জয়েন করুন ৬০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
###01. Honda CB Shine SP
Honda CB Shine SP একটি ভদ্র ধাচের City Commuter বাইক যা CB Shine এর আপডেট হওয়া সংস্করণ। CB Shine SP এ সেগমেন্টের একটি হালকা স্পোর্টস বাইকের মত, যেটির জ্বালানি ট্যাংক নান্দনিক ডিজাইন করা। Honda এ বাইকটিতে সিবিএস (সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেম) ব্রেক ব্যাবহার করেছে। এই বাইকের মূল আকর্ষণ হ'ল এটি স্টাইল, আরামদায়ক এবং দামের মিশ্রনে একটি সম্পূর্ণ প্যাকেজ।
বাইকটিতে 124.7 সিসি এয়ার কুলড, সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটির ইঞ্জিন সর্বাধিক পাওয়ার 10.16 বিএইচপি @ 7500 আরপিএম এবং সর্বাধিক টর্ক 10.3 এনএম @ 5500 আরপিএম উৎপাদন করতে পারে। বাইকটিতে 5 স্পিড গিয়ার রয়েছে এবং এর সর্বাধিক গতি 110 কিলোমিটার প্রতি ঘণ্টায়। Honda CB Shine SP এর মাইলেজ 65 কিলোমিটার প্রতি লিটারে l
Honda CB Shine SP (SD) Tk.151,000.00
###02. Yamaha Saluto 125
125cc বিভাগে Yamaha Saluto 125 বাংলাদেশের বাজারে একটি বিশ্বস্ত বাইক। বিগত কয়েক বছর ধরে Saluto 125 বাইকটির বেশ সুনামের সাথেই বাংলাদেশে পদচারনা। বাংলাদেশে যদিও 125cc বাইকের চাহিদা তুলনামূলক কম, তারপরও Saluto 125 তার স্বমহিমায় উজ্জল।
Yamaha তাদের এই বাইকটিতে 125cc ইঞ্জিন ব্যাবহার করেছে, যেটি সর্বোচ্চ শক্তি 6.1kW(8.3PS)/7000r/min এবং সর্বোচ্চ টর্ক 10.1N・m(1.0kgf・m)/4500r/min উৎপন্ন করতে সক্ষম। এই Yamaha Saluto 125 বাইকটি সর্বোচ্চ 95 kmph গতিতে চলতে সক্ষম। Yamaha বলছে তাদের Yamaha Saluto 125 বাইকটির গড় মাইলেজ প্রায় 70 কিলোমিটার।
Yamaha Saluto 125 Tk.158,000.00
আরো পড়তে পারেন
###০৩. Suzuki GSX 125
বাংলাদেশের বাজারে সুজুকি Sports বাইক বিভাগে দারুন সফল। তাবে Standard বিভাগে এটি অনেকটাই বিপরিত। বাংলাদেশের বাজারে তাদের প্রাথমিক স্তরের বাইক থাকলেও মধ্যম স্তরের সুজুকি বাইক ছিলনা বল্লেই চলে। সেই খরা কাটিয়ে উঠতেই সম্প্রতি তারা বাংলাদেশের বাজারে ১২৫ সি সি মোটরসাইকেল বিভাগে তাদের প্রথম এবং একমাত্র বাইকটি লঞ্চ করে। যার নাম Suzuki GSX 125 ।
সুজুকি এই বাইকটিতে 125 cc ইঞ্জিন ব্যাবহার করেছে, যেটি Four-stroke, Single-cylinder, Air-cooled। এটি সর্বচ্চ শক্তি 7.8 Kw @9000 rpm এবং সর্বচ্চ টর্ক 9.2 Nm @7000 rpm উতপন্ন করতে সক্ষম। বাইকটিতে রয়েছে ৫ গতির ম্যানুয়াল গিয়ার। বাইকটি ঘন্টায় প্রায় ১১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।
Suzuki GSX 125 এর মাইলেজ ৫০ কি মি
Suzuki GSX 125 Price Tk.141,950
###০৪. Bajaj Discover 125
Bajaj Discover 125 স্থানীয় বাইকারদের কাছে একটি পরিচিত নাম। প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে Bajaj Discover 125 বাইকটির পদচারণা। একটা লম্বা সময ধরে Bajaj এর এই মোটরসাইকেল মডেলটি বাংলাদেশের সাধারন বাইকারদের আস্থা ধরে রাখতে পেরেছে। Bajaj ভারতীয় বাজারে তাদের এই সফল বাইক মডেলটির বিক্রি বন্ধ করে দিলেও বাংলাদেশের বাজারে তা পুরোদমে চালু রেখেছে। Bajaj সময়মত নিয়ম করেই বাংলাদেশের বাজারে তাদের এই বাইকটি হালনাগাদ করে আসছে।
বাইকটিতে ১২৪.৬ সি সি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা Single cylinder, 2-valve, DTS-i এর সাথে ExhausTEC। এর সর্বোচ্চ শক্তি 11 PS @ 7500 rpm এবং সর্বোচ্চ ঘূর্ণন বল 11 Nm @ 5000 rpm। এটির সর্বোচ্চ গতি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। বাইকটিতে ৫ গতির গিয়ার ব্যবহার করা হয়েছে। Honda CB Shine এবং Hero Glamour এর শক্ত প্রতিদ্বন্দ্বী।
Bajaj Discover 125 এর মাইলেজ সর্বোচ্চ ৬২ কিলোমিটার।
Bajaj Discover 125 Disk Tk.160,500 Bajaj Discover 125 Drum Tk.147,500
