প্রতিদিন কয়েক কিলোমিটার যাতায়াত করে যেতে হয় স্কুল-কলেজ এবং অফিস। এই দূরত্ব কভার করতে প্রতি মাসের তেলের পিছনে চলে যায় একগাদা টাকা। আসলে বর্তমানে বহু মোটরসাইকেল রয়েছে যেখানে মাইলেজ খুবই কম পাওয়া যায়।
জয়েন করুন ৫০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
আর এইখানেই পার্থক্য গড়েছে এই মোটরসাইকেল। কোম্পানি বলছে 70 কিমি প্রতি লিটার মাইলেজ সেই সঙ্গে নামমাত্র মেইনটেনেন্স খরচ। কথা হচ্ছে Bajaj CT 110X বাইকের।
মাইলেলেজের রাজা এই মোটরসাইকেলের দাম ইন্ডিয়াতে 67,000 টাকা (এক্স-শোরুম)। তবে অন-রোড প্রাইস পড়বে প্রায় 81,000 টাকা। অনেকেই আছেন যারা এক সঙ্গে এতগুলো টাকা দিতে সক্ষম নন। তাই তারা মাত্র 8 হাজার টাকা দিয়েই চাবি পেয়ে যেতে পারেন এই বাইকের। মানে কিস্তি সুবিধা।
আরো পড়তে পারেন
Bajaj CT 110X ফিচার
115 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই মোটরসাইকেলে। যা সর্বোচ্চ 8.6 পিএস শক্তি এবং 9.81 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে রয়েছে 4 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 11 লিটার। দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক। মিলবে অ্যানালগ স্পিডোমিটার এবং ওডোমিটার। লাইটিংয়ের ক্ষেত্রে রয়েছে দারুণ ফিচার্স।
আরো পড়তে পারেন
হেডলাইট, টেললাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্প সবই পাবেন LED। বাইকের সর্বোচ্চ গতি 90 কিমি প্রতি ঘণ্টা। অ্যালয় হুইল এবং টিউব টায়ার পাওয়া যাবে এই বাইকে। কার্ব ওয়েট 106 কেজি। রংয়ের ক্ষেত্রে - এবনি ব্ল্যাক রেড, ম্যাট ওয়াইল্ড গ্রিন এবং এবনি ব্ল্যাক ব্লু এই তিন বিকল্প উপলব্ধ।
বাজারে এই বাইকের প্রতিদ্বন্দ্বী রয়েছে Hero Splendor, Hero HF Deluxe, TVS Sport, TVS Radeon ইত্যাদি মোটরসাইকেল।
ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?
