GSX-8S Kevin Schwantz এত স্পেশ্যাল কী কারণে

সেপ্টেম্বর 10, 2023

GSX-8S Kevin Schwantz এত স্পেশ্যাল কী কারণে
নতুন বাইক মাত্র 5 জন ভাগ্যবানকে বিক্রি করবে Suzuki, এত স্পেশ্যাল কী কারণে

আন্তর্জাতিক বাজারে তাদের অন্যতম এক্সক্লুসিভ মোটরসাইকেল GSX-8S Kevin Schwantz এডিশন উন্মোচন করল সুজুকি (Suzuki)। এই স্পেশাল স্ট্রিটফাইটার বাইকটির মাত্র ৫টি মডেল তৈরি করেছে সংস্থা। লেজেন্ডারি রাইডার কেভিন সোয়ান্তজ-এর প্রতি সম্মান জ্ঞাপনার্থে এই আল্ট্রা রেয়ার মডেলটির নতুন এডিশন এনেছে তারা। বাইকটিতে তাঁর প্রিয় পেইন্ট স্কিম রেড ও হোয়াইটের সাথে রেস নম্বর ‘৩৪’ ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি বাইকে সোয়ান্তজের স্বাক্ষর রয়েছে। যারা দুর্লভ জিনিস খোঁজ করেন, তাদের কাছে উপযুক্ত হয়ে উঠবে এটি।

জয়েন করুন ৫০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

১৯৯৩ চ্যাম্পিয়নশিপ বিজেতা Suzuki RGV500-এর আদলে তৈরি হয়েছে বাইকটি

Suzuki GSX-8S Kevin Schwantz Edition-এর মোটরসাইকেলটি সোয়ান্তজের ১৯৯৩ চ্যাম্পিয়নশিপ বিজেতা Suzuki RGV500-এর অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। সম্প্রতি ইতালিতে তিনি সেই বাইকটি রাইড করেছেন। লিমিটেড এডিশনের স্ট্রিট ফাইটার মোটরসাইকেলটি আইকনিক রেড ও হোয়াইট কালার স্কিম সমেত এর ফুয়েল ট্যাঙ্কে সোয়ান্তজের রেস নম্বর ৩৪-এর দেখা মিলবে।

আরো পড়তে পারেন

হুইলে সাদা রঙের এবং সিট কভার যোগ করার ফলে পিলিয়ন সিট বাদ পড়েছে। শোভা বাড়াতেই এই পদক্ষেপ সংস্থার। Suzuki GSX-8S Kevin Schwantz Edition-এ শক্তি জোগাবে অতি পাওয়ারফুল ৭৭৬ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৮২ এইচপি শক্তি এবং ৭৭.৬ এনএম টর্ক উৎপন্ন হবে।

রাইড-বাই-ওয়্যার থ্রটেল সিস্টেম, ট্রাকশন কন্ট্রোল, রাইডিং মোড, বাই ডিরেকশনাল কুইকশিফ্টার, ফুল এলইডি লাইটিং সেটআপ, এবং একটি ৫-ইঞ্চির ফুল কালার টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার উপস্থিত। প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে Yamaha MT-07, Kawasaki Z650, KTM 790 Duke ও Triumph Street Triple।

ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?

ভিডিও খারাপ ফুয়েল নিয়ে চিন্তা নেই আর

ভিডিও ওয়াশের পরেও চকচকে হচ্ছে না, কারণ কি ?

তথ্য সূত্র: techgup