বাংলাদেশের জনপ্রিয় তিনটা বাইকের তুলনামূলক পর্যালোচনা ভিডীওতে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আপনি দেখছেন কিউরিয়াস বাইকার আর আমরা এই ভিডিওর মধ্যে বাইকগুকলোর কমফোর্ট, ব্র্যান্ড ভ্যালু, রিসেল ভ্যালু, দাম এবং সামগ্রিক পারফরম্যান্সের তুলনামূলক বিশ্লেষণ করবো।
জয়েন করুন 72 হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
**০১ -**suzuki ইয়ামাহা দুটোই জাপানি ব্র্যান্ড হলেও বাংলাদেশ Yamaha নিয়েই বেশি আলোচনা দেখা যায়। এর একটা কারণ হতে পারে ইয়ামাহা কাস্টমারদের সাথে অনেক বেশি সংযুক্ত থাকে। ল)সরাসরি তারা ডিলার পয়েন্ট এর মাধ্যমে কাস্টমার সেবা দিয়ে আসলেও সামাজিক মাধ্যম থেকেও খুব ছোট ছোট সমস্যা তারা পিক করে এবং সেটা সমাধান করার চেষ্টা করে। এদিক থেকে tvs ইন্ডিয়ান ব্র্যান্ড হিসেবে ইন্ডিয়াতে বেশ তাদের সুনাম থাকলেও বাংলাদেশ এই ব্যাপারে তাদের সুনামের কিছুটা ঘাটতি রয়েছে। আমাদের কাছে মনে হয়েছে কাস্টমারদের সাথে সম্পর্ক উন্নয়নে tvs আরেকটু বেশি কাজ করতে পারে।
**০২ -**এবার আসেন একটু বেচা বিক্রির আলোচনা করা যাক। ব্র্যানভ্যালু, আউট লুকিং , ফিচারস, পারফ.রম্যান্স, দাম ইত্যাদি বিচার বিশ্লেষণ করলে রিসেল ভ্যালুর দিক থেকে ইয়ামাহা সবার আগে এগিয়ে আছে। এর পরের অবস্থানে আছে সুজুকি। আর সবশেষে টিভিএস রেসে টিকে থাকলেও অনেক পিছিয়ে আছে।
আরো পড়তে পারেন
০৩- কুইক রেসপন্স বা দ্রুত গতির কথা যদি চিন্তা করেন তাহলে শুরুতেই এগিয়ে থাকবে tvs rtr 4v। গতি দ্রুত উঠলেও এটা থামানোর ব্যাপারে কিন্তু আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এর পরের অবস্থানে রয়েছে সুজুকি। আবার ইয়ামাহা এফ জেড এস এর স্মুথ পিকাপ ফিচারস আপনাকে গতি তুলতে সাহায্য করবেন নিয়ন্ত্রিত মাত্রায়। যেহেতু গতি নিয়ন্ত্রণে সুতরাং থামানোর ক্ষেত্রে বাড়তি চাপ নিতে হবে না আপনাকে।
০৪ - আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, কারণ এই পর্যায়ে আমরা এই বাইকগুলোর প্রাইসিং নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত a বাইকগুলো যখনি সামাজিক মাধ্যমে তাদের নিজে নিজে সোশ্যাল মিডিয়া আপলোড করা হয় তখন সবচেয়ে বেশি কমেন্ট যেটা থাকে সেটা হচ্ছে, ভাই এগুলোর দাম কত?
০৫ - মোটরসাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুলোর মধ্যে একটা হচ্ছে ব্রেক। সাথে থাকা তিনটা মোটরসাইকেলেই কিন্তু এবিএস এর ব্রেক রয়েছে। কর্নারিং এ ব্রেকিং এর ব্যবহার সেই সাথে ইমার্জেন্সি ব্রেক এবং স্বাভাবিক সময়ে বাইকের ব্রেক।এ তিনটা অপশন যদি আপনি পোল আকারে সাধারন বাইকারদের মাঝখানে ছেড়ে দেন তাহলে দেখবেন অধিকাংশ ভোট কিন্তু FZS এর দিকে পড়ে যাচ্ছে
আরো পড়তে পারেন
বাইকগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা স্ট্রেন্ঠ পয়েন্ট আছে। সুজুকির দৃষ্টিনন্দন গ্রাফিক্স আপনাকে আকৃষ্ট করবে আবার apache rtr 4v কুইক থ্রটল আপনাকে একটা রেসিং ভাইভ দিবে। অন্যদিকে রাইডিং কমফোর্ট, ব্র্যান্ড ভ্যালু , রিসেল ভ্যালু এবং সামগ্রিক পারফরম্যান্স যদি আপনার কাছে মুখ্য থাকে তাহলে ইয়ামাহা ভার্সন টু আপনার কাছে সেরা মনে হবে।
দৃষ্টিনন্দন গ্রাফিক্স, কুইক থ্রটল, রাইডিং কমফোর্ট, ব্র্যান্ড ভ্যালু , রিসেল ভ্যালু এবং সামগ্রিক পারফরম্যান্স এগুলার টেক্স ইফেক্ট যাবে