বন্যার পানিতে ডুবে যাওয়া মোটরসাইকেলে করণীয়

সেপ্টেম্বর 01, 2024

বন্যার পানিতে ডুবে যাওয়া মোটরসাইকেলে করণীয়
বন্যার কারণে মোটরসাইকেল পানিতে তলিয়ে গেলে বাইকের উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। বাইকটি আবার আগের অবস্থায় ফিরে যেতে কিছু কাজ করা প্রয়োজন।

জয়েন করুন 72 হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

বন্যার পানিতে ডুবে যাওয়া মোটরসাইকেলে করণীয়ঃ

👉 বন্যার পানিতে ডুবে যাওয়া মোটরসাইকেলটি কোনোভাবেই স্টার্ট করা যাবে না। স্টার্ট করার পূর্বে অবশ্যই সকল ইলেক্ট্রিক যন্ত্রাংশ ও ওয়্যারিং সকেট পরিস্কার করে নিতে হবে। 👉 বাইক/স্কুটারটি আপনার নিকটস্থ টিভিএস অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

👉 যতদিন সার্ভিস করাতে না পারছেন ততদিন মোটরসাইকেলের ব্যাটারী টার্মিনাল খুলে রাখতে হবে। 👉 ইঞ্জিন ড্রেইন নাট খুলে ইঞ্জিন অয়েল এবং কার্বুরেটর ড্রেইন নাট খুলে পানি বের করতে হবে। 👉 ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল বের করে ট্যাঙ্কটি ওয়াশ করতে হবে। 👉 এয়ার ফিল্টার পরিবর্তন করতে হবে। এয়ার ফিল্টার বক্স পরিস্কার করতে হবে। 👉 ব্রেক সু ও ব্রেক অয়েল পরিবর্তন করতে হবে। ব্রেক পেড চেক করতে হবে। 👉 ক্লাচ ক্যাবল, চোক ক্যাবল, থ্রোটোল ক্যাবল, ব্রেক ক্যাবল ও স্পিডো ক্যাবল খুলে পরিস্কার করতে হবে। 👉 হেড লাইট ও সিট খুলে পানি শুকিয়ে নিতে হবে। সকল ফিউজ ও ফিউজ বক্স খুলে পরিস্কার করতে হবে। 👉 সাইলেন্সার পাইপ ও স্পার্ক প্লাগ খুলে পানি পরিস্কার করতে হবে।

👉 ইঞ্জিন ফ্লাশ করে পানি বের করতে হবে। 👉 ইগনিশন লক্ থেকে পানি বের করতে হবে।

আরো পড়তে পারেন

তথ্য টি ভি এস

এই পদক্ষেপগুলি গ্রহণ করা প্লাবিত মোটরসাইকেলকে কাজের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে, তবে উল্লেখযোগ্য ক্ষতি হলে পেশাদার
মেকানিকের সাহায্যের প্রয়োজন হতে পারে।