বর্তমানে ভারত ও বাংলাদেশে টু-হুইলারের বাজারে স্টাইলিশ স্কুটির জনপ্রিয়তা নজরে পড়ার মতোই। বাজারের এক সে এক অত্যাধুনিক মডেল ঝুটঝামেলা হীন রাইডিংয়ের অভিজ্ঞতা দিয়ে অসংখ্য ক্রেতাকে আকৃষ্ট করে চলেছে।
জয়েন করুন ৫০ হাজারের বেশি বাইকারের গ্রুপ কিউরিয়াস বাইকার
কিন্তু স্কুটির সহজ রাইডিংয়ের প্রশংসাকে ম্লান করতে প্রস্তুত কম মাইলেজের বদনাম। পেট্রোল-ডিজেলের ছ্যাঁকা লাগানো দুর্মূল্যের বাজারে যা যে কোন মানুষের জন্যই একটি হৃদয়বিদারক বিষয়। এহেন পরিস্থিতিতে সকলের নজর বেশি মাইলেজের স্কুটারের দিকে। এই প্রতিবেদনে তাই সর্বাধিক মাইলেজ প্রদানকারী (পরীক্ষিত) সেরা পাঁচটি স্কুটির হদিস রইল।
Yamaha Fascino Hybrid 125
Yamaha Fascino Hybrid 125 ভারত ও বাংলাদেশের সর্বাধিক মাইলেজ প্রদানকারী ১২৫ সিসি স্কুটারের খেতাব জিতে নিয়েছে। এক লিটার জ্বালানিতে এটি ৬৮.৭৫ কিলোমিটার ছোটে বলে দাবি করা হয়েছে। এতে রয়েছে একটি ১২৫ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন। যা থেকে ৮.২ পিএস শক্তি ও ১০.৩ এনএম টর্ক পাওয়া যায়।
এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টের দাম Single Disc Price 1,50,000 Tk
আরো পড়তে পারেন
Yamaha RayZR 125
Fascino Hybrid 125-এর মতো ১২৫ সিসি মাইল্ড হাইব্রিড ইঞ্জিনে চালিত RayZR 125। ১ লিটার জ্বালানিতে স্কুটারটি প্রায় ৬৬ কিলোমিটার রাস্তা চলতে সক্ষম। এটি পাঁচটি ভ্যারিয়েন্টে উপলব্ধ – Drum, Disc, DLX, MotoGP ও Street Rally Edition।
বাংলাদেশে দাম Street Rally টা আপাতত পাওয়া যাচ্ছে, দাম ২,৪৫,০০০ টাকা।
Suzuki Access 125
Suzuki Access 125-এ রয়েছে একটি ১২৪ সিসি ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৬৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ মেলে। এর ৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি থাকলে ৩০০ কিলোমিটারের বেশি পথ ছোটা যায়। স্কুটারটি তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – Standard, Special Edition ও Ride Connected Edition।
তবে বাংলাদেশে শুধুমাত্র একটি পাওয়া যায়, দাম ১,৭৪,৯৫০ টাকা
TVS Jupiter
তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে TVS Jupiter-এর নাম। এতে উপস্থিত একটি ১১০ সিসি ইঞ্জিন। যাতে রয়েছে intelliGO আইডল স্টার্ট/স্টপ ফাংশন। যা বেশি তেল খরচ হওয়া থেকে বাঁচায়। এক লিটার জ্বালানিতে স্কুটারটি ৬২ কিলোমিটার মাইলেজ দেয়। দাম ১,৪২,৯০০ টাকা
আরো পড়তে পারেন
Honda Activa 6G
Honda Activa 6G সর্বাধিক মাইলেজ প্রদানকারী স্কুটারের তালিকা পঞ্চম স্থান দখল করেছে। এর ১০৯.৫১ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৭. ৭৯ পিএস শক্তি এবং ৮.৮৪ এনএম টর্ক পাওয়া যায়। প্রতি লিটার পেট্রোলে স্কুটারটি ৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
এর বর্তমান বাজারমূল্য ২,২৫,০০০ টাকা
তথ্য সুত্রঃ টেকগাপ
ভিডিও অংকের হিসাবে খরচ কম কিসে, মিনারেল নাকি সিনথেটিক ?