Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টিপস

দীর্ঘ দিন বাইক বন্ধ করে রাখার টিপস

সেপ্টেম্বর 18, 2019
দীর্ঘ দিন বাইক বন্ধ করে রাখার টিপস

প্রয়োজনে আমরা বাইক চালাই, আবার প্রয়োজনে অনেক সময় দীর্ঘ দিনের জন্য আমরা বাইক বন্ধ করে রাখি। রেগুলার বাইক চালালে আমাদের যে পরিমান খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় হঠাৎ বাইক কিছুদিনের জন্য বন্ধ রাখার পর পুনোরায় চালানোর প্রস্তুতি নিলে।

সব সময় তো আর বাইক চালানো সম্ভব না বা দরকার হতেই পারে দীর্ঘ দিনের জন্য বাইক না চালানোর। তাহলে করনিও কি ?

আসোলে বাইক দীর্ঘ দিনের জন্য অফ রাখার জন্য কিছু টিপস বা পদ্ধতি আছে। যেগুলা ফলো করলে আপনি যতদিন পরেই বাইক স্টার্ট করেন না কেন বাইকের কোন ক্ষতি হবে না।

আসুন সগুলো নিয়ে আলোচনা করা যাক…

# ভালো অবিভাবক নির্বাচন
আমারা যেমন সেইম রক্তের গ্রুপের মানুষের তথ্য সংগ্রহে রাখি যে বিপদের সময় সবার আগে তাকে ফোন দেওয়া যায়। বাইকের বেলায় এমন কাউ কে ঠিক করে রাখুন যে বাইক ভালো চালায় পাশাপাশি আপনার সাথে তার সম্পর্ক ভালো।

হঠাৎ যখন আপনার বাইক দীর্ঘ দিনের জন্য অফ রাখতে হবে তখন বাইকের মালিকানা তার হাতে দিয়ে দিন। সে কয়েকদিন পর পর বাইক চালিয়ে বাইকটিকে সচল রাখবে।

এতে বাইকটি যেমন নিরাপদ থাকবে পাশাপাশি আপনি ফিরে আসার পর একদম সচল পাবেন আপনার ভালোবাসার বাইকটিকে।

এই রকম কাও কে পেয়ে গেলে নিচের টিপস গুলা আপনার আর দরকার হবে না।

# বাইক কভার
বাইক দীর্ঘ দিনের জন্য অফ রাখতে হলে বাইক কভার দিয়ে ঢেকে দিবেন। কভার দিয়ে না ঢেকে রাখলে ধুলা বালু পড়ে ময়লার স্তূপ পরে যাবে। অনেক সময় পাখির মল শুকিয়ে গেলে বাইকের চকচকে অংশে দাগ পড়ে যায়। আবার কিছু মানুষের কাজ হল অন্যর বাইকে বসে খুটাখুটি করা। বাইক কভার দিয়ে আবৃত থাকলে এই সকল ঝামেলা থেকে মুক্তি পাবেন।

# তালা
বাইকটিকে নিরাপদ রাখতে ভালো তালা ব্যাবহার করতে পারেন। বাসার গেটের নিরাপত্তা বেবস্থা ভালো না হলে উন্নতমানের শিকল দিয়ে কন পিলার এর সাথে বেধে রাখতে পারেন।

# ওয়েল ড্রেইন
বাইকটি যদি ৩ মাস এর অধিক সময়ের জন্য বন্ধ রাখতে হয় তবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করে তার পর রাখুন। তবে অবশ্যই সিনথেটিক ব্যাবহার করবেন। মিনারেল ইঞ্জিন ওয়েল অনেক সময় জমাট বেধে যায়।

# ব্যাটারি
বাইক দীর্ঘ দিনের জন্য অফ রাখতে হলে ব্যাটারির লাইন খুলে যাবেন। নাহলে ব্যাটারি বসে যাবে। এই ব্যাটারি আর ব্যাবহার যোগ্য নাও হতে পারে।

অনেক সময় ব্যাটারিতে ময়লা বা অন্য কিছু পড়ে ব্যাটারি সর্ট-সার্কিট হতে পারে। সবচেয়ে ভালো হয় ব্যাটারি খুলে কোন অন্ধকার বা ছায়া যুক্ত স্থানে রেখে দিতে পারলে।

# ফুয়েল ট্যাংক
আমারা সবাইক জানি বাইকের জ্বালানি বাতাসের সংস্পর্শে এলে কমতে থাকে। আর দীর্ঘ দিন বাইক চালানোর প্রয়োজন না হলে বাইকের ফুয়েল বের করে কোন ভালো পাত্রে রাখে দিবেন। কারন বাইকের ফুয়েল ভিতরে গ্যাসের সৃষ্টি করবে ও আস্তে আস্তে কোন না কোন ভাবে বের হয়ে যাবে।

# গ্রিজ ব্যাবহার
আমার একবার এমন হয়েছে যে মাস দুয়েকের জন্য আমি বাসায় ছিলাম না। এসে যখন বাইক চালাতে চাচ্ছি আর হচ্ছে না। ফুয়েল আছে, স্পার্ক সব ঠিক আছে। পড়ে ব্যাটারি দেখার জন্য যখন বাইকের কিট খুলেছি দেখে তার কাটা। এর পর সিট খুলে দেখি সিটের নিতে ইঁদুরের সিংহাসন।

এই বিপদ থেকে বাচতে কেবন গুলাতে গ্রিজ বেবহার করতে পারেন বাইকের সিটের নিচে কায়দা করে কিছু গ্রিজ রেখে দিতে পারে। গ্রিজ ইঁদুরের খুব অপছন্দ।

বাইক দীর্ঘ দিনের জন্য অফ রাখতে উপরের টিপস গুলা ফলো করতে পারেন। আপনার বন্ধুদের সাথে আর্টিকেলটি শেয়ার করুন যেন তারাও জানতে পারে।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

হ্যান্ডেল কাঁপে বা বাইক কাঁপে – এর পেছনের কারণ কী?

মার্চ 22, 2025

চেইন লুজ বা চেইন স্লিপ – কিভাবে বুঝবেন এবং সমাধান

মার্চ 20, 2025

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025