বহুকাল পরে ভারতের বাজারে ১২৫ সিসি-র মোটরসাইকেল আনতে চলেছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। সংস্থাটির জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন ভেনু (Sudarshan Venu) সম্প্রতি বলেছিলেন, “১২৫ সিসি-র দু’টি কুল প্রোডাক্ট আনছি আমরা। যাদের মধ্যে একটি মোটরসাইকেল এই মাস শেষ হওয়ার আগেই আমরা লঞ্চ করবো।”
- The effect of water on hot disc brakes
- What are the differences, advantages, disadvantages between Disc and Drum Brake?
সংস্থার পক্ষ থেকে এবার অফিসিয়াল টিজার শেয়ার করে জানানো হয়েছে, ১৬ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটছে ১২৫ সিসি-র সেই মোটরসাইকেলের। তবে বাইকের নাম বা স্পেসিফিকেশন কেমন হবে – এখন সে সব বলতে নারাজ টিভিএস। বাইকটি কেমন ফিচারের সাথে আসবে, তার আভাস অবশ্য টিজার ভিডিও থেকে পাওয়া গিয়েছে।
এটা কি নতুন TVS Fiero 125 নাকি Raider বা Retron?
অতীতে Fiero, Raider, এবং Retron-এর মতো নামগুলি ট্রেডমার্ক করেছিল টিভিএস। এর ফলে ১২৫ সিসি-র নতুন মোটরসাইকেলের জন্য উক্ত নামগুলির মধ্যে একটি বেছে নেওয়া হতে পারে। Fiero, Raider, বা Retron: মডেলটি যে নামেই আসুক না কেন, এটি টিভিএসের এন্ট্রি-লেভেল ১১০ সিসি ও স্পোর্টি অ্যাপাচি (Apache) রেঞ্জের মোটরসাইকেলের মধ্যে তৈরি হওয়া শূণ্যতাকে পূরণ করবে।
TVS Fiero/ Raider/ Retron 125 ফিচার
টিজার ভিডিওর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে, অ্যাপাচি রেঞ্জের মোটরসাইকেলের মতো স্টাইল পাবে ১২৫ সিসি-র নতুন মডেলটি। এলইডি হেডলাইট, এলইডি টেললাইট, এলইডি ডিআরএল, এলইডি টার্ন ইন্ডিকেটর, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিস্ক ব্রেক, এবিএস, স্প্লিট সিট, ব্ল্যাক অ্যালয় হুইলস, টিউবলেস টায়ার, প্রভৃতি থাকবে এত। টিভিএসের অন্যান্য কমিউটার বাইকের মতো এটি ইকো থ্রাস্ট ফুয়েল ইনজেকশন প্রযুক্তির সঙ্গে আসবে।
TVS Fiero/ Raider/ Retron 125-এর প্রতিদ্বন্দ্বী
Bajaj 125, Hero Glamour , Saluto 125, এবং Honda -এর মতো মোটরসাইকেলের সঙ্গে টিভিএসের নতুন 125cc বাইকের প্রতিযোগিতা চলবে।
তবে কবে নাগাদ বাংলাদেশে আসবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।