Curious Biker
বাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
Curious Biker

কিউরিয়াস বাইকার বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখানে রিভিউ, খবর, ভিডিও কনটেন্ট এবং মোটরসাইকেল সম্পর্কিত নানা তথ্য শেয়ার করা হয়।

+880 1674884352

Quick Links

  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড

Support

  • FAQs
  • Privacy Policy
  • Help

Social Media

  • Facebook
  • Youtube
  • Tiktok
  • Instagram
© 2025 curiousbike. All Rights Reserved. Developed and maintained by Graphland

All New Yamaha R15 V4

জুলাই 31, 2021
— ভিউ
— শেয়ার
Post thumbnail

R15 V 4, খুব বেশিদিন হয়নি V 3 তারা মার্কেটে নিয়ে এসেছে। বাইকটির স্পর্টিন লুক আগ্রেসিভেনেস বাইকের ইঞ্জিন পারফরম্যান্স এই সবকিছু বাইক লাভার এখন পর্যন্ত পুরোপুরিভাবে হজম করতে পারিনি। এরই মাঝে ভার্সন ফোর বাইকারদের সামনে চলে এসেছে। বাইকটা নিয়ে বেশ ভালোই আলোচনা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাইক প্রেমীদের মাঝে।

আপনি কি একবার ভেবে দেখেছেন V3 পুরোপুরি মজা এবং প্রয়োজনীয়তা না ফুরোতেই ভার্শন 4 তারা বাজারে কেন নিয়ে আসলো?

  • বাইকার এর মত সাজিয়ে নিন আপনার মোবাইল

তাহলে কি খুব তাড়াতাড়ি ভার্সন ফাইভ বাজারে আসতে যাচ্ছে?

এই মুহূর্তে ভার্সন 4 এর দাম কত হতে পারে?

ইন্ডিয়া এবং বাংলাদেশ ভার্সন ফোর কবে লঞ্চ হবে?

এই সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবো আমাদের আজকের লেখনীর মাধ্যমে।

প্রথমেই থিওরিটিকাল আলোচনা করা যাক। আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট এর কথা চিন্তা করেন তাহলে কিন্তু ইয়ামাহা মোটরসাইকেলের যতটা সুপরিচিত মোটরসাইকেলের বাইরে তার চেয়ে বেশি পরিচিত।

  • নীল রং এগিয়ে চলার এবং বাদামি রং থেমে যাওয়ার সংকেত নয় কেন?

ইয়ামাহার মূল বিজনেস টাই হচ্ছে কিন্তু মোটর নিয়ে এবং তারা প্রধানত বোট ইঞ্জিন এবং মিউজিকাল ইন্সট্রুমেন্ট এ সবচেয়ে বেশি জনপ্রিয়।

এর পরেও, আপনি যদি ছোট করে গুগল করেন টপ টুয়েন্টি অথবা টপ টেন টপ ফাইভ মোটরসাইকেল ব্র্যান্ড। দেখবেন প্রথম সারির দিকেই ইয়ামাহা নামটা ভেসে উঠবে।

  • বাইক সার্ভিসিং, জানতে হবে কিছু কথা

এর ঠিক কাছাকাছি আছে হোন্ডা, ডুকাটি। ওয়ার্ল্ডের সিংহভাগ মোটরসাইকেল কিন্তু এরাই সেল করে।

এই টপ ব্র্যান্ড গুলোর মধ্যে মূলত কম্পিটিশন চলে কে কার চেয়ে বেশি আপডেটেড ফিচারসমৃদ্ধ বাইক বাজারে ছাড়তে পারছে।

কেন R 15 V 4 লঞ্চ করা হল ?

মূলত বাংলাদেশ ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এক অপ্রতিরোধ্য মডেল হিসেবে বিচরণ করছিল বাংলাদেশের বাইক মার্কেট। রূপ গুণ আর ইঞ্জিনের শক্তিতে এর কাছাকাছি কোন বাইক ছিল না বললেই চলে।

কিন্তু Yamaha R 15 V3 খুব বেশিদিন রাজত্ব ধরে রাখতে পারেনি কারণ 2021 মাঝামাঝি সময়ে Honda CBR 150r বাইক টি লঞ্চ হওয়ার কারণে।

  • বাজেটের পরে বাইকের দাম কি বাড়বে ?

বিষয়টা এমন নয় যে সিরিয়ার লঞ্চ হয়েছে দেখেই R 15 V 4 লঞ্চ করা হয়েছে।

আবার, কিন্তু সিবিআর লঞ্চ করার কারণেই R 15 V 4 লঞ্চ করা হয়েছে।

কি গুলিয়ে যাচ্ছে নাকি মাথা? আসেন একটু বুঝিয়ে বলছি।

বাইক পরিবেশক কোম্পানিগুলো মূলত নতুন কোন মডেল লঞ্চ করার পরপরফই এই সিরিজের আরো কি নতুন মডেল লঞ্চ করা যায় তা নিয়ে গবেষণা করতে থাকে ।

  • কার্বন ক্লিনার কি, কেন, কিভাবে?
  • ABS ব্রেকিং কি? কিভাবে কাজ করে ?

