জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
###Suzuki Gixxer 150 New
এটি এয়ার কুলড, ৪-স্ট্রোক, 1-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করে, যা ২ ভালভ এবং ১৫৪.৯সিসি। এর সর্বোচ্চ শক্তি ১৪ এনএম @ ৬,০০০ আরপিএম এবং সর্বাধিক টর্ক ১৪.৮ পিএস @ ৮,০০০ আরপিএম। এটি BS4, কার্বুরেটর ব্যবহার করে, এবং সুজুকির দাবি যে এটি প্রতি লিটার জ্বালানীতে ৪৭ কিলোমিটার অতিক্রম করতে সক্ষম। বাইকের শীর্ষ গতি প্রতি ঘণ্টায় ১৩০ এর কাছাকাছি।
আরো পড়তে পারেন
বাইকটির full digital instrument cluster এ যুক্ত হয়েছে দারুন সব প্রয়োজনিয় তথ্য, এটি আগের তুলনায় কিছুটা বড় আকৃতিরও।
বাইকটিতে ব্যবহৃত হয়েছে 41 mm front forks, যেটি অধিক ঝাঁকুনি শোষণে সক্ষম। এতেকরে রাইডিং হবে আরো আরামদায়ক।
Suzuki তাদের এই Gixxer 155 বাইকটিতে বিভক্ত আসন দিয়েছে, যা দেখতেও বেশ আকর্ষনীয়।
এটিতে ব্যবহৃত হয়েছে চমৎকার ডিজাইনের sporty dual-muffler, যেটি ইঞ্জিনের শব্দ নিয়ন্ত্রনে সহায়ক।
Suzuki এই বাইকটির ডিজাইনে তিক্ষ্ণতা আনতে পারেনি, এছাড়াও বাইকটিতে Liq-Cooled ইঞ্জিন ব্যবহৃত হলে আরো ভালো হতো।
Suzuki Gixxer 150 Price List; Suzuki Gixxer 150 DD Tk.241,950.00
###Honda CB Hornet 160R
এ বাইকটিতে 162.71 cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা Air Cooled, 4 Stroke, SI Engine। এটির সর্বোচ্চ শক্তি 14.90 BHP @ 8500 rpm এবং সর্বোচ্চ ঘূর্ণন বল 14.50 NM @ 6500 rpm। এতে ৫ গতির ম্যানুয়াল গিয়ার ব্যবহার করা হয়েছে, এবং এটির সর্বোচ্চ গতি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ১২ লিটার জ্বালানী ধারণ ক্ষমতা সম্পূর্ণ এ বাইকটি প্রতি লিটারে গড়ে প্রায় 45 কিলোমিটার পথ অতিক্রমে সক্ষম।
আরো পড়তে পারেন
####এক নজরে আরো কিছু তথ্য
Honda CB Hornet 160R বাইকটিতে সংযোজন করা হয়েছে Automatic Headlight On (AHO) পদ্ধতি, যা অলোর উপর নির্ভর করে সয়ংকৃয় ভাবে Headlight On অথবা Off করে।
CB Hornet 160R বাইকটিতে ব্যবহার করা হয়েছে Full Digital Meter, যেটি দারুনসব বৈশিষ্ট্য সহ দেখতেও চমৎকার।
এছাড়াও বাইকটিতে আরো দারুন সব বৈশিষ্ট্য মধ্যে Hazard Switch, Sporty Muffler এবং CBS With Equalizer অন্যতম।
মূলত CB Hornet 160R মডেলটি হোন্ডা সিবি ইউনিকনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, তবে CB Hornet 160R একটি স্পোর্টস বাইক হিসেবে দারুন জনপ্রিয় হয়েছে।
এটি একটি robust 160 বিভাগের বাইক, যাতে BS III ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ২০১৯ এর শুরুর দিকে বাইকটিতে সি.বি.এস (সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেম) যুক্ত করা হয়েছে। তবে এর মূল কাঠামোতে কোন পরিবর্তন আসেনি। বাংলাদেশে এখন এই মডেলটির সিঙ্গেল ডিস্ক পাওয়া যায়না।
