Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টিপস

বৃষ্টিতে বাইক রাইডিং টিপস

জুলাই 25, 2019
বৃষ্টিতে বাইক রাইডিং টিপস

স্বাভাবিক ওয়েদার বাইক রাইডিং ও বৃষ্টিতে বাইক রাইডিং, দুটোর মধ্যে একটু ভিন্নতা আছে। স্বাভাবিক ওয়েদারের চেয়ে বৃষ্টিতে বাইক রাইডিং এর সময় একটু বেশি সতর্ক থাকতে হয়।

অনেকে তো আবার বৃষ্টিতে বাইক রাইডিং করতে পছন্দ করে। তবে যারা প্রয়োজনে বাইক চালান তারা একটু সচেতন হলেই বা সামান্য নিয়ম মেনে চালালেই আপানার ভ্রমনও হবে আনন্দময়।

বৃষ্টিতে বাইক রাইডিং এর জন্য সচেতনতার শেষ নেই। শেষ নেই ভেবে আবার আতংকিত হলে চলবে না। পুরো বিষয় টিকে কয়েক ভাগে ভাগ করে নিলেই সহজ হয়ে যাবে।

চলুন মৌলিক কিছু সচেতনাতা সম্পর্কে ধারণা নেই…

#প্রি-রাইড চেক
রাস্তায় নামার আগে বাইক পুরোপুরি ঠিক আছে কিনা তা একবার দেখে নিন। বাইকের বিশেষ বিশেষ অংশ যেমন, হেড লাইট, ইনডিকেটর কেটর লাইট, ব্রেক, টায়ার প্রেশার ইত্যাদি সব ঠিক আছে কিনা দেখে নিন। বৃষ্টিতে বাইক চালানোর সময় বাইকের টায়ার প্রেশার কিছুটা কমিয়ে নিতে পারেন। এতে ভালো গ্রিপ পাওয়া যায়।

#সঠিক গিয়ার নির্বাচন
বৃষ্টিতে বাইক রাইড দেবার জন্য আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়জন তা হল একটি ভালো রেইন কোট। মোটামুটি ঘণ্টা খানিক প্রচন্ড বৃষ্টিতে আপনাকে শুকনো রাখবে এমন রেইন কোট নির্বাচন করতে হবে আপনাকে। সেইসাথে ফুল ফেইস হেলমেট, রেইন প্রটেক্টিভ গ্লাভস ও বুট জুতা হলে বেশি ভালো। মোটকথা কোন ভাবেই জেন বৃষ্টির পানি আপনার শরীর স্পর্শ করতে না পারে।

#রাইডিং ধরনের পরিবর্তন
স্বাভাবিক অবস্থায় আপনি যেভাবে বাইক রাইড করেন বৃষ্টিতে রাইড দেবার সময় একটু পরিবর্তন আনতে হবে। কারন বৃষ্টিতে ইমারজেন্সি ব্রেকিং, করনারিং ইত্যাদি একটু ঝুঁকিপূর্ণ। যে কোন সময় স্কিড কোরে পড়ে জাবার সম্ভাবনা থাকে। আর বৃষ্টিতে বাংলাদেশের রাস্তা সরু হয়ে পড়ে। এর জন্যও বাড়তি সতর্কতা প্রয়োজনে। বৃষ্টিতে রাইডিং এর সময় বাইকের গতি নিয়ন্ত্রন, খুব বেশি করনারিং বা তাড়াহুড়া পরিহার প্রয়োজনে। মনে রাখবেন যে কোন প্রকার এক্সিডেন্টই ক্ষতি ডেকে আনে।

#সঠিক রাস্থা নির্বাচন
মোটামুটি আমরা সবাই খানা-খন্দকে বাইক চালিয়ে অভস্থ। আর বৃষ্টি হলে এই খানা-খন্দক পানিতে ভরে যায়। অনেক সময় বোঝার উপায় থাকে না যে এর গভিরতা কতটুকু। প্রায়শই দেখা যায় অনেক বাইকার তাড়াহুড়া করতে গিয়ে গর্তে পড়ে যায়। সবচেয়ে ভালো হয় জদি আপনি রাস্তার পানির অংশ টুকু পরিহার করতে পারেন।যদি যেতেই হয় তবে পুরোপুরি নিশ্চিত না হয়ে যাবেন না।

#একসাথে অনেক গুলো কাজ থেকে বিরত থাকা
স্বাভাবিক অবস্থায় আমরা যে কাজ গুলো একসাথে করি যেমন এক্সেলারেশান, গিয়ার পরিবর্তন বা করনারিং এর সময় গিয়ার ও এক্সেলারেশান একসাথে নিয়ন্ত্রন বা ঢালে ওঠার সময়, এই কাজ গুলা একটু সময় নিয়ে করা নিরাপদ। করনারিং পরিহার সবচেয়ে নিরাপদ। হাতে সময় নিয়ে মাথা থান্ডা করে চলালে এক্সিডেন্ট আপনাকে সমিহ করবে, নয়তো যে কোন সময় কুপোকাত হয়ে জেতে পারেন ।

#গিয়ার গুলো শুকিয়ে নিন
রাইড সম্পূর্ণ হলে গিয়ার গুলো যেমন, হেলমেট, রেইন কোট, গ্লাভস, বুট জুতা ইত্যাদি খুলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমন যায়গায় রেখে দিন, যেন পরবর্তী রাইড দেবার সময় আপনি শুকনো পান।

#বাইক ওয়াশ
সবচেয়ে ভালো হয় রাইড দেবার পর পুরো বাইকটিকে ওয়াশ করে নেওয়া। তা না পারলে সামান্য পানি ঢেলে বাইকের ময়লা গুলো পরিষ্কার করে নিন। শুকিয়ে গেলে ওনেক চিপা যায়গার ময়লা পরিস্কার করা যায় না।এবার বাইকটিকে ডাবল স্ট্যান্ড করে চকচকে যায়গা গুল মুছে পরিষ্কার করে দিন। নয়তো পানি শুকিয়ে দাগ হয়ে যেতে পারে।

অধিকাংশ বাইকার বাইক বেছে নেন ভালোবাসাকে প্রাধান্য দিয়ে, সাথে প্রয়োজনও সম্পূর্ণ হয়। আপনি একটু সচেতন হলেই আপনার বাইক রাডিং হবে আনন্দঘন।

এখানে আমারা মৌলিক কিছু টিপস শেয়ার করলাম আপনাদের সাথে। আসোলে ঝুঁকি আছে এমন কাজের সচেতনতার শেষ নেই। সুতরাং আপনার সেরা প্রচেস্থাই নিরাপদ ভাবে ফিরিয়ে আনবে আপনার আপনজনের কাছে।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

হ্যান্ডেল কাঁপে বা বাইক কাঁপে – এর পেছনের কারণ কী?

মার্চ 22, 2025

চেইন লুজ বা চেইন স্লিপ – কিভাবে বুঝবেন এবং সমাধান

মার্চ 20, 2025

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025