আরো পড়তে পারেন
###০৫. Hero Ignitor 125
125 cc অংশে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Hero বাংলাদেশে খুব একটা ব্যবসাসফল নয়। এ অংশে প্রধান্য বিস্তার করার লক্ষেই Hero Ignitor 125 বাইকটি সম্প্রতি Hero Bangladesh Ltd বাংলাদেশে লন্স করে। বাইকটি দেখতে অনেকটাই HERO Glamour এর মত হলেও দুটি বাইকে রয়েছে ব্যাপক প্রার্থক্য।
ইকটিতে 124.7 cc ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে, যেটি Air cooled, 4 – stroke single cylinder, OHC। এটি সর্বোচ্চ শক্তি 11.4 bhp @ 8000 rpm এবং সর্বোচ্চ টর্ক 11 Nm @ 5000 rpm উৎপাদন করতে সক্ষম। বাইকটি সর্বোচ্চ গতি 100 কিলোমিটার প্রতি ঘন্টায় । এটির Curb Weight 127 কিলোগ্রাম।
Hero Ignitor 125 এর মাইলেজ গড়ে প্রায় ৬০ কিলোমিটার প্রতি লিটারে।
Ignitor 125 Tecno (SD) Tk.145,000 Ignitor 125 FV XTec (SD) Tk.160,000
###০৬. TVS Raider 125
125cc segment বাইকের ক্ষেত্রে গতানুগতিক ধারার বাইরে এসে TVS একটা ভিন্ন কিছু দেখালো। এই সেগমেন্টে সবাই একটা সাদাসিদে বাইক প্রত্যাসা করলেও TVS Raider 125 একটু ভিন্ন কিছু। এই বাইকটিতে TVS বেশ কিছু আধুনিক বৈশিষ্ট যোগ করায় Raider 125 বাইকটি একটু ভিন্ন মাত্রা পেয়েছে। তবে এই বৈশিষ্টগুলো একজন রাইডারের জন্য কতটুকু কাজে আসবে তা নিয়ে রয়েছে একটা বিরাট সংশয়।
TVS তাদের এই Raider 125 বাইকটিতে ব্যবহার করেছে 124.76cc, Air/Oil-Cooled 3V ইঞ্জিন। এটির Maximum Power 12.7 Bhp @ 8000 RPM এবং Maximum Torque 11.5 NM @ 6500 RPM। বাইকটির Kerb Weight অর্থাৎ জ্বালানী সহ ওজন 120 Kg। এটির Fuel Tank Capacity 10 Liters।
TVS Raider 125 এর মাইলেজ প্রায় ৫৫ কি মি
TVS Rider 125 (SD) SBT Tk.160,999
আরো পড়তে পারেন
###০৭. Runner Turbo 125
বাংলাদেশের বাজারে Runner Turbo 125cc বাইকটির দারুন সাফল্যের পর, রানার এই বাইকটির দ্বিতীয় সংস্করণ বাজারে নিয়ে এসেছে, আর্থাৎ Runner Turbo 125 V2 এখন বাংলাদেশের বাজারে। নতুন Runner Turbo 125 V2 বাইকটিতে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। যা এখন আগের তুলনায় অনেক বেশি পেশীবহুল, টেকসই এবং খুচরা মূল্যও তুলনামূলক অনেকটাই কম।
রানার তাদের এই Turbo 125 V2 বাইকটিতে ব্যাবহার করেছে 124.8cc ইঞ্জিন, যেটি Single Cylinder SOHC 4 Stroke Dual Valve, Air Cooled। এটি সর্বোচ্চ শক্তি 11.256 bph @ 8500rpm এবং সর্বোচ্চ টর্ক 11.0 N.m @ 7000 rpm উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে 5 Speed Manual গিয়ার ব্যাবহার করা হয়েছে।
Runner Turbo 125 এর মাইলেজ প্রায় 45 Kmpl। Runner Turbo 125 V2 Tk.135,000
###০৮. Keeway RKS 125
Keeway RKS 125 বাইকটি নির্ভরযোগ্যতা, স্টাইল, জ্বালানি সাশ্রয়ীতা এবং মূল্যের দিক দিয়ে একের ভিতরে সব। এটিতে 125 cc en-cylindrical four-stroke ইঞ্জিন। ১২৫ সি সি বিভাগে বাংলাদেশে বাইকটির এখনো শক্ত অবস্থান হয়ে উঠেনি। তবে বাইকটি ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ভাল।
এ বাইকটিতে ১২৪.৫ সি সি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা Air-Cooled, 4-Stroke, Single Cylinder, 2-Valve এবং SOHC। এটির সর্বোচ্চ শক্তি 1.00 HP (8.0 kW)) @ 9000 RPM এবং সর্বোচ্চ ঘূর্ণন বল 9.20 Nm (0.9 kgf-m or 6.8 ft.lbs) @ 7500 RPM উৎপন্ন করতে সক্ষম। বাইকটিতে ৫ গতির ম্যানুয়াল গিয়ার ব্যবহার করা হয়েছে এবং এটির সর্বোচ্চ গতি ১২৬ কিলোমিটার প্রতি ঘন্টায়। ১৬ লিটার জ্বালানী ধারণ ক্ষমতা সম্পন্ন এ বাইকটি। এ বাইকটিতে সামনের ব্রেক ডিক্স এবং পেছনে ড্রাম ব্রেক।
Keeway RKS 125 এর মাইলেজ প্রায় ৫০ কিলোমিটার
Keeway RKS 125 Price Tk.109,500
ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?