Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

ফিচারডসাধারন জ্ঞানটিপস

হেলমেটের যত অজানা বিষয়

এপ্রিল 17, 2023
হেলমেটের যত অজানা বিষয়

অনেক রকম হেলমেটই হয়তো আপনি দেখেছেন, হয়তো ব্যাবহার ও করেছেন কিন্ত বাইক কিনতে গেলে যেমন বাইকের সিসি কত, বিএইচপি কত, টর্ক-ফিগার কেমন, ম্যাস ওয়েট কত, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন, ব্রেকিং এবং ব্যালেন্স অনপয়েন্ট কিনা, স্পেশাল কি কি ফিচার আছে, ওয়ারেন্টি, স্পেয়ার এভেইলেবল কিনা এসব জেনেশুনে সেইম সেগমেন্টের অন্য বাইকের ফিচারের সাথে কম্পেয়ার করেন ঠিক তেমন করে কিন্ত হেলমেট কেনার ক্ষেত্রেও করা উচিত।

ইঞ্জিনিয়ার হন অথবা বাইক রাইডার, হেলমেট আপনাকে পড়তেই হবে এটা সবাই জানে।

হেলমেট না পড়লে পুলিশ মামলা দেয় এটাও সবাই জানে।

তো জানা ঘটনা নিয়ে আলোচনা করার কিছু নাই।

জয়েন করুন ফেইসবুক গ্রুপে

আজকে আলোচনা করবো হেলমেটের এমন কিছু ব্যাপার নিয়ে যেটা অনেকেই জানেনা তবে বিষয় গুলো জানা খুবই জরুরি।

আরো পড়তে পারেনঃ

  • BS4 আর BS6 নিয়ে যত গ্যাঞ্জাম
  • 5 মোটরসাইকেল টাইমিং চেইন সমস্যা এবং সমাধান

অনেক রকম হেলমেটই হয়তো আপনি দেখেছেন, হয়তো ব্যাবহার ও করেছেন কিন্ত বাইক কিনতে গেলে যেমন বাইকের সিসি কত, বিএইচপি কত, টর্ক-ফিগার কেমন, ম্যাস ওয়েট কত, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন, ব্রেকিং এবং ব্যালেন্স অনপয়েন্ট কিনা, স্পেশাল কি কি ফিচার আছে, ওয়ারেন্টি, স্পেয়ার এভেইলেবল কিনা এসব জেনেশুনে সেইম সেগমেন্টের অন্য বাইকের ফিচারের সাথে কম্পেয়ার করেন ঠিক তেমন করে কিন্ত হেলমেট কেনার ক্ষেত্রেও করা উচিত।

ভিডিওঃ বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবো এবং কেন

তবে কোনো এক অজানা কারনে হেলমেট কেনার ক্ষেত্রে এইভাবে চিন্তা করা স্মার্ট মানুষ খুজে পাওয়া মুশকিল।

আমার ধারনা, হেলমেট সম্পর্কে সচেতনতার অভাব এবং সেফটি নিয়ে প্রপার জ্ঞান না থাকা এই উদাসীনতার কারন।

যারা বাইকার, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভালো মানের ফুলফেস সার্টিফাইড হেলমেটের কোনো বিকল্প নেই।

ভিডিওঃ সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই কার্বন ক্লিন করবেন যেভাবে

কিন্ত তার আগে জানতে হবে একটা হেলমেটের কয়টা পার্ট থাকে এবং সেগুলোর নাম এবং কাজ কি? কারন হেলমেটের সবগুলো পার্ট একসাথে মিলেই সেফটি এনশিওর করে। তাই স্পেসিফিক একটা দুইটা পার্ট অথবা শুধু কালার গ্রাফিক্স দেখেই হেলমেট কিনে ফেলা উচিত না।

একটা ফুলফেস হেলমেটে মোটামুটি ৭ টা মেজর পার্ট থাকে৷ হেলমেট হাতে নিলে প্রথমেই যে জিনিসটা দেখবেন সেটা হলো,

১। আউটার শেলঃ

হেলমেটের বাইরের দিকে যে শক্ত খোলস টা থাকে এর নামই আউটার শেল এবং এই আউটার শেলের মান খুব ভালো হওয়া জরুরি।

মোটামুটি ৪ ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে এই হার্ড শেল টি তৈরি হয়।

যেমন, প্লাস্টিক, কার্বন ফাইবার, পলি কার্বনেট এবং ট্রাই কম্পোজিট।

ভিডিওঃ ওয়াশের পরেও চকচকে হচ্ছে না, কারণ কি ?

