স্বাভাবিকভাবেই অকটেন বুস্টার কথা মনে হলেই আপনার মাথায় চলে আসতে পারে বুস্টার ফুয়েলটাকে বুস্ট করে। মানে মাইলেজ বাড়ায়। যদিও অকটেন বুস্টার বাইকের মাইলেজ কিছুটা বৃদ্ধি করে কিন্তু যে পরিমাণ অর্থ খরচ করে আপনি অকটেন বুস্টার ক্রয় করেন সেই পরিমাণ টাকা দিয়ে যদি ফুয়েল কিনতেন তার চেয়ে বেশি মাইলেজ আপনি পেতেন।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আপনি অকটেন বুস্টার ব্যবহার করবেন?
জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
অকটেন কিভাবে আসে?
আমরা অনেকেই জানি যে খনি থেকে সরাসরি অকটেন পাওয়া যায় নাহ,বিভিন্ন তেলের খনি থেকে যে ক্রুড/ব্রেন্ট তেল পাওয়া যায় তা মূলত অপরিশোধিত হয়ে থাকে। এবং সেই অপরিশোধিত তেল বিভিন্ন ক্যামিকেল দিয়ে পরিশোধন করে সেই তেল থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল ইত্যাদি জ্বালানি তেল পাওয়া যায়।
অনেকেই ভাবি পেট্রোল ও অকটেন আলদা আলাদা তেল এবং আলাদা ভাবে পাওয়া যায়, তবে প্রকৃতপক্ষে প্রেট্রোল হলো কম পরিশোধিত তেল এবং অকটেন হলো বেশি পরিশোধিত তেল যা মূলত একই তেল শুধু কোনোটা কম পরিশোধিত আর কোনোটা বেশি। এবং এই পরিশোধন এর একটা মান আছে যার উপর ভিত্তি করে বলা হয় কোনটা পেট্রোল হবে আর কোনটা হবে অকটেন। এই মান নির্ধারনের একককে বলা হয় RON নাম্বার। আমাদের দেশের সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী যে তেলের RON নাম্বার ৮০ বার তার কম সে তেল হলো পেট্রোল আর আর যে তেলের RON নাম্বার ৮১ বা তার বেশি সে তেল হলো অকটেন।
আরো পড়তে পারেন
অকটেন বুস্টার কি ?
অকটেন বুস্টার এমন একটা কেমিক্যাল যে কেমিক্যাল টা ফুয়েলটাকে আরো বেশি পরিশোধন করে এবং মোটরসাইকেলের ইঞ্জিন এর জন্য আরো বেশি উপযোগী করে তোলে। এক কথা যদি বলতে হয় তাহলে অকটেন বুস্টার ফুয়েল এর মধ্যে যে রন রয়েছে সেই রন নাম্বারটাকে বাড়িয়ে দেয়।
অকটেন বুস্টার কিভাবে কাজ করে?
ইঞ্জিনে এয়ার এবং ফুয়েল সমমাত্রায় বার্ন হয়ে একটা শক্তি উৎপাদন করে সেই শক্তিটা চেনের মাধ্যমে পেছনে চাকায় সঞ্চালিত হয় আমাদের বাইকটা সামনের দিকে এগিয়ে চলতে শুরু করে। অকটেন বুস্টার কাজ হচ্ছে ইভিনের মধ্যে যে ফুয়েলটা প্রবেশ করে সেই ফুয়েল এর রণ নাম্বারটাকে বাড়িয়ে দেওয়া। ফলে আগে যতক্ষণ জ্বলতে পারতো, অকটেন বুস্টার ব্যবহারের ফলে সেই পরিমাণ জলন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। ফলেদেখা যায় ফুয়েল আরো বেশি সময় ধরে জ্বলতে পারে এবং বাইকটা একটু লম্বা সময় ধরে চলতে পারে।
অকটেন বুস্টার ব্যবহারের উপকারিতা?
