হেলমেটে DOT, ECE বা Snell এই গুলা কি?

মে 17, 2023

হেলমেটে DOT, ECE বা Snell এই গুলা কি?
হেলমেট কিনতে গেলে দোকানদার আমাদের বিভিন্ন কথা বলে কান ভারী করে দেয়। এই যেমন ধরেন এইটা DOT সার্টিফাইট , এই জন্য এটা আপনার কিডনির চেয়ে দামি, অমুকের টা ECE বা Snell সার্টিফাইট না তাই দাম কম। আসলে DOT, ECE বা Snel এই গুলা কি? এই গুলার সাথে কি দামের কোন সম্পর্ক আছে ?

বাইক রাইড করতে হলে হেলমেট তো পরতেই হবে, কিন্ত সেটা কি শুধু পুলিশের মামলা থেকে বাচার জন্য? নাকি দুর্ঘটনা ঘটলে নিজের মহামুল্যবান মাথাটা বাচানোর জন্য? যদি মাথা বাচানোর কথা ভাবতেন তাহলে আপনার মাথায় বাটি হেলমেট কেন??? আমি নিশ্চিত প্রশ্নটা শুনে একটু নড়েচড়ে বসেছেন এবং সামান্য টেনশনে পড়ে গেছেন।

আসলে আমাদের মধ্যে অধিকাংশ বাইকার হেলমেট নিয়ে প্রচন্ড উদাসীন যা আমাদের মাথার প্রচন্ড নিম্মমানের হেলমেট গুলো দেখলে সহজেই বুঝা যায়৷

আবার অল্প কিছু স্মার্ট রাইডারও আছেন যারা নিরাপত্তা নিয়ে সচেতন এবং ভালো মানের হেলমেট পরেন। অনেকে মনে করেন ভালো হেলমেটের দাম অনেক বেশি তাই ভালো হেলমেটে তাদের অনীহা। এইসব কারনেই আজকে জানার চেস্টা করবো ভালো হেলমেট বলতে আসলে কি বুঝায়? ভালো হেলমেট কিনতে কত বাজেট রাখতে হয় আর কোনো হেলমেট আসলেই ভালো কিনা সেটা জানার উপায় কি?

আরো পড়তে পারেন

টায়ারে কেন বাতাসের প্রয়োজন হয়?

ইঞ্জিনের সি সি বেশি হলে মাইলেজ কমে যায় কেন?

বেশিরভাগ মানুষ হেলমেট কিনতে গেলে বাইকের সাথে রঙ মিলে নাই বলে ভালো হেলমেট রেখে তরমুজের খোসার মত কোয়ালিটির হেলমেট কিনতেই বেশি আগ্রহী হয়ে উঠেন যা খুবই বাজে প্র‍্যাক্টিস। আসলে হেলমেটের সাথে বাইকের কালার মিলতেই হবে এমন চিন্তার কোনো ভিত্তিই নেই। হেলমেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হেলমেটটা আপনার মাথার সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম কিনা?

আর একটা হেলমেট কতটা সুরক্ষা দেবে বা দেয়া উচিত তার কিছু মাপকাঠি বা সার্টিফিকেশন আছে। সার্টিফিকেশন দেখেই আপনি সহজেই বুঝতে পারবেন আপনার হেলমেট কতটা নিরাপদ।

তো চলুন জেনে নেই কোন ধরনের সার্টিফিকেশন কতটা নির্ভরযোগ্য। মুলত ভালো হেলমেটের ৩ টা প্রচলিত সার্টিফিকেশন আমরা দেখতে পাই, যেমন DOT, ECE এবং Snell. এই তিন টা সার্টিফিকেট কোথা থেকে এলো আর কোনটার কি মান তা জানা জরুরি।

DOT সার্টিফিকেশন:

