Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

বাইক রিভিউ

Hero Hunk user review

ফেব্রুয়ারি 06, 2020
Hero Hunk user review

মোটর বাইক বা বাইকিং ভালোবাসি কারণ কেন যেন একদম ছোটবেলা থেকেই বাইকের প্রতি একটা ভালবাসা কাজ করে।

আমার জীবনের প্রথম বাইক কেনার অভিজ্ঞতার কথা বলতে গেলে বলতে হয় ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো নিজের এই স্বপ্নটি নিজের টাকায় পূরণ করার। আলহামদুলিল্লাহ সফলও হয়েছি। তবে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে এজন্য যথেষ্ট পরিমাণ ত্যাগও স্বিকার করতে হয়েছে৷

আগেই বলেছি আমি এখন হিরো, হাংক চালাচ্ছি। বাইকটি বেছে নেবার অন্যতম কারণ হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই হাংক ইউজ করছে। এখনোও তেমন কোনো নেগেটিভ রিভিউ পাইনি। আর ১৫০ সিসি বাইকগুলোর মধ্যে হাংক একটা বেটার প্রাইজ অফার করছে। এক কথায় বলতে গেলে বাজেটের মধ্যে একটা কম্বো প্যাকেজ।

বাইকটি আমি তেজগাঁও হিরো শোরুম থেকে কিনেছিলাম ১৫৭০০০ হাজার টাকা দিয়ে।

বাইকটি প্রথমবার চালানোর অনুভুতির কেমন ছিল তা ভাষায় প্রকাশ করার মত না। এতোদিনের স্বপ্ন বাস্তবায়িত হলে যা হয়…এ অনুভূতি বুঝানোর মতো নয়।

এই বাইকে আমি বর্তমানে ৩৫ এর মত মাইলেজ পাচ্ছি।

বাইকের যত্ন ও মেন্টেনেস এর কথা বলতে গেলে বলতে হয়, সবসময়ই পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যারা বাইক সম্পর্কে অভিজ্ঞ, সবসময় তাদের থেকে পরামর্শ নিয়ে চলি।

আমি Motul, 10w30 ব্যাবহার করি জার বাজার মূল্য ৪৮০ টাকা। এটা ব্যবহার করে এখনোও পর্যন্ত সন্তষ্ট আমি।

এখনোও কিছুই পরিবর্তন করা লাগেনি আলহামদুলিল্লাহ।

বাইকটি দিয়ে আমার সরবচ্ছ গতি ৬৭ (প্রথমত বাইক এখনোও ব্রেক ইন পিরিয়ডে রয়েছে৷ আর দ্বিতীয়ত স্পিডিং ব্যাপারটা আমি ব্যাক্তিগতভাবে পছন্দ করিনা৷)

বাইকের কিছু ভালো দিক বলতে হলে আমি বলবো লুক ভালো, লং ট্যুরের জন্য আরামদায়ক, রেগুলার ড্রাইভে ব্যাক পেইন তেমন হয়না,দামেও তুলনামূলক কিছুটা সাশ্রয়ী।

এর কিছু খারাপ দিকও আছে যেমন পিছনের চাকা চিকন। খুব ঘন ঘন চেইন লুজ হয়৷ পার্টসের দাম তুলনামূলক কিছুটা বেশী।

নতুন কেউ এই বাইকটি নিতে চাইলে আমি বলবো, ভালোই বলা চলে৷ কারণ আমিও এখনোও পর্যন্ত তেমন সমস্যা দেখছিনা৷ এবং কারো থেকে বিশেষ কোনো নেগেটিভ রিভিউও পাইনি৷ তবে পিছনের চাকাটা একটু মোটা দেয়া দরকার বলে মনে করি।

ধন্যবাদ।

রিভিউ টি শেয়ার করেছেন Muhammad Ahsan ভাই। আপনার বাইকের রিভিউ শেয়ার করতে ক্লিক করুন।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

Bajaj Pulsar F250 vs Yamaha FZ-25 vs CFMOTO NK250 বাংলাদেশের রাস্তায় কোন 250cc বাইক সবচেয়ে উপযোগী?

সেপ্টেম্বর 16, 2025

৫টি সেরা কমিউটার বাইক

সেপ্টেম্বর 03, 2024

Comparison review with Suzuki Gixxer FI Disc VS Yamaha FZS FI Double Disc vs TVS apache RTR 4V FI

জুলাই 06, 2024

জলে যাবে না এক টাকাও, বাজারের সেরা ভ্যালু ফর মানি বাইকগুলো চিনে নিন

এপ্রিল 24, 2024

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025