BS4 আর BS6 নিয়ে যত গ্যাঞ্জাম

এপ্রিল 04, 2023

BS4 আর BS6 নিয়ে যত গ্যাঞ্জাম
বাইক কিনতে গেলে সবাই ইদানীং একটা কমন কনফিউশান ফেস করেন সেটা হলো BS4 ইঞ্জিনের বাইক কিনবেন নাকি BS6? দুইটার মধ্যে পার্থক্য ই বা কি? কোনটা বেশি ভালো? যদিও টপিক টা অনেক পুরানো তবুও অনেকেই বিষয়টা নিয়ে ক্লিয়ার না, তাই আজকে সহজ আলোচনার মাধ্যমে জানার চেস্টা করবো দুইটা ইঞ্জিনের মধ্যে আসলে পার্থক্য টা কি?

বাইক কিনতে গেলে সবাই ইদানীং একটা কমন কনফিউশান ফেস করেন সেটা হলো BS4 ইঞ্জিনের বাইক কিনবেন নাকি BS6? দুইটার মধ্যে পার্থক্য ই বা কি? কোনটা বেশি ভালো? যদিও টপিক টা অনেক পুরানো তবুও অনেকেই বিষয়টা নিয়ে ক্লিয়ার না, তাই আজকে সহজ আলোচনার মাধ্যমে জানার চেস্টা করবো দুইটা ইঞ্জিনের মধ্যে আসলে পার্থক্য টা কি?

জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপে

আগে জানতে হবে এই BS জিনিসটা কি?

ভিডিওঃ বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবো এবং কেন

BS দিয়ে বুঝানো হয় Bharat Stage, কিন্ত ভারত স্টেজ টা আবার কি জিনিস? বাইকের সাথে এর কি সম্পর্ক?

আমরা জানি যেসব গাড়ি বা বাইক আমরা চালাই তাতে ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন ব্যাবহার করা হয় আর এই ইঞ্জিন গুলো চললে এক্সহস্ট দিয়ে যে বাতাস বা গ্যাস বের হয় তা পরিবেশের ক্ষতি করে। কারন এই গ্যাসে থাকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মত ক্ষতিকর পদার্থ । বর্তমান সময়ে বাইক বা গাড়ির ব্যাবহার এতটাই বেড়ে গেছে যে তাতে পরিবেশ মারাত্মক হুমকির মুখে রয়েছে৷ সেই কারনে ভারত সরকার তাদের দেশে উৎপাদিত গাড়ি ও মোটরসাইকেল ইঞ্জিন থেকে কি পরিমান কার্বন নির্গত হতে পারবে তার একটা সীমারেখা নির্ধারন করে দিয়েছে। আর এই আইন টা পাশ হয় ২০০০ সালে। স্টেজ আকারে এই সীমারেখাটা বুঝানো হয়।

ভিডিওঃ সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই কার্বন ক্লিন করবেন যেভাবে

এরপর থেকে ২০১০ পর্যন্ত ভারতে BS3 কম্পলায়েন্ট ইঞ্জিন ব্যাবহার করা বাধ্যতামূলক ছিলো এবং ২০১৭ সালে বাধ্যতামূলক করা হয় BS4 কম্পলায়েন্ট ইঞ্জিন, যার ধারাবাহিকতায় ২০২০ সাল থেকে মোটর ভেহিক্যালে BS6 ইঞ্জিন ব্যাবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। যেহেতু ভারত থেকেই আমাদের দেশে সিংহভাগ মোটরবাইক ইম্পোর্ট করা হয় তাই আমরা এই BS4 এবং BS6 এর ব্যাপারটা দেখতে পাই।

এবার চলুন জেনে নেই BS4 এবং BS6 ইঞ্জিনের পার্থক্য কি?

সরাসরি বলতে গেলে দুটো ইঞ্জিনে তেমন সিগনিফিক্যান্ট কোনো পার্থক্যই নেই, মুল পার্থক্য হচ্ছে এক্সহস্ট সিস্টেমে অর্থাৎ BS6 ইঞ্জিন থেকে BS4 এর তুলনায় কিছুটা বেশি ফিল্টারেশন এবং আপগ্রেডেড ক্যাটালাইটিক কনভার্টার ব্যাবহার করা হয়েছে যেন কার্বন নিঃসরন মাত্রা আরো কিছুটা কম হয়।

ভিডিওঃ ওয়াশের পরেও চকচকে হচ্ছে না, কারণ কি ?

উদাহরণ স্বরুপ BS4 ইঞ্জিন ৮০ মিলিগ্রাম কার্বন নিঃসরন করে এবং BS6 নিঃসরণ করে ৬০ মিলিগ্রাম। তবে শর্ত হচ্ছে এই কার্বন নিঃসরন মাত্রা কম হতে হলে অবশ্যই ভালো মানের ফুয়েল ব্যাবহার করতে হবে যেন কম্বাশন প্রসেস আরো নিখুঁত হয়।

এবার আসুন জানার চেস্টা করি দুটো ইঞ্জিনের মধ্যে কোনটা ভালো?

যেহেতু ইঞ্জিন স্পেসিফিকেশন একই তাই পাওয়ার আউটপুটে লক্ষ্যনীয় পার্থক্য থাকার কথা নয়, কিন্ত যেহেতু BS6 ইঞ্জিনের এক্সহস্ট সিস্টেমে অতিরিক্ত ফিল্টারেশন থাকে তাই পাওয়ার ডেলিভারিতে সামান্য ল্যাগ ফিল হতে পারে যেটা বাস্তবে তেমন লক্ষ্যনীয় নয়। তবে BS6 ইঞ্জিনের পাওয়ার ডেলিভারি তুলনামূলক বেশি স্মুথ হয়।

ভিডিওঃ চায়না বাইক কাঁদায় নাকি হাসায় ?

তাহলে কি আমাদের সবার BS6 ইঞ্জিনের বাইক কেনা উচিত?

আমাদের দেশে কার্বন নিঃসরন মাত্রার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আইন নেই, তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় যদি আপনি সচেতন হন তাহলে আপনার bs6 ইঞ্জিনের বাইকই বেছে নেয়া উচিত। তবে এটাও মাথায় রাখতে হবে bs4 ইঞ্জিনের বাইকের দাম তুলনামূলক বেশ কিছুটা কম হয়, তাই বাজেট ইস্যু থাকলে bs4 ইঞ্জিনের বাইক ও আপনি কিনতে পারেন৷

ভিডিওঃ Why fzs fi v2 dd best selling bike in Bangladesh

যেহেতু এখনকার লেটেস্ট মডেলের বাইক এবং বাইকের ইঞ্জিন টেকনোলজিক্যালি অনেক এডভান্সড তাই পরামর্শ থাকবে অবশ্যই অফিসিয়াল বাইক কেনার, এতে ওয়েলট্রেইন্ড টেকনিক্যাল হ্যান্ডের সাপোর্ট, ওয়ারেন্টি এবং সার্ভিস সাপোর্ট পাবেন যা আপনার মোটরবাইকের দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করবে।

লেখাঃ ইকবাল আবদুল্লাহ রাজ

এডমিন কিউরিয়াস বাইকার

আপনার মতামত, জিজ্ঞাসা অথবা পরামর্শ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

আরো পড়তে পারেনঃ-