DOT (Department of Transport) সার্টিফিকেশন আমেরিকান সরকার দ্বারা সেট করা একটি সেফটি সার্টিফিকেশন। আমেরিকায় বিক্রি হওয়া সমস্ত হেলমেটগুলিকে অবশ্যই পাবলিক রাস্তায় ব্যবহারের জন্য বৈধ হতে এই সার্টিফিকেট নিতেই হবে।
তবে DOT সার্টিফিকেশন হেলমেট নিরাপত্তার জন্য একটি সর্বনিম্ন মান। কারন এই সার্টিফিকেশন পেতে যে টেস্ট প্রসেসে পাশ করতে হয় সেটা অনেক পুরানো প্রসেস এবং এখান অনেক ফাকফোকর আছে।

ECE সার্টিফিকেশন:

ECE (Economic Commission for Europe) সার্টিফিকেশন হল জাতিসংঘ কর্তৃক সেট করা একটি নিরাপত্তা মান। এই মান ইউরোপে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং বিশ্বের অন্যান্য অনেক দেশ দ্বারা স্বীকৃত। একটি ECE সার্টিফিকেশন অর্জনের জন্য, একটি হেলমেটকে অবশ্যই একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যা এই হেলমেটগুলিকে আরো নির্ভরযোগ্য করে তোলে।

Snell সার্টিফিকেশন:

স্নেল মেমোরিয়াল ফাউন্ডেশন হল আমেরিকার একটি নন প্রফিট অর্গানাইজেশন যা হেলমেটের সেফটি স্ট্যান্ডার্ড নির্ধারণ করে। যারা মোস্ট প্রিমিয়াম হেলমেট বানায় একমাত্র তারাই এই সার্টিফিকেশন নিয়ে থাকে। একটি স্নেল সার্টিফিকেশন পেতে হলে হেলমেটকে ড্রপ টেস্ট, প্রেশার টেস্ট, ভাইজর টেস্ট সহ অনেকগুলো ক্রিটিকাল টেস্টে পাশ কর‍তে হবে এবং এই টেস্টগুলোতে কোনো ধরনের কারচুপি চলে না।

যে হেলমেটগুলি স্নেল টেস্টে পাশ করে সেগুলিকে সাধারণত নিরাপত্তার দিক থেকে সবচেয়ে নিরাপদ হেলমেট বলে বিবেচনা করা হয়।

সুতরাং, কোন সার্টিফিকেশন সেরা?

উপরের আলোচনা থেকে অবশ্যই বুঝে গেছেন কোন ধরনের সার্টিফিকেশন সবচেয়ে ভালো। তবে যেহেতু স্নেল সার্টিফাইড হেলমেট অনেক বেশি এক্সপেন্সিভ এবং আমাদের দেশে খুব একটা এভেইলেবল না, তাই মিনিমাম ECE সার্টিফাইড হেলমেটগুলো আপনি বেছে নিতে পারেন। তবে যদি আপনি আরো একটু বেশি স্মার্ট হন তাহলে DOT বা ECE সার্টিফাইড হেলমেট কিনতে গেলে চেক করে নেবেন সেই হেলমেটে শার্প রেটিং আছে কিনা। ভালো ব্রান্ডের হেলমেটগুলোতে DOT/ECE র পাশাপাশি শার্প রেটিং অবশ্যই থাকবে। আর শার্প রেটিং আছে এমন হেলমেট যদি কিনতে পারেন তাহলে ভালো কোয়ালিটির একটা হেলমেট কিনেছেন এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।

এবার আসি দাম প্রসংগে, আপনি যে বাইকটা চালান সেটার দামের মাত্র ১০-১৫% বাজেট রাখলে ভালো একটা হেলমেট অনায়াসে কিনতে পারবেন। শুরুতে দাম একটু বেশি মনে হতে পারে তবে মনে রাখবেন হেলমেটের জন্য একটু বেশি টাকা খরচ করলেও এতে লসের কিছু নাই। কারন কায়দামত মাথায় একটা আঘাত পেলে ১ দিনের আইসিইউ বিল যা আসবে তার চেয়ে ভালো হেলমেটের দাম কম।

লেখাঃ ইকবাল আবদুল্লাহ রাজ এডমিন# কিউরিয়াস বাইকার ডট কম।