Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

টিপস

রাতে বাইক চালানোর টিপস

সেপ্টেম্বর 07, 2019
রাতে বাইক চালানোর টিপস

কাজের সুবাদে আমাদের দিনে রাতে বাইক চলাতে হয়। হয়ত একদম ভোর বেলা ওফিসের দিকে যাচ্ছি আর অনেক রাত করে বাড়ি ফিরতে হচ্ছে। কাজের জন্য অনেকে হয়ত রাতেই বেশি রাইড করেন।

একটা বিষয় সবাই একমত হবেন যে দিনে রাইডের চেয়ে রাতে রাইড করা একটু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি চালকের চালনোর দক্ষতার সাথে ও বাইকের মেনুফেকচারিং এর সাথে সম্পর্কিত।

কিছু কিছু বাইকের হেডলাইট এর আলোর তীব্রতা থ্রটলের সাথে সম্পর্কিত। থ্রটল ঘুরালে বাড়ে কমালে কমে যায়। আবার কিছু কিছু বাইকের হেডলাইটের উজ্জলতাই কম।

আবার, শহরের অধিকাংশ রাস্থায় লাইট থাকলেও কিছু কিছু রস্থায় থাকে না। আর গ্রামের দিকে এই সংখ্যাটা আরেকটু বেশি। তাই এই সব রাস্থায় বাইক চালাতে আলাদা সতর্কতার প্রয়োজন।

অবশ্যই আপনার বাইকটিতে লাইট রয়েছে এবং আপনি সেগুলি সর্বদা ব্যবহার করেন, তাই না? এটি এক নম্বর কৌশল, তবে এমন আরো অন্যান্য কৌশল রয়েছে যা এই পরিস্থিতিতে নিরাপদ রাখবে। আসুন রাতে নিরাপদে চলা এবং স্বল্প-আলোতে নিরাপদ রাইডিং এর কৌশলগুলির শীর্ষ কৌশলগুলি দেখে নেওয়া যাক…

# লাইটঃ প্রথমত যারা রাতের বেলায় বেশি রাইড করেন তারা বাইকের সমস্ত লাইট আপ-টুডেট রাখবেন। সিগনাল লাইট, হেড লাইট, টেইল লাইট, পারকিং লাইট সবগুলা।

চেষ্টা করুন ব্যাটারিতে অতিরিক্ত চাপ প্রয়োগ করবে না আবার রাতের বেলায় উজ্জ্বল আলো দিবে এমন লাইটিং সিস্টেম ব্যাবহার করার।

আর আপনি যদি রাতে লং ড্রাইভ বেশি করেন তবে ইমারজেন্সি পরিস্থিতি এড়াতে বাইকে অতিরিক্ত লাইট রাখতে পারেন। যেন কোন লাইট কেটে গেলে সাথে সাথে সাপোর্ট দেওয়া যায়। কারন হাইওয়েতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে দৃষ্টিহিনতার কারনে।

# দেখা এবং দেখানোঃ প্রথমত, রাতে রাইড করার সময় রাস্তার দিকে সম্পূর্ণ ফোকাস দিতে হবে। একদম পেছন বরাবর কোন যানবাহন কে ফলো করবেন না। যেকোন যানবাহনের ডানে অথবা বামে নিরাপদ দূরত্ব রেখে চালাবেন।

২য় ত আপনার বাইকের সামনে ও পিছনে এমন কিছু লাইট লাগান যা সবসময় জ্বলতে থাকবে। এতে বিপরীত দিক থেকে আসা যানবাহন আপনাকে দেখতে পাবে।

বাইকের যেসকল অংশে অন্য যানবাহনের আলো পরে সে যায়গা গুলোতে রিফ্লেক্টিভ কিছু লাগান। এতে আপনার বাইকের ভিসিবিলিটি বাড়বে।

# হেলমেটঃ রাতের বেলা পোকা মাকড় ওড়াঊড়ি করে, হঠাৎ করে এর কোন টা চোখে পড়লে আপনি নিয়ন্ত্রণ হারাতে পারেন। তাই সব সময় হেলমেট পড়ে বাইক চালাবেন। অনেকে রঙিন গ্লাসের হেলমেট ব্যাবহার করেন। রঙিন গ্লাস দিনের বেলা অন্যরকম একটা রাইডিং ফিল দেয় পাশাপাশি প্রখর সূর্যের আলো থেকে রক্ষা করে।

কিন্তু ঠিক রাতের বেলা এর উল্টো। রাতে চালানোর জন্য পরিষ্কার গ্লাস যুক্ত হেলমেট ব্যাবহার করুন।

# গতি নিয়ন্ত্রণঃ রাতের বেলা প্রায় সকল প্রানি কুলের দৃষ্টিসিমা কমে আসে। তাই দিনের বেলা যে রাস্থায় আপনি গতির ঝড় তুলতেন রাতের বেলা সেই রাস্তায় বাইকের গতি কমিয়ে আনতে হবে। এমন গতিতে চালানো সবচেয়ে নিরাপদ যে গতিতে ইমারজেন্সি ব্রেকিং এর প্রয়োজন না পরে।

# মাতালঃ মাতাল অবস্থায় কখনো বাইক চালাবেন না। বাইক কেন মাতাল অবস্থায় কোন যানবাহনই চালানো উচিৎ না। যদি কোন পার্টিতে এটেন্ড করতেই হয় তবে সাথে বাইক চালাতে পারে এমন পিলিওন নিয়ে যাবেন।

সুতরাং আপনি যদি রাতের রাইডার হন, সেটা সল্প দুরোত্তের হোক না কেন সমস্ত গিয়ার আপ পরে নিয়ন্ত্রিত গতিতে বাইক চালান। মনে রাখবেন সাবধানতার মার নেই বলে একটা কথা আছে।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

কম খরচে দৈনিক বাইক মেইনটেন্যান্স টিপস – নতুন ও পুরাতন বাইকারদের জন্য গাইড

আগস্ট 23, 2025

বাইকের জন্য ফুয়েল এডেটিভ: কি, কেন এবং কখন ব্যবহার করবেন?

এপ্রিল 29, 2025

হ্যান্ডেল কাঁপে বা বাইক কাঁপে – এর পেছনের কারণ কী?

মার্চ 22, 2025

চেইন লুজ বা চেইন স্লিপ – কিভাবে বুঝবেন এবং সমাধান

মার্চ 20, 2025

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025