ডিস্ক ব্রেকে ছিদ্র থাকে কেন
নভেম্বর 15, 2023

Views
Shares
আপনি খেয়াল করলে দেখবেন ডিস্ক ব্রেক বা ডিস্কে (চাকতি) অনেকগুলো ছিদ্র থাকে। কেন ডিস্ক ছিদ্র করা থাকে? চলুন জেনে নেওয়া যাক কেন বাইকের ডিস্ক ব্রেকে এই ধরনের ছিদ্র থাকে।
এখনকার বেশিরভাগ মোটরসাইকেলে ডিস্ক ব্রেক থাকে। চালক ও আরোহীর নিরাপত্তার জন্য বাইকগুলোতে ড্রাম ব্রেকের পরিবর্তে নির্মাতা প্রতিষ্ঠান ডিস্ক ব্রেক ব্যবহার করে।
আপনি খেয়াল করলে দেখবেন ডিস্ক ব্রেক বা ডিস্কে (চাকতি) অনেকগুলো ছিদ্র থাকে। কেন ডিস্ক ছিদ্র করা থাকে? চলুন জেনে নেওয়া যাক কেন বাইকের ডিস্ক ব্রেকে এই ধরনের ছিদ্র থাকে।
জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
শুধু বাইকের ডিস্ক ব্রেকেই নয়, ছিদ্র থাকে গাড়ির ডিস্ক ব্রেকেও। চাকায় লাগানো ডিস্ক ব্রেকের সাহায্যে একটি গাড়ি বা বাইক থামানো হয়ে থাকে। এই ডিস্ক ব্রেকের ক্ষেত্রে মূলত ব্রেক প্যাডগুলোই কাজ করে। একটি দ্রুত গতিতে থাকা গাড়িতে যখনই আপনি ব্রেক কষবেন, এই ডিস্ক ব্রেক ও ব্রেক প্যাডের মধ্যে প্রচন্ড ঘর্ষণের ফলে আপনার গাড়ি বা বাইকটি দাড়িয়ে যায়। তবে, বারবার, ব্রেক করলে এই ঘর্ষণের কারণেই ব্রেক প্লেটগুলো খুবই গরম হয়ে যায়। ফলে সেটি ভেঙে যেতে পারে। এর ফলে, গুরুত্বপূর্ণ সময়ে যদি ব্রেক না ধরে তাহলে বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন বাইক আরোহী।
আরো পড়তে পারেন
ব্রেকের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে
এখানেই কাজে আসে ডিস্ক প্লেটের থাকা এই ছিদ্রগুলো। ঘর্ষণের ফলে যে তাপ উৎপাদন হয়, এই ছিদ্রগুলো সেই তাপকে বের হতে সাহায্য করে। ফলে, ডিস্ক ব্রেকটির তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকে ও সেটি কোনও ভাবেই ভাঙে না।
বাইকের ব্যালেন্স
বাইক আরোহীদের বাইক ব্যালেন্স করতেও সাহায্য করে এই ডিস্ক ব্রেকে থাকা ছিদ্রুগুলো। বর্ষাকালে বা খারাপ রাস্তায় অনেক সময়ই বাইকের চাকা বা ব্রেক প্যাডে পানি লেগে ব্রেক প্যাড ভিজে গেলে অনেক সময়ই ব্রেক ধরতে অসুবিধার মুখে পড়তে হয় বাইক আরোহীদের। তবে এই ছিদ্রগুলো থাকার ফলে এই ছিদ্রের মধ্যে এই পানি বাঁ আদ্রতা ঢুকে পড়ে ও শুকিয়ে যায়। ফলে ব্রেক করার ক্ষেত্রে কোনও অসুবিধের মুখে পড়তে হয়না আরোহীদের।
সৌন্দর্য
তবে নিরাপত্তা প্রদান করার পাশাপাশি আরও একটি কাজ করে এই ডিস্ক ব্রেকে থাকা ছিদ্রগুলো। ডিস্ক ব্রেকে থাকা ছিদ্রগুলোর জন্য বাইকটিকে দেখতে আরও সুন্দর লাগে। এছাড়াও, ড্রাম ব্রেক যুক্ত বাইকের থেকে ডিস্ক ব্রেক যুক্ত বাইকগুলো দেখতে আরও অনেক সুন্দর।
ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?