গরমে মোটরসাইকেলের যত্ন

এপ্রিল 14, 2023

গরমে মোটরসাইকেলের যত্ন
গরমকালে বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। তাই অত্যাধিক তাপে বাইক চালানো হতে পারে বিপজ্জনক। টায়ারের প্রেশার বেশি হলে তা ফেটে যেতে পারে। তাই এই সময় মোটরসাইকেলের বাড়তি যত্ন প্রয়োজন। জেনে নিন গরমকালে বাইকের যত্ন নেবেন যেভাবে।

গরমকালে বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। তাই অত্যাধিক তাপে বাইক চালানো হতে পারে বিপজ্জনক। টায়ারের প্রেশার বেশি হলে তা ফেটে যেতে পারে। তাই এই সময় মোটরসাইকেলের বাড়তি যত্ন প্রয়োজন। জেনে নিন গরমকালে বাইকের যত্ন নেবেন যেভাবে।

জয়েন করুন ফেইসবুক গ্রুপে

বাইকের কুল্যান্ট

গরমের সময় বাইকের কুল্যান্ট ঠিক আছে কি না দেখে নিন। কুল্যান্ট হলো এক ধরনের তরল যা বাইকের ইঞ্জিনের মধ্যে তাপের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। যানবাহনের জন্য কুলিং সিস্টেম হিসেবে কাজ করে এই পদ্ধতি। অ্যান্টিফ্রিজ এবং পানির মিশ্রণে তৈরি এই তরল গরমকালে বাইক সুরক্ষিত রাখে। পাশাপাশি ইঞ্জিনের আশেপাশে ধুলো থাকলে তা নিয়মিত পরিষ্কার করুন। কারণ, ময়লা জমে থাকলে তা চালানোর সময় ইঞ্জিন প্রচণ্ড গরম হয়ে যেতে পারে।

আরো পড়তে পারেনঃ

bike টায়ার প্রেশার

গরমকালে টায়ার প্রেশার সাধারণ সময়ের থেকে একটু কম রাখার পরামর্শ দেওয়া হয়। বাইকের চাকায় যদি বাতাসের বেগ বেশি থাকে তাহলে তা গরমকালে ফেটে যেতে পারে। হাই স্পিডে বাইক চালানোর সময় যেহেতু চাকা সরাসরি রাস্তার সংস্পর্শে আসে তখন অত্যধিক হিট তৈরি হয়। তাই সাবধান না থাকলে টায়ার ক্ষতি হতে পারে এবং বাইক স্কিড খেয়ে যেতে পারে।

ভিডিওঃ বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবো এবং কেন

bike ফুয়েল ট্যাংক

গরমে বাইকের ফুয়েল ট্যাংক সম্পূর্ণ ভরা উচিত নয়। কারণ, তাপ সৃষ্টি হলে পেট্রল কিংবা ডিজেল দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে তা ভরা থাকলে জ্বালানি উপচে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এসময় ফুয়েল ট্যাংক অর্ধেক অথবা চার ভাগের তিন ভাগের বেশি পূর্ণ করা ঠিক নয়।

ভিডিওঃ সার্ভিস সেন্টারে না গিয়ে নিজেই কার্বন ক্লিন করবেন যেভাবে

ইলেকট্রিক যন্ত্রাংশ

বাইকের একাধিক ইলেকট্রিক যন্ত্রাংশ গরমের তীব্রতায় ক্ষতিগ্রস্থ হতে পারে। কমিউটার মোটরসাইকেল থেকে স্পোর্টস বাইক, সব টু হুইলারেই থাকে একাধিক ইলেকট্রিক যন্ত্রাংশ। তাই রাইড করার সময় অতিরিক্ত ফিউজ সঙ্গে রাখতে পারেন।

ভিডিওঃ ওয়াশের পরেও চকচকে হচ্ছে না, কারণ কি ?

bike চেইন লুব্রিকেট

গরমের সময় বাতাসে ধুলাবালি একটু বেশি থাকে। তাই কিছুদিন পরপর বাইকের চেইন পরিষ্কার ও লুব্রিকেট করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফলে বাইক আরও মসৃণভাবে চালানো যায়। লুব্রিকেটিং করার আগে বাইকের সমস্ত পার্টস অবশ্যই পরিষ্কার করে নিতে হবে।

ভিডিওঃ Why fzs fi v2 dd best selling bike in Bangladesh

আরো পড়তে পারেনঃ