স্বাভাবিকভাবেই অকটেন বুস্টার কথা মনে হলেই আপনার মাথায় চলে আসতে পারে বুস্টার ফুয়েলটাকে বুস্ট করে। মানে মাইলেজ বাড়ায়। যদিও অকটেন বুস্টার বাইকের মাইলেজ কিছুটা বৃদ্ধি করে কিন্তু যে পরিমাণ অর্থ খরচ করে আপনি অকটেন বুস্টার ক্রয় করেন সেই পরিমাণ টাকা দিয়ে যদি ফুয়েল কিনতেন তার চেয়ে বেশি মাইলেজ আপনি পেতেন।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আপনি অকটেন বুস্টার ব্যবহার করবেন। ইঞ্জিনটা প্রস্তুত করার সময় তাকে যে মানের ফুয়েল এর জন্য প্রস্তুত করা হয় সে মানের ফুয়েল আমরা সাধারণত পাই না। ফলে দিন কে দিন ইঞ্জিন খারাপ ফুয়েল বার্ন করার ফলে ইঞ্জিন তার শক্তি হারিয়ে ফেলে। নিজের কার্যক্ষমতার হ্রাস পায়। অকটেন বুস্টার ফুয়েলটাকে ইঞ্জিনের জন্য উপযোগী করে ফলে তোলে ইঞ্জিনের পারফরম্যান্স বৃদ্ধি পায়।
আরো পড়তে পারেন
অকটেন বুস্টার ব্যবহার এর অপকারিতা?
যদি মাত্রা মত ব্যবহার করা না হয় বা কম ফুয়েল এর মধ্যে অধিক পরিমাণে বুস্টার যদি ব্যবহার করা হয় পরবর্তীতে আপনি অকটেন বুস্টার ছাড়া আর বাইকটাকে ঠিকঠাক মতন রান করতে পারবেন না। ফলে যদি কোন বিপদে আপনি পড়েন সে ক্ষেত্রে অকটেন বুঝতে যদি আপনার সাথে না থাকে তাহলে বাইকের পারফরম্যান্স হ্রাস পাবে ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত হবে।
বাজারের প্রচলিত কিছু কথা
বাজারে এক ধরনের কথা প্রচলিত আছে যে অকটেন বুস্টার খুলে রাখলে শুকিয়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। তবে বুস্টারের মধ্যে এমন ধরনের কোন কেমিক্যালি বিদ্যমান নেই যে কেমিক্যালটা বাতাসে সংস্পর্শে আসলে উড়ে যেতে পারে অথবা শুকিয়ে যেতে পারে। সুতরাং ভালো অকটেন বুস্টার চেনার জন্য আপনি বুস্টার নিয়ে আপনি কিছুক্ষণ খুলে রাখতে পারেন যদি দেখেন কমে যাচ্ছে তাহলে বুঝে নিবেন এটার মধ্যে পারফেক্ট কেমিক্যাল বিদ্যমান নেই।
অকটেন বুস্টার ব্যবহার মাত্রা
বাজারে আমরা যেসব অপশন দেখেছি তার মধ্যে আমাদের ব্যবহার করা সিভিসি এবং লিকুইমলি এ দুটো অকটেন বুস্টার বেশ ভালো পারফরম্যান্স পেয়েছি আমরা। তবে কোম্পানি ১২ লিটার ফুয়েল এর মধ্যে এটা ব্যবহার করতে বললেও আমরা ৮ থেকে ১০ লিটার এর মধ্যে ৫০ এম এল এর একটা ফাইল ব্যবহার করে ভালো পারফরম্যান্স পেয়েছি।
তবে যারা প্রথমবার ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য লক্ষণীয় হচ্ছে প্রথমে আপনি ইঞ্জেক্টর ক্লিনার ব্যবহার করবেন। এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমাদের ফেসবুক পেইজে রয়েছে আপনি সেখান থেকে দেখে আসতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন।
ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?