মোটর বাইক বা বাইকিং ভালোবাসি কারণ কেন যেন একদম ছোটবেলা থেকেই বাইকের প্রতি একটা ভালবাসা কাজ করে।
আমার জীবনের প্রথম বাইক কেনার অভিজ্ঞতার কথা বলতে গেলে বলতে হয় ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো নিজের এই স্বপ্নটি নিজের টাকায় পূরণ করার। আলহামদুলিল্লাহ সফলও হয়েছি। তবে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে এজন্য যথেষ্ট পরিমাণ ত্যাগও স্বিকার করতে হয়েছে৷
আগেই বলেছি আমি এখন হিরো, হাংক চালাচ্ছি। বাইকটি বেছে নেবার অন্যতম কারণ হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই হাংক ইউজ করছে। এখনোও তেমন কোনো নেগেটিভ রিভিউ পাইনি। আর ১৫০ সিসি বাইকগুলোর মধ্যে হাংক একটা বেটার প্রাইজ অফার করছে। এক কথায় বলতে গেলে বাজেটের মধ্যে একটা কম্বো প্যাকেজ।
বাইকটি আমি তেজগাঁও হিরো শোরুম থেকে কিনেছিলাম ১৫৭০০০ হাজার টাকা দিয়ে।
বাইকটি প্রথমবার চালানোর অনুভুতির কেমন ছিল তা ভাষায় প্রকাশ করার মত না। এতোদিনের স্বপ্ন বাস্তবায়িত হলে যা হয়…এ অনুভূতি বুঝানোর মতো নয়।
এই বাইকে আমি বর্তমানে ৩৫ এর মত মাইলেজ পাচ্ছি।
বাইকের যত্ন ও মেন্টেনেস এর কথা বলতে গেলে বলতে হয়, সবসময়ই পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যারা বাইক সম্পর্কে অভিজ্ঞ, সবসময় তাদের থেকে পরামর্শ নিয়ে চলি।
আমি Motul, 10w30 ব্যাবহার করি জার বাজার মূল্য ৪৮০ টাকা। এটা ব্যবহার করে এখনোও পর্যন্ত সন্তষ্ট আমি।
এখনোও কিছুই পরিবর্তন করা লাগেনি আলহামদুলিল্লাহ।
বাইকটি দিয়ে আমার সরবচ্ছ গতি ৬৭ (প্রথমত বাইক এখনোও ব্রেক ইন পিরিয়ডে রয়েছে৷ আর দ্বিতীয়ত স্পিডিং ব্যাপারটা আমি ব্যাক্তিগতভাবে পছন্দ করিনা৷)
বাইকের কিছু ভালো দিক বলতে হলে আমি বলবো লুক ভালো, লং ট্যুরের জন্য আরামদায়ক, রেগুলার ড্রাইভে ব্যাক পেইন তেমন হয়না,দামেও তুলনামূলক কিছুটা সাশ্রয়ী।
এর কিছু খারাপ দিকও আছে যেমন পিছনের চাকা চিকন। খুব ঘন ঘন চেইন লুজ হয়৷ পার্টসের দাম তুলনামূলক কিছুটা বেশী।
নতুন কেউ এই বাইকটি নিতে চাইলে আমি বলবো, ভালোই বলা চলে৷ কারণ আমিও এখনোও পর্যন্ত তেমন সমস্যা দেখছিনা৷ এবং কারো থেকে বিশেষ কোনো নেগেটিভ রিভিউও পাইনি৷ তবে পিছনের চাকাটা একটু মোটা দেয়া দরকার বলে মনে করি।
ধন্যবাদ।
রিভিউ টি শেয়ার করেছেন Muhammad Ahsan ভাই। আপনার বাইকের রিভিউ শেয়ার করতে ক্লিক করুন।
