আজ থেকে আপনিও পারবেন হুইলি করতে

জুন 19, 2023

আজ থেকে আপনিও পারবেন হুইলি করতে
বন্ধু তার সামপ্রতিক বান্ধুবি পটিয়েছে আদি কালের একটা বাইকের হুইলি মেরে। আপনার হাতে আছে এই সময়ের সবচেয়ে শক্তিশালি বাইক। আপনি কেন পারবেন না? আজকের আরটিকেলে কিভাবে হুইলি মারবেন তাই জানাবো

অনেক সময়ই ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ায় বাইক নিয়ে স্টান্ট করার ভিডিও ভাইরাল হতে দেখা যায়। বাইকের সামনের চাকা শূন্যে তুলে পিছনের চাকায় ভর দিয়ে চালানোর এই ধরনকে ইংরেজিতে বলা হয় হুইলি (Wheelie)। এই কলা প্রদর্শন করার জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত অভিজ্ঞতার। এমনিতে সাধারণভাবে দেখতে গেলে বিষয়টি সহজ মনে হলেও প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং টেকনিক না জানলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিপদ। অল্পবয়সী রাইডাররা তাদের পছন্দের স্পোর্টস বাইক নিয়ে এমন হুইলি প্রদর্শন করতে চাইলেও সঠিক উপায় না জানা থাকায় সেই ইচ্ছা অধরাই থেকে যায়। তাই আজকের প্রতিবেদনে হুইলি করার জন্য কয়েকটি উপায় প্রকাশ করা হলো। চলুন তবে সেফটি গিয়ার পড়ে হুইলি বিশেষজ্ঞ হয়ে ওঠা যাক।

আরো পড়তে পারেন

- বাইকের ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করা উচিত

- ৫টি কাজ ফুয়েল নেবার সময়

মোটরসাইকেল নিয়ে হুইলি শেখার 5 উপায়

প্রাথমিক ধারণা অর্জন

হুইলি মোটরসাইকেলের দুনিয়ায় বহু পুরনো এক ধরনের স্টান্ট। এটি করার সময় বাইকের সামনের চাকা ভূপৃষ্ঠের উপরে শূন্যে থাকলেও পিছনের চাকাটি লেগে থাকে মাটিতে। পিছনের চাকার উপর সমস্ত ব্যালেন্স রেখেই এগিয়ে চলতে হয় সামনের দিকে। এটি পদার্থবিদ্যার সহজ সূত্রের উপর নির্ভর করেই করা হয়। বাইকটি স্থির থাকা অবস্থায় এক্সিলারেটরের উপর কতটা প্রয়োগ করা প্রয়োজন তা সবার আগেই জানতে হবে আপনাকে।

সঠিক রাইডিং গিয়ার পরিধান

মোটরসাইকেল নিয়ে এই ধরনের কার্যকলাপের সঙ্গে প্রতিমুহূর্তে জড়িয়ে থাকে দুর্ঘটনার ভ্রুকুটি। সেই কারণেই হুইলি করার পূর্বে সঠিক মানের হেলমেট, গ্লাভস এবং অন্যান্য রাইডিং গিয়ার পরিধান করা একান্ত কর্তব্য। এর সাথে সাথেই হুইলি করার জন্য অনেকটা খোলা জায়গা অতি প্রয়োজন। চারপাশের মানুষজন ও অন্যান্য গাড়ি-ঘোড়ার আনাগোনা যেই অঞ্চলে কম রয়েছে তেমন জায়গাকেই বাছাই করতে হবে এক্ষেত্রে।

থ্রোটেলের উপর নিয়ন্ত্রণ

সফলভাবে হুইলি করতে হলে অতি অবশ্যই মোটরসাইকেলের এক্সিলারেটর বা থ্রোটেলের উপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। শুরুর দিকে কম গিয়ারে অল্প গতিতে বাইক চালিয়ে ধীরে ধীরে থ্রোটেলের উপর নিয়ন্ত্রণ রেখেই এই ধরনের স্টান্ট প্র্যাকটিস করতে হবে আপনাকে।

শরীরের অবস্থান এবং ওজনের সঠিক বন্টন

হুইলি করতে হলে অবশ্যই নিজের ওজনকে মোটরসাইকেলের পিছনের চাকার দিকে সরিয়ে আনতে হবে। এই সময় দুটি হাত আরামদায়ক ভঙ্গিতে সামনের দিকে রেখে দুটি হাঁটুর সাহায্যে ফুয়েল ট্যাঙ্ককে খুব জোরের সঙ্গে আটকে রাখা একান্ত প্রয়োজন। এই ধরনের ট্যাংক গ্রিপিং আপনাকে বাড়তি মনোবল যোগাবে।

ধীরে ধীরে গতি বৃদ্ধি

প্রারম্ভিক ক্ষেত্রে গতি অল্প রেখে হ্যান্ডেলবার দৃঢ় করে ধরে নিজের উপর নিয়ন্ত্রণ রেখেই ডান হাতের এক্সিলারেটর সামান্য চাপ দিয়ে শুরু করতে হবে। এরপর যখনই সামনের চাকা মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করবে সেই সময় ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে বাইকের গতি বৃদ্ধি করুন। তবে অবশ্যই প্রতিমুহূর্তে মোটরসাইকেল উপরে নিজের নিয়ন্ত্রণ বজায় রয়েছে কিনা সেই দিকটি নজরে রাখতে হবে।

সুত্র টেকগাপ

আরো পড়তে পারেন

- স্পার্ক প্লাগ কেন বাইকের একটি গুরুত্বপূর্ণ অংশ?

- কীভাবে মোটরসাইকেলের গ্লাভস বেছে নিবেন?

    -