হয় তবে মোটরসাইকেলের ক্ষেত্রে বাস ট্রাক বা প্রাইভেটকারের মত প্রতিবছর ট্যাক্স দিতে হতো না বরং একবারে ১০ বছরের জন্য ট্যাক্স নিয়ে নেয়া হতো।
যাদের বাইকের ট্যাক্স টোকেনের মেয়াদ ১০ বছর হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ট্যাক্স রিনিউ করতে হবে নাকি হবে না?
আগে নিয়ম ছিল যে, ১০ বছর পার হয়ে গেলে BRTA তে ট্যাক্স টোকেন দিলে TAX FREE লিখে সাইন করে দিত। এখনো অনেকে তাই জানে। কিন্তু সময়ের সাথে নিয়ম পরিবর্তন হয়েছে ।
আরো পড়ুন
- আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন ?
- জেনে নিন গাড়ির নাম্বার প্লেট হারিয়ে গেলে কোথায় যাবেন আর কীভাবে পুনরায় তুলবেন
- বাইকের কাগজপত্র হারিয়ে গেলে করণীয়
এখন নিয়ম হচ্ছে, যাদের বাইকের ট্যাক্স টোকেনের মেয়াদ ১০ বছর হয়ে গিয়েছে তাদের প্রতি বছর এটা ১ বছর করে রিনিউ করতে হবে মাত্র ২৩ টাকা জমা দিয়ে।
প্রসেস টা বলে দিচ্ছি,
প্রথমে BRTA-তে গিয়ে NRBC BANK-এর বুথে ট্যাক্স টোকেনের ১ কপি ফটোকপি এবং অরিজিনাল কপি দিতে হয়। তারপর ২৩ টাকা জমা দিয়ে ব্যাংক স্লিপ এবং অরিজিনাল কপি নিতে হবে।
তারপর মিরপুর বিয়ারটিএর ৩ তলায় Assistant Director-এর কাছ থেকে এই ১ বছরের রিনিউ Approval সহ নতুন ট্যাক্স টোকেন নিয়ে নিলেই কাজ শেষ।
তবে মজার ব্যাপার হচ্ছে ২১ সালের পর থেকে ২৩ টাকার বিনিময়ে একসাথে ৫ বছরের মেয়াদ দেয়া পেয়ে যাবেন। এতে ৫ বছরের জন্য আপনি থাকবেন ঝামেলামুক্ত।
আর যাদের নতুন রেজিষ্ট্রেশন অর্থাৎ যারা ২ বছরের ট্যাক্স দিয়েছেন রেজিষ্ট্রেশন করার সময় তারা চাইলে পরবর্তী ৮ বছরের ট্যাক্স একসাথেও দিতে পারেন অথবা দুই বছর পর পর ও দিতে পারেন। তাদের জন্যেও রিনিউয়াল প্রসেস একই রকম।
লেখাঃ ইকবাল আবদুল্লাহ রাজ
এডমিন # কিউরিয়াস বাইকার ডট কম।