২। ইপিএস লাইনারঃ

হার্ড শেল এবং কম্ফোর্ট লাইনারের মাঝখানে স্যান্ডুইচ করা যে পার্ট টা থাকে তার নাম ইপিএস লাইনার। ইপিএস লাইনার যত ভালো হবে শক বা আঘাতের ইম্প্যাক্ট তত বেশি ভালোভাবে এবজর্ভ করতে পারবে৷

৩। কমফোর্ট লাইনার বা প্যাডিংঃ

ইপিএস লাইনারের নিচে থাকে ফোম এবং কাপড়ের তৈরি কম্ফোর্ট লাইনার এবং ডানে বামে থেকে চিকপ্যাড।

এই লাইনার ফিটিং এবং চিকপ্যাড যত ভালো হবে হেলমেট ততবেশী কম্ফোর্টেবল হবে। ভালো মানের হেলমেটের প্যাডিং অবশ্যই রিমুভেবল, ওয়াশেবল এবং এন্টি ব্যাকটেরিয়াল হয়ে থাকে।

৪। এয়ার ভেন্টসঃ হেলমেটে এয়ার সার্কুলেশনের জন্য ভেন্টস এবং এক্সহস্ট থাকে। এই ভেন্টসগুলোর কোয়ান্টিটি বেশি এবং সাইজে বড় হলে এয়ারফ্লো ভালো হবে।

৫। ভাইজর গ্লাসঃ সামনের উইন্ডশীল্ড হিসেবে কাজ করে ভাইজর গ্লাস৷ ভালো কোয়ালিটির হেলমেটের ভাইজর কোয়ালিটি ভালো হতেই হবে এবং অপ্টিক্যালি কারেক্ট হবে৷ স্ক্র‍্যাচ রেজিস্ট্যান্ট হওয়াও ভালো ভাইজরের বৈশিস্ট্য।

৬। চিনবারঃ থুতনির সামনের অংশের প্রোটেকশন দেয় চিনবার। এটাও ফুলফেস হেলমেটের ইম্পর্ট্যান্ট পার্ট। ভালো হেলমেটের চিনবারের সাথে চিন কার্টেন এটাচ করা থাকে যা ধুলোবালি আটকায়।

৭। রিটেনশন সিস্টেমঃ রিটেনশন সিস্টেমে নাইলন স্ট্র‍্যাপ এবং এক জোড়া D-Ring থাকে। তবে কুইক রিলিজ Buckle এর ব্যাবহার ও কম নয়। কিন্ত D-ring সিস্টেম বেশি নিরাপত্তা নিশ্চিত করে।

বেটার এরোডায়নামিক এনশিওর করার জন্য লেটেস্ট হেলমেটগুলোতে Spoiler এডেড থাকতে দেখা যায়। যা হেলমেট ইউজিং এক্সপেরিন্সকে আরো বেটার করে।

ভিডিওঃ Why fzs fi v2 dd best selling bike in Bangladesh

চলবে….

লেখাঃ ইকবাল আবদুল্লাহ রাজ

এডমিন # কিউরিয়াস বাইকার ডট কম।

আরো পড়তে পারেনঃ

  • ইলেকট্রিক স্কুটার কেনার আগে মাথায় রাখুন 5 তথ্য
  • মোটরসাইকেলে ABS এবং নিয়মিত ব্রেকিংয়ের মধ্যে সুবিধা এবং সমস্যা
শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025

TVS Apache RTX 300: নতুন ৩০০সিসি অ্যাডভেঞ্চার বাইক — ফিচার, ইঞ্জিন ও বাংলাদেশে সম্ভাব্য দাম

অক্টোবর 19, 2025

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025