ভারতের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো মোটোকর্পের হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল এর উৎপাদক। এ দেশে হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করে নিলয় মোটরস, যেটি নিটল-নিলয় গ্রুপের একটি প্রতিষ্ঠান।
বিদেশি ব্র্যান্ডগুলোর মধ্যে হিরোই বাংলাদেশে সবার আগে উৎপাদন শুরু করে। নিটল-নিলয় গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে কারখানা করেছে হিরো মোটোকর্প। কারখানাটি যশোরে, যেটি বছরে দেড় লাখ মোটরসাইকেল উৎপাদন করতে সক্ষম। কোম্পানির নাম এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড।
<a href="https://curiousbiker.com/category/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%b8/page/3/">বাইকিং টিপস</a>
<a href="https://curiousbiker.com/suzuki-gsx-r-150-fi-abs-indonesian-2020-color-price-difference-1st-impression-review-bangla/">Suzuki GSX-R 150 Fi ABS Indonesian 2020 color price difference: 1st impression Review bangla</a>
ভারতে হিরো আগে সাইকেল উৎপাদন করত। ১৯৮৪ সালে জাপানের হোন্ডা মোটর করপোরেশন হিরোর সঙ্গে যৌথ উদ্যোগে মোটরসাইকেল উৎপাদনের কারখানা করে। তাদের ব্র্যান্ড নাম ছিল হিরো-হোন্ডা। ২০১০ সালে হোন্ডা অংশীদারত্ব বিক্রি করে দেয়, যা কিনে নেয় হিরো। এরপর তারা নিজেরাই হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত শুরু করে। হিরোর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের মোটরসাইকেল বাজারে তাদের হিস্যা সবচেয়ে বেশি।
<a href="https://curiousbiker.com/motorcycle-wheels-why-pull-to-one-side/">বাইকের চাকা একদিকে টানে কেন? </a>
<a href="https://curiousbiker.com/disk-brake-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/">Disk Brake তাড়াতাড়ি ক্ষয়ে যায় কেন</a>
এ কোম্পানিতে মোট বিনিয়োগ ৩২৫ কোটি টাকা। আর কারখানায় হিরোর অংশীদারত্ব ৫৫ শতাংশ, বাকিটা নিলয়ের।
আসেন বাইকের ফিচার গুলোর সাথে পরিচিত হই
মোট ৪ টি ভাগে তারা তাদের ফিচার গুলো প্রকাশ করতে চাইছে
১ম অ্যাগ্রেসিভ নেস
বাইকটি স্পোর্টস সেগমেন্ট এ রাখতে চাইছে হিরো আর তাই এর ওভার অল লুকিংএ তারা অ্যাগ্রেসিভ ভাব দেবার চেস্থা করেছে। হিরো বলছে ফরওয়ার্ড-বায়াসড স্টান্স ইঞ্জিনিয়ার করা হয়েছে শুধু পারফর্মেন্সের জন্য।

হেড ল্যাম্প টেইল ল্যাম্প, ইনডিকেটর লাইট সহ সব গুলা লাইটেই তারা LED প্রযুক্তি এনেছে।
<a href="https://curiousbiker.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%9c%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/">খুব সজেই ডিজিটাল নাম্বার প্লেট</a>
<a href="https://curiousbiker.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95/">কিভাবে বাইকের মাইলেজ চেক করবেন?</a>
বাইকের পিলিয়ন গ্র্যাব এর ডিজাইন বেশ দৃষ্টিনন্দন।
২য় স্ট্রিটফাইটার
বাইকটিতে স্ট্রিট-টিউনড 160cc ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে যেটার দক্ষতা 15 bhp। বাইকটির ওজন মাত্র 138.5 kg । হিরো দাবি করছে এই বাইক ০-৬০ স্পিড তুলতে সময় নিবে মাত্র ৪.৭ সেকেন্ড।

৩য় টেক লোডেড
বাইকের ফুয়েল প্রোগ্রামড FI দ্বারা পাওয়ার্ড এক্সসেন্স ইঞ্জিন টেকনোলজি। যেখানে সমন্বয় মেনে কাজ করে 14 টি সেন্সর।

আছে ইনভার্টেড LCD মিটার কনসোল যেখানে ওয়েলকাম মেসেজ-সহ স্মার্টওয়াচ সংজোজন করেছে। সাথে আছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ।
৪র্থ অ্যাজাইল
বাইকটিতে আছে সিঙ্গল চ্যানেল ABS সাথে রয়েছে ফ্রন্ট পেটাল ডিস্ক (276mm) এবং রিয়ার পেটাল ডিস্ক (220 mm)।

পেছনের চাকায় ব্যাবহার করা হয়েছে 130mm চওড়া রেডিয়াল রিয়ার টায়ার।
Telescopic 37mm ফ্রন্ট সাসপেনশন ও 7-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার মোনো-শক।
আমাদের কথা
বাইকটি চালিয়ে দেখার সৌভাগ্য আমাদের হয়নি তবে বাইকে বসে ইঞ্জিন স্টার্ট দিয়ে থট্রল মুচড়িয়ে, ইঞ্জিন সাউন্ড এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর একটা স্বাদ নেবার সুযোগ হয়েছিল।
তবে এই বাইকের মার্কেট স্টাডি দেখে আমাদের মনে হয়েছে হিরো একই সাথে স্পোর্টস সেগমেন্ট ও 150 সিসি বা এর উপরে যে বাইক গুলো আমরা কমিউটার হিসেবে ব্যবহার করি যেমন tvs4v, এফজে্ হোন্ডার, এক্স ব্লেড, ইত্যাদি টাচ করতে চাইছে।
<a href="https://curiousbiker.com/%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%95/">কেমন মেয়ে রাইডার কে ডেট করবেন?</a>
<a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/">বাইকের মাইলেজ সমস্যা?</a>
প্রথমে বাইকটাকে যদি আমি 150cc বা এর বেশি যে বাইক গুলো কমিউটার হিসেবে ব্যবহার করি সেই সেগমেন্টের ধরলে এর স্পেসিফিকেশন যেমন এবিএস ব্রেকিং, ছোট বাইক হিসেবে জ্যামের মধ্যে খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারা ইত্যাদির দিকে এগিয়ে রাখবে কিন্তু পিলিয়ন নিয়ে চলতে চাইলে আপনাকে আরো বেশি ভাবতে হবে।

আবার যদি স্পোর্টস সেগমেন্টের কাতারে ফেলতে চান সেক্ষেত্রে এ বাইকটার অন্যতম মূল আকর্ষণ 4.7 সেকেন্ডে আপনাকে জিরো থেকে 60 স্পিড তুলে দেবে সেটা আপনাকে আকৃষ্ট করবে।
কিন্তু স্পোর্টস সেগমেন্ট হিসেবে এর বডি ওয়েট এবং বডি সেইপ বা ডিজাইন, আপনাকে বেশ ভাবাবে।
<a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf/">ব্যাকফায়ার কি ?</a>
<a href="https://curiousbiker.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%9e%e0%a7%8d/">বাইক ইঞ্জিন ওয়েল ও কার ইঞ্জিন ওয়েল</a>
পরিশেষে বলতে চাই দাম এবং ফিচার চিন্তা করলে আপনি বাইকটির প্রতি দুর্বলতা অনুভব করবেন তবে এখন দেখার বিষয় হিরোর নতুন ইঞ্জিন ও এই সেগমেন্টের কাস্টমারদের কেমন বিক্রয়োত্তর সেবা দেয়।
আপনার মতামত জানাতে ভুল করবেন না। কমেন্ট সেকশনে জানিয়ে দিন নতুন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
