Hero Honda CD100
বাংলাদেশে অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল অবশ্যই Hero Honda CD100। ১৯৮৩ সালে জাপানের Honda মোটর কর্পোরেশানের সাথে হাত মিলিয়ে প্রথম CD100 বাইক লঞ্চ করেছিল Hero। যা Hero Honda নামে খ্যাত হয়। ৮০ ও ৯০ এর দশকের ঢাকার রাস্তা কাঁপিয়ে বেড়িয়েছে Hero Honda CD100। এটি ছিল ভারতের প্রথম ফোর স্ট্রোক ইঞ্জিনের মোটরসাইকেল। পরে এই বাইকের উপরে ভর করে বিশ্বের অন্যতম প্রধান বাইক প্রস্তুতকারী সংস্থার তকমা পেয়েছিল Hero Honda।

Hero Honda CD100 Yamaha RX 100
এই বাইক দেখলে এখনো অনেক বাংলাদেশির হৃদস্পন্দন বেড়ে যায়। Yamaha RX 100 এর ৯৮ সিসি টু স্ট্রোক ইঞ্জিনে ১১ bhp শক্তি ও ১০.৩৯ Nm টোর্ক পাওয়া যেত। এর সাথেই ছিল চার স্পিড গিয়ারবক্স। নিজের অসামান্য শক্তির জন্যই জনপ্রিয় হয়েছিল এই বাইক। ১০০ কিমি প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিতে ছুটতে পারত RX ১০০। ১৯৮৫ সালে জাপান থেকে ৫০০০ বাইক এনে প্রথম এই দেশে RX 100 বিক্রি শুরু করেছিল Yamaha।