যেহেতু আর ওয়ান ফাইভ এ সিরিজটি বেশ ব্যবসায় সফল সিরিজ তাই এই সিরিজের নতুন কোন ভার্সন বাজারে ছাড়ার পর আরো নতুন কি আপডেট আনা যায় সেটা নিয়ে তারা গবেষণা করছিল।

হয়তো তারা একটু সময় নিয়ে R15 V 4 লঞ্চ করত কিন্তু যেহেতু Honda CBR 150r লঞ্চ হয়ে গিয়েছে এবং এটি r15 ভার্শন 3 চেয়েও অনেক বেশি আপডেট ফিচার দেওয়া হয়েছে সুতরাং তারা CBR কে বিট করার জন্য ভার্শন 4 একটু আগেই লঞ্চ করে ফেলেছে।

বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে ?

ইয়ামাহা অবশেষে ভারতে আসন্ন চতুর্থ প্রজন্মের R15 পরীক্ষা শুরু করেছে। অভিনব ভট্টের ইউটিউবে আপলোড করা একটি ভিডিও একই ইঙ্গিত দেয়। সাম্প্রতিক গুপ্তচর ভিডিওটি নয়াদিল্লির কাছে শ্যুটিং করা হয়েছিল যেখানে কয়েকটা V4 কে সম্পূর্ণ ছদ্মবেশে আবৃত থাকতে দেখা যায়।

  • গিয়ার পরিবর্তনের সময় শব্দ হয় কেন?
  • কিভাবে বাইকের টায়ারের স্থায়িত্ব বাড়াবেন?

যদি অতিতের ধারাবাহিকতা বজায় থাকে তবে আমরা বলতে পারি খুব তাড়াতাড়ি এই বাইকটি বাজারে আসতে যাচ্ছে।

আর ইন্ডিয়াতে লঞ্চ হবার মাসখানিকের মাঝেই বাংলাদেশে পাওয়া যাবে বলে আমরা আশা করছি।

কি কি পরিবর্তন থাকতে পারে?

নতুন R15 V4 এ প্রত্যাশিত পরিবর্তন

  • নতুন রং
  • গ্রাফিক্স আপডেট করা হয়েছে
  • DOHC ইঞ্জিন পুনরায় চালু করা হয়েছে
  • আরো শক্তি এবং টর্ক
  • কাস্টমাইজেশন অপশন
  • শক্তিশালী LED হেডল্যাম্প
  • আরামদায়ক রাইডিং এরগনোমিক্স
  • স্পোর্টিয়ার এক্সহস্ট মাফলার
  • নতুন LED টার্ন ইন্ডিকেটর

ইয়ামাহা YZF-R15 বাইকটিতে রয়েছে ডেল্টাবক্স ফ্রেমচ যা উচ্চতর অনমনীয়তা ভারসাম্য নিশ্চিত করে। এটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোক্রস সাসপেনশন রয়েছে। সামনের দিকে 282 মিমি ডিস্ক এবং পিছনে 220 মিমি ডিস্ক। ডুয়াল চ্যানেল ABS স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়া হয়েছে। অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে গিয়ার শিফট ইন্ডিকেটর সহ মাল্টি-ফাংশন এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সুইচ এবং ডুয়াল হর্ন।

Share Post on:
See All Posts

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

CFMoto 150 Aura স্কুটার লঞ্চ | রেট্রো লুক ও 150cc ইঞ্জিন ফিচার
সেপ্টেম্বর 22, 2025
Hero Glamour X 2025 Bangladesh
সেপ্টেম্বর 10, 2025
২,৫০,০০০ টাকার মধ্যে বাংলাদেশে সেরা ৬ টি মোটরসাইকেল
সেপ্টেম্বর 04, 2025
২০ বছর পূর্তিতে নতুন রূপে ফিরল TVS Apache RTR 200 4V
জুন 18, 2025

সাম্প্রতিক লেখা

CFMoto 150 Aura স্কুটার লঞ্চ | রেট্রো লুক ও 150cc ইঞ্জিন ফিচার
সেপ্টেম্বর 22, 2025
ইলেকট্রিক মোটরসাইকেল বাংলাদেশে: বাস্তব চিত্র, খরচ, চার্জিং ব্যবস্থা ও ভবিষ্যতের পথচলা
সেপ্টেম্বর 17, 2025
Bajaj Pulsar F250 vs Yamaha FZ-25 vs CFMOTO NK250 বাংলাদেশের রাস্তায় কোন 250cc বাইক সবচেয়ে উপযোগী?
সেপ্টেম্বর 16, 2025

Related Posts

CFMoto 150 Aura স্কুটার লঞ্চ | রেট্রো লুক ও 150cc ইঞ্জিন ফিচার

CFMoto 150 Aura স্কুটার লঞ্চ | রেট্রো লুক ও 150cc ইঞ্জিন ফিচার

সেপ্টেম্বর 22, 2025
Hero Glamour X 2025 Bangladesh

Hero Glamour X 2025 Bangladesh

সেপ্টেম্বর 10, 2025
২,৫০,০০০ টাকার মধ্যে বাংলাদেশে সেরা ৬ টি মোটরসাইকেল

২,৫০,০০০ টাকার মধ্যে বাংলাদেশে সেরা ৬ টি মোটরসাইকেল

সেপ্টেম্বর 04, 2025
২০ বছর পূর্তিতে নতুন রূপে ফিরল TVS Apache RTR 200 4V

২০ বছর পূর্তিতে নতুন রূপে ফিরল TVS Apache RTR 200 4V

জুন 18, 2025