৫টি চেক লিস্ট লং ড্রাইভের জন্য

সেপ্টেম্বর 20, 2019

৫টি চেক লিস্ট লং ড্রাইভের জন্য

গাড়ি ও বাইকের লং ট্রিপ দুটিতে ভিন্ন অভিজ্ঞতা। বরং বাইকের রোড ট্রিপ বেশি অনন্দ দেয় গাড়ির থেকে।

দুপাশের সুন্দর প্রকৃতি, সুমুদ্র থেকে আসা নোনতা গন্ধ, দু-পাহাড় এর মাঝ খান দিয়ে চলার সময় পাহাডের মাটির গন্ধ আর চা বাগানে যন্ত্রের সাথে হারিয়ে যাওয়া একমাত্র বাইকের দ্বারাই সম্ভব।

আর এই মজা বহুগুনে বেড়ে যায় জদি আপনি পুরো ট্রিপ টিকে একটা সুন্দর পরিকল্পনায় নিয়ে আসেন। যানেন তো যে কোন পরিকল্পনা সেই কাজের অর্ধেক।

যেহেতু আপনি একটা লম্বা সময় ধরে রাইডে থাকবেন সুতরাং আপনার রাইড কে উপভোগ করতে কিছু উপকরণ নিশ্চিত করতে হবে।

চলুন এই সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ণ পয়েন্টে আলোচনা করা যাক…

# উইন্ডশীল্ড
উইন্ডশীল্ড টী অনেকের কাছে বেকডেইটেড লাগে। আবার অনেকে ভাবেন এটা একটু বয়স্ক দের জন্য। তবে যারা নিয়মিত লং ট্যুর করেন তাদের জন্য এটা খুব দরকারি। আপনি এটা এমন ভাবে সেট করুন যেন সিটি রাইডিং এর সময় খুলে রাখা যায় আবার লং ড্রাইভের সময় লাগিয়ে নেওয়া যায়।

আপনি খেয়াল করলেই দেখবেন সকল স্পোর্টস বাইকে এইটা দেওয়া থাকে। অন্যতম কারন হচ্ছে, বাইকের গতির বিপরিত দিক থেকে আসা বাতাসের সাথে ছোট ছোট কনা বা পোকা যেন আপনার শরিরে লাগতে না পারে। হঠাৎ করে এই সব আঘাত আপনি সহ্য করতে না পারলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।

# মানচিত্র
লং ট্যুর এর জন্য সবচেয়ে দরকারি হচ্ছে একটা মানচিত্র। আপনি যে জায়গা থেকে যাত্রা শুরু করছেন আর যেখানে যেতে চাচ্ছেন তার একটা মানচিত্র সাথে নিয়ে নিন।

মার্ক করে নিন কোন কোন পথ নিরাপদ, কোথায় কোথায় ঝুকি আছে? কোন জায়গায় আপনি রেস্ট নেবার জন্য থামবেন? কোন পয়েন্ট গুলাতে ফুয়েল পান্ম আছে, যাত্রা পথের সব গুলো থানার দায়িত্ত প্রপ্ত কারো নাম্বার ইত্যাদি।

আমি সব সময় ফুয়েল পাম্প এর আশে পাশে থামি , এক কাজে অনেক কাজ হয়ে যায়। আর এই সব জায়গা গুলা নিরাপদ।

# টুল বক্স
লং রাইডিং এ যাচ্ছেন। ছোট খাটো সমস্যা হতেই পারে। অনেক সমস্যা আছে তাৎক্ষনিক সমাধান করতে হয়। আবার লং রাইডিং এ অনেক সময় কাছাকাছি মেকার এর দোকান পাওয়া যায় না। এই জন্য কিছু ইনিশিয়াল টুল সাথে নিয়ে যাবেন। যেন ইমারজেন্সি সময় কাজে লাগে। কি কি টূল রাখবেন তা জানতে ক্লিক করুন।

# প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম
কেউ চাইনা দুর্ঘটনার সম্মুখীন হতে। কিন্তু অনেক সময় হয়েই যাই। আর লং ট্যুরে গেলে ছোট খাট দুর্ঘটনা হয়েই থাকে। মজা করতে গিয়ে হাত পা ছিলা বা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে যাওয়া তো ট্যুরের পার্ট। এই সকল পরিস্থিতি মোকাবেলা করতে সাথে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা খুব গুরুত্ব পূর্ণ।

# হালকা খাবার
লং ট্যুর এর প্লান হলেই সবার আগে একটা পানির বোটল আর কিছু শুকনো খাবার এর একটা ব্যাগ গুছিয়ে ফেলবেন। ২/৩ বার সামান্য নাস্তা করা যাবে এই পরিমান খাবার।

মোটর বাইক টুরে স্বাভাবিক গাড়ি বা বাসের ট্যুরের চেয়ে বেশি এনার্জি খরচ হয়। এই বাড়তি এনার্জির চাহিদা পুরোন করতে কিছু সময় পর পর সামান্য খবার গ্রহণ খুব উপকারী।

এখানে লং ড্রাইভের জন্য ৫ টি গুরুত্ব পূর্ণ টিপস শেয়ার করা হল। আপনার কাছে কি মনে হয়? এর চেয়ে গুরুত্ব বহন করে এমন কিছু টিপস আমাদের যানাতে পারেন বা আপনার ট্যুর প্লান।