Hero Xtreme 125R Price - Mileage, Images, Colors

জুন 02, 2024

Hero Xtreme 125R Price - Mileage, Images, Colors
লঞ্চ হবার ঘোষণা আসার সাথে সাথেই বাজারে শোরগোল ফেলে দিয়েছে Hero Xtreme 125R। ডিজাইনের থেকে এটি হায়ার সিসি বাইকের তুলনায় কোন অংশে কম নয়। ইতিমধ্যেই মোটরসাইকেলটি কেনার জন্য অসংখ্য মানুষ উৎসাহ দেখাতে শুরু করেছেন।

দাম কত হতে পারে , আর কি কি ফিচার্স থাকতে পারে তা নিয়েই আমাদের আজকের লেখা

জয়েন করুন 72 হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার

ইন্ডিয়াতে এই বাইকের দাম ৯০ হাজারের কাছাকাছি আর প্রতিমাসে উৎপাদন হচ্ছে ১০,০০০ ইউনিটের কাছাকাছি। Hero Xtreme 125R বাজারে আসার অল্প ক’দিনের মধ্যেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। একে তো এক লাখের মধ্যে দাম (এক্স-শোরুম), তার উপর হাই-টেক ফিচার্স এবং হায়ার সিসির বাইকের মতো জবরদস্ত ডিজাইন।

নতুন Hero Xtreme 125R সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ১২৫ সিসি ইঞ্জিনে দৌড়য়। যা থেকে সর্বোচ্চ ১১.৫ বিএইচপি এবং ১১ এনএম টর্ক উৎপন্ন হবে। ফাইভ স্পিড গিয়ারবক্সের মাধ্যমে পেছনের চাকায় শক্তি সঞ্চারিত হয়। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, সামনে ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে ডুয়েল রিয়ার মোনোশক সাসপেনশন।

আরো পড়তে পারেন

Hero Xtreme 125R সামনে ২৭৬ মিমি ডিস্ক এবং পেছনে ড্রাম ও ডিস্ক ব্রেক সমেত বেছে নেওয়া যায়। উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ফুল এলইডি লাইটিং গিয়ার পজিশন সহ এলসিডি স্ক্রিন এবং ব্লুটুথ কানেক্টিভিটি। ফলে ডিসপ্লেতে কল ও এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে। এছাড়া রয়েছে একটি হ্যাজার্ড লাইট সুইচ।

আমরা যতটুকু ধারণা করছি হিরো তাদের এই বাইকটা এক লক্ষ ৬০ হাজার থেকে দুই লাখ টাকার ভেতরেই দাম রাখার চেষ্টা করবে।