Curious Biker
মুলপাতাবাইকিং টিপসটেকনিক্যাল বিষয়বাইকের দামবাইক ব্র্যান্ডবাইকিং ভিডিওমোটরবাইক যন্ত্রাংশভ্রমণ গাইড
  • মুলপাতা
  • বাইকিং টিপস
  • টেকনিক্যাল বিষয়
  • বাইকের দাম
  • বাইক ব্র্যান্ড
  • বাইকিং ভিডিও
  • মোটরবাইক যন্ত্রাংশ
  • ভ্রমণ গাইড
  • ব্যবহারের শর্তাবলী
  • প্রাইভেসি নীতি

© 2025 কিউরিয়াসবাইকার. সর্বস্বত্ব সংরক্ষিত।

ওয়েবসাইটটি তৈরি এবং রক্ষণাবেক্ষণ করেছে গ্রাফল্যান্ড আইটি।

Version 0.2.3

Curiousbiker Facebook Group এ যোগ দিন

বাইক প্রেমীদের সাথে আলোচনা করুন এবং নতুন তথ্য জানুন

বাইকিং নিউজ

YRC Presents Barisal Riding Fiesta 2021

মার্চ 16, 2021
YRC Presents Barisal Riding Fiesta 2021

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য এসিআই কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে।

এরই অংশ হিসেবে ২০১৬ সালে ইয়ামাহা এসিআই মোটরস এর হাত ধরে বাংলাদেশের বাজারে নতুনভাবে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর বাংলাদেশে চাহিদার শীর্ষ মোটরসাইকেল হিসেবে ক্রেতাদের কাছে প্রধান আকর্ষণ ইয়ামাহা ব্রান্ড।

এর অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বাইকারদের সাথে সম্পৃক্ত থাকা।

এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশে Yamaha Riders Club (YRC) আয়োজিত “Barishal Riding Fiesta 2021” অনুষ্ঠিত হয়ে গেল।

সারা বাংলাদেশ থেকে কয়েক শত বাইকার ও বাইক প্রেমী মানুষের এক মিলনমেলা অনুষ্ঠিত হয় বরিশালের বেলস পার্ক বঙ্গবন্ধু জাতীয় উদ্যানে।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল অনেক অনেক ইভেন্ট আর উৎসাহ-উদ্দীপনা।

উদ্বোধন করেন বরিশাল সিটির মেয়র সাদিক আব্দুল্লাহ।

অনুষ্ঠানস্থলে ঢোকার সময় এম টি বাইক চালিয়ে মেয়র এর প্রবেশ বাইকারদের মাঝে অন্যরকম একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

বাইকাররা বাইক প্রেমী মেয়র কে কাছে পেয়ে আরো উৎসসিত হয়ে ওঠেন।

উদ্ভোদনি বক্তব্যে মেয়র সাহেব তার বাইকের প্রতি ভালোবাসার বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

অনুষ্ঠানস্থলে আরো উপস্থিত ছিলেন এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস সহ মটরস এর অফিশিয়াল গন।

জনাব সুব্রত রঞ্জন দাস, শুভেচ্ছা বক্তব্য মেয়রকে তাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান এবং তাদের আমন্ত্রণে বাইকারা সাড়া দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞতা জানান।

দিনব্যাপী এ ফিয়েস্তাতে ছিল জিমখানা যেখানে বাইকাররা তাদের দক্ষতার পরিচয় দিতে পারবেন এবং যিনি সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিয়ে জিমখানা অংশটুকু পূরণ করতে পারেন তাকে উপহার সরুপ দেওয়া হয় ইঞ্জিন ওয়েল, ইয়ামাহা লুব।

আশার কথা হচ্ছে জিমখানা পূরণ করতে পেরেছেন অধিকাংশ বাইকার যেটা আমাদের বাইকিং কমিউনিটির জন্য সুসংবাদ যে বাইকের রাস্তায় বাইক চালনায় দক্ষ হয়ে উঠছেন।