Honda CB Hornet 160R বাইকটির বর্তমান মূল্য বিবেচনায় এটিতে ব্যাবহৃত Switch এবং Plastic এর মান আরো ভালো হওয়া উচিৎ ছিলো।
Honda CB Hornet 160R Price List; Honda CB Hornet 160R ABS Tk.255,000.00 Honda CB Hornet 160R CBS
###Yamaha FZS FI v2.0
এ বাইকটিতে 149 cc ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে, যেটি Air cooled, 4-stroke, SOHC, 2-valve। এটির সর্বোচ্চ শক্তি 12.9 Bhp @ 8000 rpm এবং সর্বোচ্চ ঘূর্ণন বল 12.8 Nm @ 6000 rpm। এত ৫ গতির ম্যনুয়াল গিয়ার, এবং এটির সর্বোচ্চ গতি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এটির জ্বালানি পদ্ধতি Fuel injection। ১২ লিটার জ্বালানি ধারণ ক্ষমতা সম্পন্ন এ বাইকটি প্রতি লিটার জ্বালানিতে গড়ে প্রায় ৪৭ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।
আরো পড়তে পারেন
####এক নজরে আরো কিছু তথ্য
Yamaha FZS Fi v2 বাইকটির অসাধারণ, সতন্ত্র এবং নান্দনিক ডিজাইন এটিকে রেখেছে এক অন্য উচ্চতায়, যেটি এখনো সৌখিন বাইকারদের পছন্দের বাইক।
Yamaha FZS Fi v2 একটি Sports ক্যাটাগরি বাইক হলেও এটির সিটিং পজিশন নিখুঁত, যেখানে একজন রাইডার আরামদায়ক অবস্থানে থেকে বাইকটি খুব সহজেই নিয়ন্ত্রন করতে পারবে।
FI প্রযুক্তির সাথে অসামান্য ইঞ্জিন, আরামদায়ক রাইডিং, বেটার কন্ট্রোলিং এবং এক্সিলেন্ট টায়ার গ্রিপিং এই বাইকটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
এটির বিল্ড কোয়ালিটি স্ট্রং মানের, কার্যকরী ব্রেক এবং সাসপেনশনগুলি মোহনীয়
Yamaha FZS Fi v2 বাইক মডেলটির অনেকগুলো কালার কম্বিনেশন রয়েছে, যেখান থেকে খুব সহজেই আপনি আপনার পছন্দেরটি বেছেনিতে পারেন।
বাইকটিতে ABS (anti-lock braking system) ব্রেকিং সিস্টেম থাকলে আরো ভালো হতো।
Yamaha FZS v2 Price in BD is 235,000.00Tk
###Bajaj Pulsar N160
Pulsar N160 বাইকটিতে ব্যবহৃত হয়েছে 164.82 cc ইঞ্জিন, যেটি 1 cylinder, 4 stroke, SOHC, 2 valve, Oil-cooled, FI। এটি Maximum Power 15.8 Bhp @ 8750 rpm এবং Maximum Torque 14.65 Nm @ 6750 rpm উৎপন্ন করতে সক্ষম। বাইকটির Kerb Weight অর্থাৎ জ্বালানি সহ ওজন 152 Kg। এই বাইকটির জ্বালানি ধারন ক্ষমতা 14 Liters।
####এক নজরে আরো কিছু তথ্য
Bajaj Pulsar N160 বাইকটিতে ব্যবহৃত হয়েছে Bi-Functional LED Projector headlamp। বর্তমানে এই ধরনের headlamp সাধারনত উচ্চ মূল্য পরিসীমার বাইকগুলোতে ব্যবহৃত হয়।
Bajaj তাদের Pulsar N160 বাইকটিতে নতুন ডিজাইন করা 164.82 cc ইঞ্জিন ব্যবহার করেছে, যেটির সর্বোচ্চ শক্তি 15.8 Bhp। তবে এটি Best-in-Class Passing Acceleration দিতে সক্ষম।
বাইকটির Dual channel ABS ভেরিয়েন্টে যে 37 mm Telescopic front suspension ব্যবহৃত হয়েছে তা কর্মক্ষমতার দিক থেকে Best-in-class বলাই যায়।
