Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টিপস

নতুন বাইক কেনার আগে যে বিষয় বিবেচনা করবেন

নভেম্বর 06, 2019
নতুন বাইক কেনার আগে যে বিষয় বিবেচনা করবেন

মোটরসাইকেল কেনার প্রয়োজনিয়তা আমাদের কাছে ভিন্ন ভিন্নি। কেউ যাতায়াত সহজ করার জন্য কিনে, কেউ কিনে বন্ধুদের সাথে আড্ডা দেবার জন্য, কেউ ট্যুর করতে পছন্দ করে, কেউ বেবসা করার জন্য ইত্যাদি। একেক জনের কাছে একেক রকম।

অনেক বাইক ক্রেতা বাইক কেনার পরে বাইকের প্রতি তার ভালোবাসা কমে যায় কারন যে প্রয়োজনে সে বাইক কিনেছে তা পুরা হচ্ছে না। এর অন্যতম কারন হচ্ছে বাইক কেনার সময় সে তার ইচ্ছা কে বেশি প্রধান্য দিয়েছে প্রয়োজন কে না।

আপনি জদি বাইক কেনার সময় ইচ্ছা আর আর আপনার প্রয়োজনের সামাঞ্জস্য করতে পারেন তবেই আপনি আপনার জন্য বেস্ট বাইক নির্বাচন করতে পারবেন।

এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেমন …

# বয়সঃ
কিছু বাইক আছে সব বয়সের মানুষ চালতে পারে। আবার কিছু বাইক আছে একটা নির্দিষ্ট বয়সের পরে সেই বাইক চালানো বিপদ জনক। উদাহরন হিসেবে কমিউটার বাইক সব বয়সের মানুষ চালাতে পারে কিন্তু স্পোর্টস বাইক সাধারনত ইয়াং দের প্রাধান্য দিয়ে বানানো হয়।

তাই বাইক কেনার সময় আপনার বয়সের দিকেও নজর দিতে হবে।

# কোথায় চালাবেনঃ
আপনি কোন পরিবেশে বাইক টি চালাবেন তাও অনেক গুরুত্ব পূর্ণ। আপনি কি হাইওয়ে তে বেশি চালাবেন না কি শহরে বেশি চালাবেন। কারন হাইওয়ে ও শহরে একি বাইকের মাইলেজ, মেন্টেনেন্স ইত্যাদি খরচের তারতম্য হয়।

#কি ধরনের বাইকঃ
বাইকের কিছু সেগমেন্টেশান আছে। যেমন…

স্পোর্টস বাইক
তরুনদের কাছে সবচেয়ে কাম্য বাইক। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি রাখার প্রয়োজন পড়ে বলে এই ধরনের বাইক গুলোর সীট হাইট একটু বেশিই হয়ে থাকে। আমাদের দেশে এই ধরনের বাইকগুলোর সীট হাইট ৭৫০মিলিমিটার থেকে ৮০০মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে।

ক্রুজার বাইক
সাধারনত ক্রুজার বাইকের সীট হাইট অন্য যে কোন বাইকের থেকে বেশ নীচু হয়। ক্রুজার বাইকগুলোতে ইনজিন সাইজ কিছুটা বড় হয়ে থাকে ফলে ইনজিনকে সামান্য সামনে রেখে সীট পেছনে নীচু করে করা হয়।বাইকে আরামের পরিমান বাড়ানোর জন্যও সীটকে নীচু করা হয়।

অফ রোড বাইক
অফরোড বাইকে সীট উচু করা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ানোর জন্য। তাই এই ধরনের বাইকে তুলনামূলক কম উচ্চতার লোকের জন্য রাইড করা কিছুটা কষ্টকর বৈকি।

কমিউটার বাইক
এ ধরনের বাইক সাধারনত সকল লোকদের কথা বিবেচনা করেই বানানো হয়। বাংলাদেশে আমাদের গড় উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি। সেই বিবেচনায় বাংলাদেশের বাইকগুলোর সীটহাইট সাধারনত ৭০০-৮০০মিলিমিটার হয়ে থাকে।

# মাইলেজঃ
কি ধরনের মাইলেজ এর বাইক আপনার চাই। কমিউটার বাইক এর মাইলেজ বেশি বার স্পোর্টস বাইকের মাইলেজ কম।

# মাসিক ফুয়েল খরচঃ
ফুয়েল শেষ হচ্ছে আপনি নতুন ফুয়েল ভরছেন। একবার ভেবে দেখেছেন সব মিলিয়ে মাসে কত টাকার ফুয়েল আপনি খরচ করছেন। আপনার প্রয়োজন যদি বেশি হয় তবে আপনি লো সি সি এর বাইক যেগুলোর মাইলেজ অনেক বেশি সে গুলো নির্বাচন করুন।

অনেক ক্ষেত্রে দেখবেন আপনার প্রয়োজন, সামর্থ্য সব কিছু মিলে যাবে একাধিক বাইকের সাথে। তখন কি করবেন? আমি যে কাজটি করেছি তা হলে চোখ বন্ধ করে মনের কথা শুনতে চেষ্টা করেছি। জার পক্ষে রায় আসবে নিয়ে নিবেন। সকল বাইকের ভালো ও খারাপ দিক দুটোই আছে।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

হ্যান্ডেল কাঁপে বা বাইক কাঁপে – এর পেছনের কারণ কী?

মার্চ 22, 2025

চেইন লুজ বা চেইন স্লিপ – কিভাবে বুঝবেন এবং সমাধান

মার্চ 20, 2025

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025