১৫০ সি সি তে মার্কেট লিডার ইয়ামাহা

অক্টোবর 13, 2023

১৫০ সি সি তে মার্কেট লিডার ইয়ামাহা
বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তা করলে মোটরসাইকেল এখন অত্যাবশকীয় বাহন। সঠিক সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর তাগিদ, কম খরচে নিরাপদ যাত্রা, জ্যাম বা পাবলিক ট্রান্সপোর্ট এর ঝুঁকি এড়ানো, এই সমস্ত নানান কারণে মোটরসাইকেল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তা করলে মোটরসাইকেল এখন অত্যাবশকীয় বাহন। সঠিক সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর তাগিদ, কম খরচে নিরাপদ যাত্রা, জ্যাম বা পাবলিক ট্রান্সপোর্ট এর ঝুঁকি এড়ানো, এই সমস্ত নানান কারণে মোটরসাইকেল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

এ সমস্ত বিষয় বিবেচনায় বাংলাদেশের মোটরসাইকেল পরিবেশক কোম্পানিগুলো তাদের বাইকের মডেলের সংখ্যা যেমন বাড়াচ্ছে সেই সাথে সময়ের সবচেয়ে আপডেট প্রযুক্তি ও সংযুক্ত করছে।

জয়েন করুন ৫০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

ব্র্যান্ড প্রমোশন, আপডেট প্রযুক্তি অফার আর কাস্টমার অ্যান্ডগেজমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে কোম্পানিগুলো গত এক বছরে কে কেমন পারফর্ম করলো সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব।

আরো পড়তে পারেন

নিচে আপনারা যে চার্ট দেখতে পাচ্ছেন এটা গত ১ বছরে সামগ্রিক মোটরসাইকেল সেলের তালিকা। এখানে দেখা যাচ্ছে তালিকার একদম উপর অবস্থান করছে উত্তরা মটর। সামগ্রিক বাজার বিবেচনা করলে তারা ২৮% মার্কেট শেয়ার নিয়ে সবার উপর অবস্থান করছে।

এর ঠিক নিচে অবস্থান করছে ইয়ামাহা যাদের মার্কেট শেয়ার ১৫%। এরপর পর্যায়ক্রমে সুজুকি ১৪% , হোন্ডা তেরো শতাংশ , টিবিএস ১৩ % , হিরো ১৩% , রানার 2 পার্সেন্ট , এবং অন্যান্য যে চাইনিজ ব্যান্ডগুলো রয়েছে তারা ২ পার্সেন্ট মার্কেট শেয়ার হোল্ড করছে।

বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত বাইক গুলোর মধ্যে ১০০ সিসি ১১০ সিসি এবং 125 সিসি বাইকগুলো অন্যতম।

আবার যাদের স্টাইল পছন্দ সেই সাথে সময় সবচেয়ে আপডেট ফিচারগুলো থাকতে হবে কিন্তু বাজেট থাকতে হবে নিয়ন্ত্রণে। এই সেগমেন্টের কাস্টমারের অন্যতম প্রধান পছন্দ কিন্তু ১৫০ সিসির বাইক গুলো।

আরো পড়তে পারেন

এবার যদি নিজের ডাটাটা বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাচ্ছে ৩১% মার্কেট শেয়ার নিয়ে এসিআই মটরস, ইয়ামাহা 150cc সেপ্টমেন্টে সবার উপরে অবস্থান করছে।

এ ঠিক পরে অবস্থান করছে সুজুকি যাদের মার্কেট 27%। এরপর পর্যায়ক্রমে বাজাজ ২১%, হোন্ডা ৮ পারসেন্ট, টিভিএস ৮% , হিরো ৩ শতাংশ , রানার এক পার্সেন্ট এবং অন্যান্য চাইনিজ ব্যান্ডগুলো ২ পার্সেন্ট মার্কেট হোল্ড করছে ।

কি কারনে ইয়ামাহা ১৫০ সিসি সেগমেন্টের সেরা হল?

150 সিসি সেগমেন্টে ইয়ামাহা সবচেয়ে জনপ্রিয় দুটি মডেল FZS FI V2 & FZS FI V3 । সেলার অথবা বাইকার যাকে আপনি জিজ্ঞেস করবেন কোন প্রকার কমপ্লেইন ছাড়া একটা বাইকের নাম বলে যান। সবাই এক বাক্যে এফ জেড এস ভার্সন টু এর কথাই বলবে। আর ঠিক এই কারণেই এই বাইকটা লঞ্চের পর থেকে আজ অবধি এটার জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই।

আকর্ষণীয় লুক সামনে পিছনে ডিস্ক ব্রেক আর শহরের মধ্যে 150 সিসি বাইকের মধ্যে সর্বোচ্চ মাইলেজ। এই বাইকটার ভালো দিক গুলোর মধ্যেও অন্যতম।

এর ঠিক পরে রয়েছে যেটা FZS FI V3। এতে আছে সময়ের সবচেয়ে আপডেট নিরাপদ ব্রেকিং সিস্টেম এবিএস ব্রেক। আকর্ষণীয় লুক , সামনে পেছনে ডিস্কব্রেক এবং মনোশক সাসপেনশন। আর সিটিতে মাইলেজ ৪২ থেকে ৪৫।

সেই সাথে এ সি আই মটরসে রয়েছে দেশজুড়ে আফটার সেল সার্ভিসের এক বিশাল নেটওয়ার্ক। দক্ষ মেকানিক, প্রয়োজনে দ্রুত গতিতে ওয়ারেন্টি ইস্যুর সমাধান, সার্ভিস সেন্টারেই দরকারি সকল পার্টস এভেলেবল রাখা।

সময় সময় সরাসরি কাস্টমার মিট আপ করে কাস্টমারের মুখ থেকেই তাদের সমস্যাগুলো শুনে এগুলো তাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করা।

এই সমস্ত বিষয়গুলোই কাস্টমারকে ইয়ামাহা বাইকগুলো কিনতে আগ্রহী করেছে বলে আমরা মনে করছি।

সামনে হয়তো 350 সিসি সেগমেন্টের বাইক গুলো বাংলাদেশে আসতে চলেছে। এখন দেখার বিষয় কে এই সেগমেন্টে রাজত্ত করতে পারে।

ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?

ভিডিও খারাপ ফুয়েল নিয়ে চিন্তা নেই আর

ভিডিও ওয়াশের পরেও চকচকে হচ্ছে না, কারণ কি ?