বাইকটিতে চমৎকার ডিজাইনের Infinity Display Console ব্যবহৃত হয়েছে, যেখানে modern digital readouts এবং classic analog tachometer দেওয়া হয়েছে।
নিরাপদ ব্রেকিং এর লক্ষে Pulsar N160 বাইকটিতে ব্যবহৃত হয়েছে dual channel ABS অর্থাৎ anti-lock braking system।
Bajaj যথারিতি তাদের এই বাইকটিতেও FI অর্থাৎ fuel injection ইঞ্জিন ব্যবহার করেছে। FI ইঞ্জিন জ্বালানি সাশ্রয়ী এবং স্টেবেল।
এছাড়াও এই Pulsar N160 বাইকটিতে USB Mobile Charging Port, Distance To Empty Readout, Gear Indicator, Crystalline LED Tail Lamps এর মত দারুন কিছু বৈশিষ্ট রয়েছে।
Pulsar N160 বাইকটির pillion seat যথেষ্ট আরামদায়ক এবং নিরাপদ নয়।
বাইকটি সামনের দিক থেকে বেশ aggressive মনেহলেও, গতানুগতিক exhaust না থাকায় পিছনের দিকের সৌন্দর্য খুব একটা ফুটে উঠেনি।
Bajaj Pulsar N160 Price List; Bajaj Pulsar N160 269,900
###TVS Apache RTR 160
TVS তাদের এ বাইকটিতে ১৫৯.৭ সি সি ইঞ্জিন ব্যাবহার করেছে, যেটি oil-cooled, single-cylinder, 4-valves, 4-stroke। এটির oil-cooled ইঞ্জিন তার সমসাময়িক প্রতিদ্বন্দ্বী থেকে এগিয়ে রাখছে। বাইকটি সর্বোচ্চ ১১৩ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এটির সর্বোচ্চ শক্তি 16.5 PS @8000 rpm এবং সর্বোচ্চ ঘূর্ণন বল 14.8 Nm @ 6500 rpm। প্রতি লিটার জ্বালানিতে এটি গড়ে প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।
####এক নজরে আরো কিছু তথ্য
TVS Apache RTR 160 4V বাইকটির সর্বোচ্চ ইঞ্জিন শক্তি 16.5 PS @8000 rpm, যা শক্তিমত্তার দিক বিবেচনায় বাংলাদেশের বাজারের অন্যতম সেরা বাইক।
পূর্ববর্তী ভার্শনের ন্যায় Apache RTR 160 4V বাইকটিরও Aggressive Throttle Response, যা তরুনরা খুবই পছন্দ করে।
Apache RTR 160 4V বাইকটি দেখতেও অসাধারণ, একটি Sports বাইক হিসাবে, Apache RTR 160 4v সিটিং পজিশনটি আরামদায়ক, যেমন খুব বেশি ফ্ল্যাট নয় আবার খুব বেশি উপরেও নয়।
Apache RTR 160 4v বাইকটিতে রয়েছে রেসিং ডাবল ব্যারেল exhaust এবং aggressive tank cowl এর পাশাপাশি aggressive headlamp।
বাইকটির ব্রেকিং সিস্টেমে উন্নতি হয়েছে, যা এখন roto-petal ডিস্ক ব্রেক সহ এবং এতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্টারেক্টিভ স্পিডোমিটার যা দেখতেও দারুন।
Apache RTR 160 4v বাইকটির সিটিং পজিশন যথাযথ আরামদায়ক যা একটি Sports বাইকরে জন্য চ্যলেন্জ স্বরূপ।
Apache RTR 160 4V বাইকটিতে অধিক পরিমান প্লাস্টিকের ব্যাবহার হয়েছে, ফলে এটি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
TVS তাদের RTR 160 4V বাইকটিতে ভাগকরা আসন (split seat) ব্যাবহার করলে বাইকটি দেখতে আরো আকর্ষনীয় মনে হতো এবং রাইডিংও আরো আরামদায়ক হতো।
TVS Apache RTR 160 4v Price List; RTR 160 4V (Smart-X, ABS) Tk.239,990 RTR 160 4V (DD) Tk.219,990 RTR 160 4V (SD) Tk.194,990