Honda-র অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল Honda CB Shine SP এর পরিবর্তে বাজারে এসেছে Honda SP 125। এই মোটরসাইকেলে সম্পূর্ণ নতুন ডিজাইনের সাথেই যোগ হয়েছে প্রিমিয়াম লুক আর নতুন স্টাইলিং। পকেটে খুব বেশি জোর না দিয়েই দৈনন্দিন সফরের জন্য বাজারে এসেছে এই মোটরসাইকেল।
ডিজাইন ও ফিচার
Honda SP 125 মোটরসাইকেলে সম্পূর্ণ নতুন ডিজাইন ব্যবহার হয়েছে। থাকছে নতুন গ্রাফিক্স, দুর্দান্ত ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন। সম্পূর্ণ নতুন রঙে এই মোটরসাইকেল লঞ্চ করেছে জাপানের কোম্পানিটি। থাকছে সম্পূর্ণ নতুন এলইডি হেডলাইট আর এলইডি টেললাইট। নতুন মোটরসাইকেলের 18 ইঞ্চি অ্যালয় হুইলের উপরে থাকছে MRF টায়ার।
Honda SP 125 মোটরসাইকেলে থাকছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এই ডিসপ্লেতে মোটরসাইকেলের গতিবেগ, ট্যাঙ্কে পেট্রলের পরিমাণ ছাড়াও আরও অনেক তথ্য দেখা যাবে। মোটরসাইকেল চালানোর সময় গড়ে কত তেল পুড়ছে সেই তথ্য দেখা যাবে। হ্যান্ডেলবার বাঁ দিকে থাকছে পাস লাইট। ডান দিকে থাকছে ইঞ্জিন কিল সুইচ। পারফর্মেন্স
Honda SP 125 মোটরসাইকেলে নতুন 124cc সিঙ্গেল সিলিন্ডার পেট্রল ইঞ্জিন ব্যবহার হয়েছে। এই ইঞ্জিনে 7,500 আরপিএমে 10.72 bhp শক্তি আর 6,000 আরপিএমে 10.9 Nm টর্ক পাওয়া যাবে। রিভিউ করার সময় সর্বোচ্চ 102 কিমি প্রতি ঘণ্টা গতিতে চলেছে Honda SP 125।
Honda SP 125 মোটরসাইকেলে CB Shine SP এর থেকে 16 শতাংশ কম পেট্রল পুড়বে। কোম্পানি জানিয়েছে এক লিটার পেট্রলে 55 কিমি পথ চলবে এই মোটরসাইকেল। যদিও সব থেকে খারাপ পরিস্থিতিতে এক লিটার পেট্রলে 48 কিমি পথ চলেছে এই মোটরসাইকেল।
হ্যান্ডলিং ও ব্রেক
Honda SP 125 মোটরসাইকেলে CB Shine SP মোটরসাইকেলের সাসপেনশন ব্যবহার হয়েছে। সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক, পিছনে থাকছে টুইন শক অ্যাবজর্বার। পাঁচটি ধাপে এই শক অ্যাবজর্বার নিয়ন্ত্রণ করা যাবে।
Honda SP 125 মোটরসাইকেলের ইন্ডিয়াতে দাম শুরু হচ্ছে 72,900 টাকা থেকে। ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই দামে পাওয়া যাবে নতুন মোটরসাইকেল। ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে Honda SP 125 এর এক্স শো-রুম দাম 77,100 টাকা। Honda CB Shine SP এর থেকে প্রায় 7,000 টাকা বেশি দামে লঞ্চ হয়েছে Honda SP 125।
তথ্য সুত্রঃ NDTV