জিম থানার পাশেই ছিল এসিআই মোটরসের বাজারজাত করার সকল মোটরসাইকেল গুলোর টেস্ট রাইড দেওয়ার সুযোগ।

যেটা আমাদের বাইকিং কমিউনিটি জন্য একটি পজেটিভ দিক কারণ বাংলাদেশে যেসব মোটরসাইকেল কোম্পানিগুলো তাদের বাইক বাজারজাত করে, কেনার আগে তাদের বাইক গুলো চালিয়ে দেখার কোন সুযোগ নেই।

যেটার অন্যতম একটি বড় সুবিধা হল আপনি আপনার পছন্দসই বাইকটি আপনার সাথে কতটুকু ফিট হচ্ছে বা আপনি এই বাইকটা নিয়ে রাস্তায় কতটুকু স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং যে বাধাগুলো আসবে তা কতটা দক্ষতার সাথে মোকাবেলা করতে পারবেন তা একবার ঝালাই করে দেখার সুযোগ পান।

ছিল পছন্দের বাইক বুকিং দিলেই ডিসকাউন্ট সেই সাথে উপহার।

পাশাপাশি এসিআই মটরস এর বাজারজাত করা সকল বাইকগুলোর ডিসপ্লে।

অনুষ্ঠানের অন্যতম একটা বড় আকর্ষণ ছিল 1000 সিসির বাইক ইয়ামাহা আর ওয়ান এম এর ডিসপ্লে যেটাকে ঘিরে অনেক জটলা দেখা গেছে পুরো অনুষ্ঠান জুড়ে।

সন্ধ্যার পর ফায়ার সো বাইকারদের নতুনভাবে উদ্দীপ্ত করে।

ছিল অংশগ্রহণকারী প্রতিটি বাইকার এর জন্য বুফে ডিনার এর ব্যবস্থা।

ডিনারের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সর্বোপরি দিনটি ছিল শুধুমাত্র বাইকারদের।

কিউরিয়াস বাইকার প্রত্যাশা করে বাইক পরিবেশক কোম্পানিগুলো শুধুমাত্র বাইক বিক্রিতে সীমাবদ্ধ না থেকে বাইকারদের নিয়ে এরকম সামাজিক অনুষ্ঠান গুলোতে নিজেদের সম্পৃক্ত করবেন।

এই ধরনের অনুষ্ঠানগুলো শুধুমাত্র আনন্দই দেয় না বরং বাইকারদের দায়বদ্ধতা বৃদ্ধি করে সমাজের প্রতি এবং দেশের প্রতি।

শেয়ার করুন
সব লেখা দেখুন

সোশ্যাল মিডিয়া

প্রাসঙ্গিক লেখা

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

TVS Apache RTX 300: নতুন ৩০০সিসি অ্যাডভেঞ্চার বাইক — ফিচার, ইঞ্জিন ও বাংলাদেশে সম্ভাব্য দাম

অক্টোবর 19, 2025

Yamaha Fascino 125 Fi Hybrid 2025 – Price, Features, New Colors & Specs

অক্টোবর 01, 2025

CFMoto 150 Aura স্কুটার লঞ্চ | রেট্রো লুক ও 150cc ইঞ্জিন ফিচার

সেপ্টেম্বর 22, 2025

সাম্প্রতিক লেখা

শীতকালে কোন ইঞ্জিন অয়েল ভালো? মিনারেল নাকি সিনথেটিক – বাইকারদের জন্য সম্পূর্ণ গাইড (2025

নভেম্বর 25, 2025

হাজারো রাইডারের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইয়ামাহা বাইক কার্নিভ্যাল ২০২৫ | Yamaha Bike Carnival Bangladesh

নভেম্বর 12, 2025

Fuel Efficiency বাড়ানোর ৭টি উপায় – বাইকের মাইলেজ বাড়ানোর টিপস

নভেম্বর 04, 2025